শুভ দীপাবলী কবিতা
~ তুমি বুঝবে না বুঝলে, এই কালী পুজোর উপস, অষ্টমীর অঞ্জলী এসব আমরা, শুধু
হিন্দুরাই বুঝি।
হিন্দুরাই বুঝি।
~ ও তাই বুঝি!
~ হ্যাঁ তাই। তুমি অন্য ধর্মের হয়ে এসব বুঝবেই না।
~ আচ্ছা। বলছি যে হিন্দু থুড়ি সনাতন ধর্মের ধর্ম গ্রন্থ তো বেদ। পড়েছ কখনও
সেটা?
সেটা?
~ কি বলতে চাইছো কি তুমি?(একটু রেগেই)
~ আমি তো না বোঝার মত কোনো ভাষায় তোমায় বলিনি! তুমি খামোখা রেগে যাচ্ছ।
~ না আমি রাগিনী মোটেও। হটাৎ এই প্রশ্ন কেনো?
~ কারণ একটাই না পড়লে জানছ কিভাবে যে সব মন্ত্র, সব প্রথা সঠিক!
~ তুমি আমায় এবার হিন্দুত্বের সঠিক বেঠিক সেখানে???
~ না সেটা বলিনি। শুধু জানতে চেয়েছি।
~ হ্যাঁ সেটাই। কথা দিয়ে ঠুকতে জানো শুধু।
তুমি কোরআন পড়েছ?
~ হ্যাঁ পড়েছি। বেদ পড়েছি। বাইবেল পড়েছি…
Happy Diwali Poem In Bengali
~ তা পড়ে কি বুঝলে?
~ কি বুঝলাম সেটা পরের কথা, আগে বলতে চাই তুমি বলছিলে না যে আমি বুঝবো না তার
কথা…
কথা…
~ কি কথা শুনি?
~ আমি নিজেও জানতে পারিনি কখন আমার ধর্ম ইসলাম হয়ে গেছে। একটু বড়ো হয়ে
পড়াশোনা করে বুঝলাম যে জন্মের সাথে সাথে সমাজ আমায় মুসলমান বলে চিহ্নিত
করেছে। আর সবার সাথে যেমন হয়। হয়ত তুমি আমার জায়গায় আর আমি তোমার জায়গায়
জন্মালে ধর্ম টাও উল্টে পাল্টে যেত।
পড়াশোনা করে বুঝলাম যে জন্মের সাথে সাথে সমাজ আমায় মুসলমান বলে চিহ্নিত
করেছে। আর সবার সাথে যেমন হয়। হয়ত তুমি আমার জায়গায় আর আমি তোমার জায়গায়
জন্মালে ধর্ম টাও উল্টে পাল্টে যেত।
~ শুরু হয়ে গেলো দার্শনিক মার্কা কথা বার্তা।
~ আমরা সবাই দার্শনিক।
~ হমম…
~ সমাজ ধর্মের সাথে ভেদাভেদ গুলোও চাপিয়ে দিয়েছিল। পরে সব পড়ে বুঝলাম সবটাই
নিজের উপর। মানা না মানা সব নিজের ইচ্ছার উপর।
নিজের উপর। মানা না মানা সব নিজের ইচ্ছার উপর।
আলোর উৎসব কবিতা
আমায় যে মা জন্ম দিয়েছে সে আমার জন্য দোয়া করে নামাজের পাটিতে বসে। আবার
আমায় সন্তান মনে এমন মা, নীলের উপস করে, মা কালীর উপস করে আরো অনেক উপস করে।
কি জানো দুজনেই এক প্রার্থনা করে যাতে আমার ভালো হয়। আমি দুই মায়ের সমান
ভালোবাসার অধিকারী।
আমায় সন্তান মনে এমন মা, নীলের উপস করে, মা কালীর উপস করে আরো অনেক উপস করে।
কি জানো দুজনেই এক প্রার্থনা করে যাতে আমার ভালো হয়। আমি দুই মায়ের সমান
ভালোবাসার অধিকারী।
এটা তুমি বুঝবে না।
~ সেই সেই। আমি কিছুই বুঝবো না শুধু তুমি বোঝো সব। বড্ড ন্যাকা তুমি।
~ হাহাহা…
~ অনেক হোয়েছে চলো আমার সাথে দীপাবলির প্রদীপ গুলো জ্বালাবে।
~ হ্যাঁ চলো তোমায় সাহায্য করি।
অদূরে বেজে যায় নজরুলের লেখা শ্যামা সঙ্গীত।
ভালোবাসা ধর্ম মেনে হয়না। মনুষত্বের উপর কোনো ধর্ম হয় না।
আরো পড়ুন,