Luna 25 Update, News : Project Coast, Crashed – Chandrayaan 3 Vs Luna 25

Bongconnection Original Published
2 Min Read

 Luna 25 Update News : Project Coast, Crashed – Chandrayaan 3 Vs Luna
25

Luna 25 Update News : Project Coast, Crashed - Chandrayaan 3 Vs Luna 25
Loading...

Luna 25 Latest Update, News


রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রোস্কোস্মস ঘোষনা করেছে যে, ভুল পারামিটার ও
কমান্ডের জন্য রাশিয়ার মহাকাশ যান লুনার-২৫ ভুল কক্ষে থ্রুস্টার ব্যবহার করেছে
যার জন্য এটি তার জন্য পূর্ব নির্দেশিত গতিপথ থেকে বিচ্ছুত হয়েছে ও চাঁদের
মাটিতে ভেঙে পড়েছে।
রাশিয়া প্রায় ৩০ বছর পর চন্দ্র অভিযানের প্রচেষ্টা করেছিল কিন্তু দুর্ভাগ্য বসত
তা অসফল হল। ভারত, রাশিয়ার অন্যতম একটি মিত্র রাষ্ট্র হয়ে আসা করছে রাশিয়ান
মহাকাশ গবেষণা ও অভিযান সংস্থা রোস্কোস্মস এরকম আরও চন্দ্র অভিযানের প্রচেষ্টা
করুক ভবিষ্যতে এবং তারা অবশ্যই সফল হবে একদিন কারণ কথায় আছে ব্যার্থতাই মানুষকে
সফল হতে শেখায়।

Luna 25 Budget Coast

রাশিয়ার বিভিন্ন রিপোর্টে জানা যায় লুনা ২৫ এই প্রজেক্টির বাজেট ছিল ১৬০ মিলিয়ন
ডলার। 

আর তাছাড়া ভারতের ইসরোর চন্দ্র অভিযান একবারে সফল হয়নি সেই ২০০৮ সালে ইসরো
প্রথম তাদের চন্দ্রজান-১ পাঠিয়েছি যা পৃথিবীর কক্ষপথেই ভেঙে পড়ে তারপর ২০১৯
সালে চন্দ্রাযান-২ যা পৃথিবীর কক্ষ পথ ছড়ানোর পর যোগাযোগ হারিয়ে ফেলে। ২০২৩
সালে এটি ভারতের তৃতীয় চন্দ্র অভিযানের প্রচেষ্টা যা চন্দ্রাযান-৩ নামে পরিচিত।

Chandrayaan 3 Vs Luna 25

কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে ,আলোচনাটা কিছুটা বিস্তারিত দরকার। প্রথমত
রাশিয়া এক সময়ের ভারতের বন্ধু দেশ ছিল।  কিন্তু বর্তমানে সেই রাশিয়ার
আর্থিক দুরবস্থার কারণে সে এখন দিকভ্রোষ্টো হয়ে গেছে। আর শয়তান চিন সেই
সুযোগটাকে কাজে লাগিয়ে রাশিয়াকে আর্থিক সহায়তা দিয়ে তাকে বিপথে চালিত
করছে।  যেমন ইউক্রেনের সাথে একটা অকারণে যুদ্ধ লাগিয়ে দিয়েছেন। 
সাড়া পৃথিবীর কাছে রাশিয়াকে শত্রু প্রতিপন্ন করেছেন। ভারতের চন্দ্রজান ৩ কে
ব্যাঘাত ঘটানোর জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে চিন রাশিয়াকে আর্থিক সহায়তা
দিয়ে luna 25 চাঁদের বুকে পাঠিয়ে ছিলেন।  ভারতকে হেও করবার জন্যে ,ফলাফল
যা হওয়ার তাই হয়েছে, luna 25 ক্রাশ হয়ে গেছে,রাশিয়া ভারতের থেকে
নিশ্চিত ভাবে প্রযুক্তিতে অনেক এগিয়ে , কিন্তু চায়নার প্ররোচনায় luna 25 কে
হোমওয়ার্ক করে নিয়ে যাননি।  সর্বশেষে কি হবে আমাদের জানা নেই, কিন্তু
লড়াইয়ের ময়দানে আমাদের চন্দ্রজান ৩  এখনও টিকে আছে। এটাই আমাদের নৈতিক
জয়।  জীতেগা ভাই জীতেগা ইন্ডিয়া জীতেগা। 



Tags –
Luna 25,  Chandrayaan 3,
Latest News
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.