আমার শেষ লেখা – বিদায়বেলায় বং কানেকশন

Bongconnection Original Published
7 Min Read

আমার শেষ লেখা – বিদায়বেলায় বং কানেকশন 

portrait man standing alone lake pier digital art style illustration painting 743201 2941
Loading...

আজ বহুদিন বাদে কিছু লেখা পোস্ট করার চেষ্টা করছি । জানি, দীর্ঘদিন হয়ে গেছে আপনাদের খুব প্রিয় বং কানেকশনে কোন নতুন লেখা আসেনি । কারণটা খুবই ব্যাক্তিগত । গত বেশ কিছুদিন থেকে আমি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত । 
গুগুল সার্চে আমাদের ranking ডাউন হয়ে গেছে । ডাউন হয়ে গেছে ভিউজ । 
এই যে লেখাটা লিখছি সেটাও এক সপ্তাহ ধরে একটু একটু করে লিখছি । আমি আজকাল বেশিক্ষন ফোনের বা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকতে পারিনা। মাথা ঝিমঝিম করে, মাথা ঘোড়ায় আরো নানারকম সমস্যা হয় ।
হয়তো, আর নতুন কোন লেখা আসবেও না …..হয়তো এটাই আমার শেষ লেখা । হয়তো আপনাদের সঙ্গে এটাই আমার শেষ কথা । 
নিয়মিত ওষুধ খেয়েও দিনদিন শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ছি । রুদ্র মোহাম্মদ এর মতো আমার ও হয়তো শেষ লেখা শেষ, গল্প শেষ ।
গত কয়েক বছরে আপনাদের থেকে বহু ভালোবাসা পেয়েছি। পেয়েছি অনেক মানুষের আশীর্বাদ । দেশ – বিদেশের বহু পাঠক /পাঠিকা জানিয়েছেন শুভেচ্ছাবার্তা ।
আমি কৃতজ্ঞ আপনাদের এই অসীম ভালোবাসায় । ফেসবুকের সাধারণ লেখা থেকে 200 মিলিয়ন পাঠকের এক বিশাল বড় ওয়েবসাইট পরিবার তৈরি হয়েছে আপনাদের জন্যই ।
আমি কোনদিন ও ভাবিনি একজন সাধারণ ছেলে এত মানুষের ভালোবাসা আশীর্বাদ পেতে পারে । খুব আবেগপ্রবন লাগছে । মনে হচ্ছে যেন নিজের সন্তানকে চিরবিদায় জানাচ্ছি । এই ওয়েবসাইট আমাকে অনেক কিছু দিয়েছে । আপনাদের অগণিত ভালোবাসা, গুগল এডসেন্স ও স্পন্সরদের লক্ষ লক্ষ টাকা । এই জন্মে তো সম্ভব নয়, তবে অন্য কোন জন্মে আবার আমাদের লেখায় লেখায় কথা হবে । 
সবশেষে আমার প্রাণের চেয়ে প্রিয় আপনাদের প্রিয় Tips.bongconnection.online এর কন্টেন্ট মেকার মনি (বৃষ্টি কে) এই ওয়েবসাইটের যাবতীয় দায়িত্ব দিয়ে যাচ্ছি ।
ওকে ভালোবাসা দেবেন আমার মতো করেই । আশীর্বাদ করবেন আমার মতো করেই ।
তার জন্য…
প্রতিটা মান অভিমানের শেষে আমি তাকে জড়িয়ে ধরে বলতাম কেমন করে সে থাকলে আমার সব থাকে। আর সে না থাকলে আমার সব থেকেও কিচ্ছু থাকে না। আমি তাকে জানাতাম কেমন করে সে না থাকলে আমার চোখ ভেসে যায় অঝোরে, কাজের মাঝে মাঝে কেমন করে মন কেমনের বাতাস বয়ে যায় বুকের ভিতর। আমি তাকে বোঝাতাম সে থাকলে কেমন করে ঘন অন্ধকারেও আমার সব আলো হয়ে যায়, আর সে না থাকলে কেমন করে এক পৃথিবী আলোর মাঝেও আমি ঘন অন্ধকার হয়ে বসে থাকি ততক্ষণ, যতক্ষন না সে ফিরে আসছে আমার কাছে। আমি তাকে বলতাম, আমায় কক্ষনো ভুল করেও ছেড়ে যাওয়ার কথা না ভাবতে। কারণ তাকে ছাড়া আমার সব শূন্য হয়ে যাবে, সব অসাড় হয়ে যাবে। সে সব শুনতো, আর হাতে হাত রেখে কথা দিয়ে বলতো সে কোত্থাও যাবে না আমাকে ছেড়ে। কোনওদিন।
