Bangla Premer Golpo (শুধু তোমার জন্য) বাংলা প্রেমের গল্প Love Story

Bongconnection Original Published
4 Min Read

 Bangla Premer Golpo (শুধু তোমার জন্য) বাংলা প্রেমের গল্প Love Story

Bangla Premer Golpo (শুধু তোমার জন্য) বাংলা প্রেমের গল্প Love Story
Loading...

Bangla Premer Golpo

শুধু তোমার জন্য


– রাগ হলে সেটাকে কথা বলে মেটাতে হয় মৌবনি। এরকমভাবে চুপ করে বসে আছিস কেনো?
– না! আমার কিছু বলার নেই তোমাকে।
– তাহলে ওখান থেকে টেনে কেনো নিয়ে এলি যদি কিছু না বলার থাকে তোর!
– কি বলবো তোমায়? একটা কথা কানে তোলো তুমি ? কতবার বারণ করেছি এসব উটকো
ঝামেলায় নিজেকে জড়াবে না। রূপঙ্কর ভীষণই ডেসপারেট ও যখন ইচ্ছে যা খুশি করতে
পারে আর ওর বাবা কলেজ অথারিটির সাথে যুক্ত তাই ওর জাস্ট কিচ্ছু হবে না।
– হ্যাঁ! তাই বলে তোকে ওভাবে সবার সামনে টিস করবে আর ওখানে আমি দাঁড়িয়ে
দাঁড়িয়ে দেখবো? বাহ! চমৎকার।
– তাই বলে একেবারে গিয়ে চড় মেরে দেবে? 
– তুই তো জানিস আমার রাগ হলে মাথার ঠিক থাকে না।
– রাগ আর কারোর হয় না তাই না! শুধু তোমারই রাগ আছে। এমন রাগ ওঠে তোমার যে
তুমি দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলো। কি করছো আর এর ফল যে কতখানি ভয়ানক হতে
পারে সেটা মাথায় থাকে না। তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম?
– বাবাঃ রে! আজকাল মৌবনি সান্যাল ভয় ও পাচ্ছে?
দেখ তোকে তখন ওভাবে বলছিল আর হাসাহাসি করছিল তাই আমি ওভাবে রিয়াক্ট করে
ফেলেছি।
– কেনো! কে আমি?  শুধু জুনিয়র বলেই এভাবে রিয়াক্ট করলে? 
– জানি না আমি।

বাংলা প্রেমের গল্প কাহিনী 

Loading...
– সত্যিই জানো না নাকি নিজের কাছে স্বীকার করেছো না নিশানদা!
– কোথায় চললি ? দেখছিস না বৃষ্টি পড়ছে ভিজে যাবি তো? ছাতা নিয়ে আসিস নি?
– যেখানে ইচ্ছে যাবো তোমার কি? 
–  এই তোর জেদ গুলোই আমার ভালো লাগে না জানিস তো! চুপ চাপ এই সেডটার
নীচে দাঁড়া।
– না তোমার সব কথা শোনার দায় আমার নেই। আর তোমার  কোনো অধিকারও নেই আমার
উপর জোড় করার।

– আজকাল একটু বেশিই  বাজে বকছিস তুই। কি রে চোখে জল কেনো? এই তোর কেসটা
কি বলতো?
– কিছু না। বাদ দাও যেদিন নিজের অনুভূতি গুলো নিজে  বুঝতে পারবে নিজে
স্বীকার করতে পারবে সেদিন আমার সামনে দাঁড়াবে তার আগে আমার ব্যাপারে তোমাকে
অতো ভাবতে হবে না। চলি…

রোমান্টিক প্রেম কাহিনী

– তুই বুঝিস না তুই কে? সব কিছু আমায় মুখে বলে বোঝাতে হবে! পাশে আছি সবসময় আর
তোর উপর সবার থেকে আমার অধিকারই বেশি। আর নিশ্চই কিছু বলার প্রয়োজন নেই।(
হাতটা টেনে সামনে এনে দাঁড় করালো নিশান মৌবনিকে) এরপর ঠান্ডা লেগে গেলে ক্লাস
মিস করলে আমি একটা চ্যাপ্টারও বুঝিয়ে দেবো না।
– ঠিক আছে তাহলে তোমাদের ক্লাসের অনিরুদ্ধদা কে বলবো। অনিরুদ্ধদা না করবে না
আমি জানি।
– তবে রে! বেশি উল্টোপাল্টা ভাবলে ঠ্যাং ভেঙে বাড়িতে রেখে দেবো। আমি কিন্তু
ভীষন হিংসুটে ছেলে আগেই বলে দিলাম তোকে।
– আমার হিংসুটে ছেলেই বেশি পছন্দ।

আরো পড়ুন,

Bangla Premer Golpo Love Story

ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। বৃষ্টির গতিবেগও বাড়ছে। একটা ছাতার তলায় দুটো মানুষ
জড়সড়ভাবে দাঁড়িয়ে আছে। বৃষ্টির দু এক ফোঁটা এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে ওদের।
মৌবনির চুলগুলো হওয়ায় উড়ছে কিছু সামনের চুল এসে ওকে বিরক্ত করছে। মৌবনির
ভেজা চুলের গন্ধ এসে ঝাপটা দিয়ে চলে যাচ্ছে নিশানকে। কখনো কখনো কড়ি আঙুলের
সাথে আঙুল ঠেকে যাচ্ছে দুজনের। অদ্ভুত একটা শিহরণ খেলে যাচ্ছে দুজনের মনে।
দূরে একটা চায়ের দোকানের মিউজি সিস্টেম থেকে হালকা একটা সুর কানে এসে
পৌঁছাচ্ছে-
“ঝড় এলে তুই
সাথে থাকলে কী ভয়
তোর ঠিকানায় পাঠালাম এ হৃদয়

প্রেম হলে এক 
সুরে গান বেজে যায়
সেই দেয় জখম
তবু সেই তো ভেজায়…”

আচমকা বৃষ্টি বোধহয় মন্দ নয়। কখনো কখনো এরকম আচমকা বৃষ্টি আসা ভালো নতুন
সম্পর্কের সমীকরণ গড়ে তোলে।

Share This Article