Jawan Movie Review, Cast, Rating, Download (জাওয়ান মুভি রিভিউ, ডাউনলোড) Watch Online Free

Bongconnection Original Published
5 Min Read

 Jawan Movie Review, Cast, Rating, Download (জাওয়ান মুভি রিভিউ, ডাউনলোড)
Watch Online Free

Jawan Movie Review, Cast, Rating, Download (জাওয়ান মুভি রিভিউ, ডাউনলোড) Watch Online Free
Loading...


Jawan Movie Review, Cast

হল কানায় কানায় পূর্ণ, যতোবার উনি আসছেন করতালি আর সিটির বন্যা বয়ে যাচ্ছে।
মানুষ হাসছে, কাঁদছে, নাচছে, ফাটিয়ে গলা মেলাচ্ছে পর্দার ঐ মানুষটার সাথে। বিগত
১০ বছরে এরম হয়েছিল কিনা মনে করতে পারছেননা কেউই। 
গিয়েছিলাম দেখতে ‘জওয়ান’, দলবেঁধে মাস মুভি দেখার আলাদাই আনন্দ! তার উপরে যখন
কিং খানের ছবি! প্রত্যাশা ছিল তুঙ্গে। আবার এও মনে হচ্ছিল মানুষ তো পাগলাপনা
করবে, আমি কি শুনতে পাবো ডায়লগ? গল্পটা যদি গাঁজাখুরি হয়? আর্টফিল্ম দেখা পছন্দ
করি, সাউথের অ্যাকশন সিনেমার সেরম ভক্ত নই। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে সীটে
বসলাম আর আড়াই ঘন্টা পর যখন বেরোলাম আমার মনে হচ্ছে আবার আরেকবার দেখলে মন্দ
হয়না! ‘বাজিগর’ বাজিমাত করেছেন নিঃসন্দেহে তার চেয়েও বড় কথা তিনি দেখিয়েছেন যে
বলিউড আর সাউথ ইন্ডাস্ট্রি কোনো যুযুধান প্রতিপক্ষ না, ‘কাশ্মীর টু
কন্যাকুমারী’ কে একসূত্রে বাধতে যে এখন দুই ইন্ডাস্ট্রিকেই একে অন্যের সাহায্য
নিতে হবে ( সেটা রিমেক কালচার মেনে আর নয়!) সেই বার্তাটিও দিয়েছেন স্পষ্ট করে।
এবং এটার সত্যিই প্রয়োজন ছিল। আধমরাদের ঘা মেরে বাঁচানোর দায়ভার যেন খান সাহেব
স্বেচ্ছায় তুলে নিয়েছেন নিজের কাঁধে। 

ইতিমধ্যেই অনেকেই দেখে ফেলেছেন হয়তো সিনেমার নানান ক্লিপ পড়ে ফেলেছেন অনেক
বিচার বিশ্লেষণ বিভিন্নকিছু। আমায় বেশ কয়েকজন জিজ্ঞেসও করেছেন যখন সিনেমাটা
কেমন? 
আমি বলেছি দুর্দান্ত।
এর প্রত্যুত্তরে তারা যখন বলেছেন যে ওটিটিতে এলে দেখবো।
সদুপদেশ দিয়েছি যে, না হলে গিয়ে দেখুন। ছোটোপর্দায় দেখে মজা আসবেনা সেরম। যখন
শাহরুখ এসে ম্যাজিক করেন সেটা অ্যাকশনই হোক বা রোমান্স(যদিও এখানে সেই পরিসর
তুলনায় কম ছিল!) তার স্বাদ অনুধাবন ও তাতে অবগাহন করতে গেলে বড়পর্দা বিনা গতি
নেই। 
এ সিনেমায় না তো আছে ধর্মের নামে সুড়সুড়ি নাতো শুধুই ধুমধাড়াক্কা মারামারি,
দেশপ্রেম দেখাতে গেলে পাকিস্তানকে ধরে টানাটানি করারও যে সবসময় প্রয়োজন পড়েনা
সেটাও পরিচালকমশাই দেখিয়েছেন। দেশের আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যাগুলো টেনে
এনেছেন, পরিসংখ্যান ও কারণসহ। একের পর এক এসেছে সংবাদপত্রের শিরোনামে উঠে আসা
ঘটনাগুলো- কৃষক আত্মহত্যা, বেকারত্ব, সরকারি হাসপাতালের দূরবস্থা, দুর্নীতি
এমনকী পরিবেশ দূষণও। বুর্জোয়াসমাজের নিকৃষ্টতা, সরকারি অব্যবস্থা সবকিছুকে নিয়ে
ছুঁড়ে দিয়েছেন একরাশ প্রশ্ন। গণতান্ত্রিক রাষ্ট্রযন্ত্রের দিকে আঙুল তুলে
বলেছেন ‘রাজা তোর কাপড় কোথায়’। বুকের পাটা লাগে বস এই অস্থির সময়ে দাঁড়িয়ে এই
কাজটা করতেন। 

