শারদীয় শুভেচ্ছা কবিতা, বার্তা 2023 – Sharodiya Suveccha Kobita – Durga
Puja
শারদীয় শুভেচ্ছা কবিতা 2023
শরৎকাল মানেই বাঙালির কাছে শারদীয় মরশুম, দূর্গাপূজার সময় । পুজো পরিক্রমা থেকে প্যান্ডেল হপিং কোন কিছুই যেন বাদ যায়না প্ল্যান, পরিকল্পনা থেকে ।
বাঙালির প্রিয় শারদীয় মরশুমে আপনার জন্য রইলো শারদীয়ার সেরা কিছু কবিতা ও শুভেচ্ছাবার্তা ।
শরৎ মানে দুর্গাপূজা
– স্নেহাশীষ ভট্টাচার্য
ওই এলো রে শরৎকাল
পড়াশোনার ছুটি ,
পূজোর কদিন আড্ডা দেবো মৎ
বন্ধুরা সব জুটি ।।
সপ্তমীতে নতুন জামা
নতুন রকম সাজ ,
প্যাণ্ডেলেতে দুর্গাপূজার
হরেক রকম কাজ ।।
অষ্টমীতে সকাল বেলায়
অঞ্জলী দেবার ধূম ,
আনন্দ আর খুশির বহরে
রাত্রে নেইকো ঘুম ।।
নবমীতে আর দশমীতে
ঘুরবো সারাবেলা
পিতা মাতার সাথে খানিক
আসবো ঘুরে মেলা ।।
দশমীতে বিদায় বেলায়
থাকবো মা পথ চেয়ে ,
বছর পরে এসো আবার
খুশির খবর নিয়ে ।।
শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা কবিতা
মা – দুর্গা
– গৌতম মণ্ডল
তোমার দুর্গা ত্রিশূল হাতে
প্যান্ডেলে বিরাজে ৷
আমার দুর্গা কোদাল হাতে
একশো দিনের কাজে !
তোমার দুর্গা ফর্সা ভীষণ
আমার দুর্গা কালো ৷
আমার দুর্গা ফসল ফলায়
মাঠ করেছে আলো !
তোমার দুর্গা ত্রিশূল নাচায়
অসুর নিধন কালে ৷
আমার দুর্গা তুলসি -তলায়
সন্ধ্যা – প্রদীপ জ্বালে ৷
তোমার দুর্গা , ত্রিনয়নী
কপালে তার চোখ ৷
আমার দুর্গা স্নেহের পরশ
ভোলায় দুঃখ – শোক ৷
তোমার দুর্গা প্যান্ডেলেতে
দাঁড়িয়ে থাকে ঠায় ৷
আমার দুর্গা বলে – “খোকা…
ভাত খাবি যে, আয় ৷
দূর্গা পূজার শুভেচ্ছা কবিতা
শারদীয় শুভেচ্ছা
– সুপর্ণা
যদি এমন হোত….
ফিরে যাওয়া যেত ছোটবেলার দিনগুলিতে
আরো একটিবার,
হারিয়ে যাওয়া দিনের মুক্তগুলো দিয়ে-
জীবনটাকে করতাম শুরু আবার!
বন্ধু যারা চলে গেছে ভেসে
জীবন নতীর অন্য স্রোতের টানে,
নতুন করে মিলতাম সবে
ছেলেবেলার অকৃত্রিম সেই হাসি খুশি কলতানে…!
দিগন্ত বিস্তৃত সবুজকে সাক্ষী রেখে
ছুটতাম খেলতাম জন্মভূমির পথে পথে,
অতি প্রিয় চেনা সে মুখগুলো
থাকত সর্বদা সাথে সাথে!
শরতের আকাশে সাদা মেঘের সাথে
কেটে যাওয়া সেই বন্ধুত্বের ঘুড়িগুলো
যদি আসত আবার ফিরে ফিরে,
ফিকে হয়ে যাওয়া জীবনটাকে
রাঙিয়ে নিতাম তাদের পেয়ে ধীরে ধীরে!
কাগজের নৌকাগুলিতে সব কষ্ট যন্ত্রনা লিখে
ভাসিয়ে দিতাম ধারাশ্রাবণের উজানে,
নতুন ছন্দে নতুন করে তুলতাম সুর
জীবনবীণার গানে!
সোঁদা মাটির বুক থেকে-
নিয়ে নির্মল বাতাসের আঘ্রাণ,
ক্লান্ত শ্রান্ত দেহে আনতাম ফিরিয়ে….
নবমুকুলিত সবুজ সতেজ এক প্রাণ…!
আরো পড়ুন,
৷৷ পূজোর ছড়া ৷৷
– গৌতম মণ্ডল
কাশের বনে
এ আশ্বিনে ৷
দুলছে কারা ?
পাগল পারা !
ঢ্যাং কুড়াকুড়
তাকুড় নাকুড় ৷
ঢাকের বোলে
চিত্ত দুলে ৷
শিউলি ডালে
হাজার ফুলে ,
আসছে অলি
সদল বলে ৷
আকাশ হাসে
কি উল্লাসে !
শরৎ আসে ….
শিশির ঘাসে ৷
মেঘের সারি
যাচ্ছে উড়ি ,
এঁকে – বেঁকে
আনতে মাকে ৷
চণ্ডী – তলায় ,
কে ভিড় জমায় ?
ছোট্ট দু – পায়
কিসের আশায় ?
তুলির টানে
এ আশ্বিনে ,
মন ফোয়ারা
খুশির সাড়া ৷
বাজল কাঁসি ,
ফুটল হাসি ৷
খুশির রোলে ,
দ্বন্দ্ব ভুলে
হৃদয় খুলে ,
আয় সকলে ৷
শরৎ আলো ,
ঘুচায় কালো ৷
মুচকি হেসে ,
দুগ্গি এলো ৷
আয়না হেথা ,
জুড়াই ব্যথা ৷
তোমায় – আমায়
কইবো কথা৷
আরো পড়ুন,