Gadar 2 Review, Cast, Story, Download (গদর 2 রিভিউ) Watch Online

Bongconnection Original Published
3 Min Read

 Gadar 2 Review, Cast, Story, Download (গদর 2 রিভিউ) Watch Online

Gadar 2 Review, Cast, Story, Download (গদর 2 রিভিউ) Watch Online
Loading...

Gadar 2 Movie Review, Cast

কোথা থেকে শুরু করবো আর কি বলবো, কেমন করে বলবো আর কোনটা ছেড়ে কোনটা বলবো কিছুই
বুঝে উঠতে পারছি না। ছবিটা দেখার পরে সত্যি বলতে গেলে আমি প্রায় অজ্ঞান, ভীরমি
খাওয়া অবস্থা।


ছোট্ট করে গল্প বলতে গেলে 17 বছর এগিয়ে তৈরী হয়েছে সিনেমাটির প্লট। তারা সিং
(Sunny) ও সাকিনা (Amisha) তাদের ছেলে জিতে (Utkarsh) সুখী পরিবার। এবার দেশে
এমন পরিস্থিতি তৈরী হয় যার জন্য আর্মি অফিসারদের সাহায্য করতে সানি দেওল কে
যেতে হয় এবং এরপর সে নিরুদ্দেশ হয়। তার বাবা কে খুঁজতে জিতে পাকিস্তানে যায় ও
সেখানে কি পরিস্থিতি সৃষ্টি হয় সেটা দিয়েই 2 ঘন্টা 40 মিনিটের সিনেমা।
সত্যি বলতে এত বছর পরে এটা তৈরী না হলেই পারতো, কিন্তু পরিচালকের নিজস্ব কিছু
উদ্দেশ্য থাকায় তৈরী হয়েছে কিন্তু চেষ্টা বিফল।

Gadar 2 Movie Cast

Cast: Sunny Deol, Amisha Patel, Utkarsh Sharma, Simrat Kaur

Director: Anil Sharma
IMDb Rating – 6/10

পরিচালকের ছেলে utkarsh অভিনেতা হিসেবে খুব খারাপ। তার কোন দৃশ্যই ভালো লাগে না
শুধুমাত্র চেহারা দিয়ে তো হয় না। তার বাচনভঙ্গি খুবই অদ্ভুত , দেখে হাসি পাবে।
Amisha প্যাটেল অনেকদিন পর অভিনয় করলেও পরিপক্কতা কম, তার মেকাপও ভালো নয় দেখতে
কেমন যেন অদ্ভুত লাগছে। পুরোনো ছবির সাথে তুলনা করলে তখন সেই চরিত্রটা জনপ্রিয়
হয়েছিল কারণ তার মধ্যে মিস্টত্ব ও Innocence ছিলো।

Gadar 2 Movie Download Link

Gadar 2 Review, Cast, Story, Download (গদর 2 রিভিউ) Watch Online
Story :-

প্রথম ভাগ দেখলে মনে হবে Sunny দেওল যেন cameo করেছে, অল্প কিছু দৃশ্যে তার
উপস্থিতি বাকি সময় শুধু Utkarsh, খুবই অস্বস্তিকর ও জঘন্য। তার সাথে যে মেয়েটি
কে জুটি করা হয়েছে তার মধ্যে cuteness আছে কিন্তু দুজনের chemistry একদম ভালো
না তাই তাদের প্রেমের দৃশ্যগুলো দেখতে ভালো লাগে না। দ্বিতীয় ভাগে শুধু sunny
আর action, কিন্তু action দৃশ্যগুলো খুব খারাপ ভাবে capture করা, নতুন কিছুই
নেই, goosebump তো দূরে থাক। বেশ কিছু জায়গায় sunny কে ভালো লাগে কারণ তার
পুরোনো ফর্মুলা তে কিছু সংলাপ রয়েছে বাকি সমস্ত action ছিল over the top ও poor
action design, হাতুড়ি সহ action দেখে আমার Salman Khan এর Garv: Pride
& Honour সিনেমার কথা মনে আসছিলো।

Gadar 2 Movie Watch Online Free

জেনারেল এর চরিত্র একপেশে ও ভারত ও হিন্দু বিরোধী। এর মধ্যে বর্তমান 
রাজনৈতিক পরিস্থিতির ছাপ আছে যা encash করে ব্যবসা করার চেষ্টা। sunny এর সাথে
general এর tussle টাও এনজয় করার মত না। ছবি দেখে মনে হবে action নয় যুদ্ধ
চলছে।
সবমিলিয়ে বলতে গেলে খুব খারাপ ভাবে তৈরী এই ছবি, পুরোনো Gadar এর নাম ভাঙিয়ে
টাকা কামানোর চেষ্টা মাত্র। কিছু মুহূর্ত ছাড়া আমার ভালো কিছুই মনে হয় নি even
সেই পুরোনো গানগুলো ভালো নতুনের চেয়ে।
ছবিটি ব্যবসায়ীকভাবে সফল কিন্তু কেউ দেখার সাহস করলে তাকে Saridon অবশ্যই খেতে
হবে।
Also read,


Tags –
Bollywood,
Sunny Deol, Gadar 2
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.