Jawan Movie Star Cast

Shah Rukh Khan,
Nayanthara,
Deepika Padukone,
Vijay Sethupathi, Sanya Malhotra, Priyamani

& others.
Director – Atlee Kumar
Music Director – Anirudh Ravichander
Jawan Movie Review, Cast, Rating, Download (জাওয়ান মুভি রিভিউ, ডাউনলোড) Watch Online Free

Jawan Full Movie Download Free Mp4moviez, Skymovieshd, Filmyzilla, Filmyhit,
Pagalmovies

শুধু কি তাই? ভিক্রম রাঠোর চরিত্রটা লেখাই হয়েছে শাহরুখকে মাথায় রেখে সেটা
সিনেমার ডায়লগ শুনলেই বলে দেওয়া যায় চোখ বন্ধ করে৷ “Bete ko haath lagane se
pehle baaap se batt kar”, স্মৃতিশক্তি দুর্বল না হলে আরিয়ান খানের ড্রাগ কেসে
ফেঁসে যাওয়ার কথা নিশ্চয়ই মনে থাকার কথা। ট্যুইটারে তাকে দেশদ্রোহী অ্যাখ্যা
দিয়ে অপমানিত হতে হয়েছে বারবার। বয়কট গ্যাং উঠেপড়ে লাগতো তাকে কালিমালিপ্ত
করতে। তিনি গুণে গুণে চাবুক মেরেছেন এই ঠুনকো সমাজব্যবস্থার মূলে,চোখে আঙুল
দিয়ে দেখিয়েছেন আমাদের ‘ভুল হয়ে গেছে বিলকুল’! এটাই বার্তা। এটাই তাঁর ‘মন কি
বাত!’ 
Jawan Movie Review, Cast, Rating, Download (জাওয়ান মুভি রিভিউ, ডাউনলোড) Watch Online Free

Jawan Movie Watch Online Free

জওয়ানের বিজিএম(অনিরুদ্ধ রকসসসস!), সিনেমাটোগ্রাফি, অ্যাকশন সিকোয়েন্স দশে
এগারো পাবে হেসেখেলে। নয়নতারা, বিজয় সেতুপতি এবং দীপিকা পাড়ুকোন স্ক্রিনে আসলে
তাদের থেকেও চোখ ফেরানো মুস্কিল হয়ে পড়ছিল। প্রিয়ামণি, সানায়া
মালহোত্রা,সঞ্জিতা ভট্টাচার্য্য ভালোই বেশ৷ সুনীল গ্রোভারকে দেখে চমকেছি। তবে
আরেকজনকে দেখেও শেষেরদিকে চমক লাগতে বাধ্য। এটলিও যে আদ্যোপান্ত শাহরুখ ভক্ত
তার ছাপও স্পষ্ট। তাঁকে Homage দিয়েছেন নানান ভাবে। আছে পৌরাণিক অনুষঙ্গ ও
অজস্র Ester egg। মানি হেইস্টের অনুপ্রেরণা আছে অবশ্যই তবে কখনোই তা সিনেমার
গতির ছন্দপতন ঘটায়নি। কিন্তু ব্যাপার হচ্ছে শাহরুখ এই ছবির মসীহা। উনি একাই
একশো। সূর্যের তীব্রতায় সব নক্ষত্রই ম্লান হয়ে পড়ে যেমন আকাশে তিনি পর্দায় এলেও
এর অন্যথা হয়না। তার ভয়েস মডুলেশনটাও দারুণ লাগছিল শুনতে। গায়ে কাঁটা দিচ্ছিল
রীতিমতো। 
অতঃপর এটুকু নিশ্চয়তা দিতে পারি যে দিনের শেষে হল থেকে আপনিও বেরোবেন এক রাশ
উচ্ছ্বাস নিয়ে, মেট্রোতে পা রেখে চাপা গলায় গেয়ে মুচকি হেসে উঠবেন –
Bekaraar kar ke hamen yun n jaaiye 
Apako hamaari kasam laut aiye
 হ্যাঁ ‘এভাবেও ফিরে আসা যায়’ বৈ কী! 😇
Also read,
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.