Loading...
Loading...
Nithur Monohar Lyrics by Ishaan Mozumder
Nithur Monohar is a brand new Bengali song by Ishaan Mozumder. Lyrics & music composed by Ishaan. Music arrangement & mixing by Dewan Shourov.
নিঠুর মনোহর একটি শ্যামা সংগীতের টিউন এ নতুন বাংলা গান। আপনার জন্য রইলো এই গানের পুরো লিরিক্স।
Artists
Vocal, Harmonium, Dubki – Ishaan Mozumder
Guitar – Junayed Dewan Shourov
Dotara, Flute – Nobin Kishor Goswami
Sharinda – Shujon Dewan
Nithur Monohar Lyrics In Bengali
আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া,
আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া,
আমি কেমন আছি পরের ঘরে
তোমারে পাশরিয়া, কেমন আছি,
আমি কেমন আছি পরের ঘরে
তোমারে পাশরিয়া,
দেইখো আসিয়া,
আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া।
যদি দেখার ইচ্ছা হয়
তোমার নিঠুর মনে লয়,
কালিন্দীর ঘাটে আইসো দুপুরের সময়।
যদি দেখার ইচ্ছা হয়
তোমার নিঠুর মনে লয়,
কালিন্দীর ঘাটে আইসো দুপুরের সময়।
আমি জল ভরিবার ছল করিয়া
দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার,
আমি জল ভরিবার ছল করিয়া
দেখব নয়ন ভরিয়া,
দেইখো আসিয়া,
আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া।
আমার নিঠুর মনোহর
যদি পাই তোমার লাগর,
খুলিয়া কইতাম তোমারে পরানের খবর।
আ রে,
আমার নিঠুর মনোহর
যদি পাই তোমার লাগর,
খুলিয়া কইতাম তোমারে পরানের খবর।
আমি প্রেমফাঁসি লইয়া গলে
যাইগো যদি মরিয়া, প্রেমফাঁসি,
আমি প্রেমফাঁসি লইয়া গলে
যাইগো যদি মরিয়া,
দেইখো আসিয়া,
আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া।
আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া,
আমি কেমন আছি পরের ঘরে
তোমারে পাশরিয়া, কেমন আছি,
আমি কেমন আছি পরের ঘরে
তোমারে পাশরিয়া,
দেইখো আসিয়া,
আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া,
আমার বন্ধু চিকন কালিয়া
দেইখো আসিয়া।
Nithur Monohar Lyrics In English
Amar bondhu chikon kaliya
Deikho ashiya
Ami kemon achi porer ghore
Tomare pashoriya
Ami kemon achi porer ghore
Tomare pashoriya
Deikho ashiya
Jodi dekhar iccha hoy
Tomar nithur mone loy
Kalindir ghate aisho dupurer somoy
Ami jol bhoribar chol koriya
Dekhbo noyon bhoriya
Ami jol bhoribar chol koriya
Dekhbo noyon bhoriya
Deikho asiya
Amar bondhu chikan kaliya
Deikho ashiya
Amar nithur monohor
Jodi pai tomar lagor
Khuliya koitam tomare poraner khobor
Ami premfashi loiya gole
Jaigo jodi moriya
Deikho ashiya
Amar bandhu chikon kaliya
Deikho ashiya
আমার বন্ধু চিকন কালিয়া লিরিক্স
আরো পড়ুন,