একদিন হঠাৎ এক ভুল বোঝাবুঝির কারনে সে চলে গেলো । সমস্ত মান অভিমানের বাক্স বন্ধ করে সে চলে গেছে অনেক দূরে । আমার সমস্ত অভাব অভিযোগের শেষ চিঠিতে কফিনের পেরেক গেঁথে সে চলে গেছে অনেক দূরে । 
মন তো চাইছে ছুটে গিয়ে জড়িয়ে ধরি, এলো পাথারি চুম্বনের বর্ষণে উন্মাদ করে দেই ।
মন তো চাইছে আবারো তার বাড়ির সামনে গিয়ে বৃষ্টি ভেজা রাতে অপেক্ষা করি । মন তো চাইছে সব বাধা অতিক্রম করে তাকে সমাজের সকল বন্ধন থেকে মুক্ত করে আমার শুধুমাত্র আমার করে ফেলি চিরজীবনের জন্য ।
কিন্তু অভাগা শরীর যে আর পারছে না । প্রচন্ড মন খারাপের মাঝেও অন্ধকার ঘর ই আজ আমার একমাত্র ঠিকানা । এতটা দুর্বল কোনদিন ও ফিল করিনি । একটা সময় 100 কেজি হেভি ওয়েট লিফট করেছি । আর আজ স্নানের বালতি তুলেও ভয় লাগে । 
 তার মিষ্টি হাসি, তার সবকিছু নিয়ে রাগারাগি বড্ড মিস করি । মিস করি তার নরম গলায় আদুরে বকা । সে আজ আর ঘুরে তাকালো না, খিলখিল করে হাসলো না। গুনগুন করে গান গাইলো না । রাস্তা দিয়ে যেতে যেতে ছবি কিংবা স্লো মোশনে ভিডিও করার বায়না করলো না।
আমি নামক মানুষটা বাইরে থেকে বেঁচে তো রয়েছি। কিন্তু ভিতরে ভিতরে আমি মরে গেছি । আজ আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। কোন ও বন্ধু নেই । নেই কোন শুভাকাঙ্ক্ষী । এই অন্ধকার ঘর ই যেন আমার চিরসঙ্গী ।
সমাজের, বন্ধু নামক শত্রুদের আর কিছু অজানা মানুষের ছলে বলে কৌশলে আমি হেরে গেছি । আসলে সবার কারনে
একটা খুন হয়ে গেলো, কোথাও রিপোর্ট জমা হলো না…
শেষে একটা কথা, আমি হেরে গেছি ভালোবাসার কাছে, বিশ্বাসের কাছে, লড়াইয়ের কাছে । আর সবশেষে নিজের শরীরের কাছে । ইচ্ছেশক্তি থাকলেও শারীরিক ভাবে আমি অক্ষম হয়ে পড়েছি । 
আপনারা আমার পরিবার । আপনাদের না জানিয়ে বিদায় নেব কিভাবে বলুন তো ?
সবশেষে, কাউকে ভালোবাসলে তার হাত কখনো মাঝ পথে ছেড়ে দেবেন না। তাকে বিশ্বাস করুন । মাঝে মাঝে হয়তো দূর থেকে অনেক কিছুই আপনার মনে হবে, তাকে অবিশ্বাস হবে, ইচ্ছে করবে তাকে ছেড়ে যেতে । কিন্তু সামনের মানুষটার মনের ভেতরে ঢুকে দেখুন, তার হৃদয়ে কতটা জায়গা করে আপনি রয়েছেন । 
দূর থেকে মরীচিকা কেও জল মনে হয় । তাই দূর থেকে অনেক কিছুই অবিশ্বাস্য, খারাও মনে হতে পারে । দূরে যাওয়ার আগে একবার কাছে আসুন, ভালোবাসুন । উজাড় করে ভালোবাসুন । পৃথিবীতে ভালোবাসার মতো শক্তি আর কিছুতেই নেই । 
আমিতো হেরে গেলাম সবকিছুর কাছে । কিন্তু আমি বিশ্বাস করি, আপনি ভালোবাসার লড়াইতে ঠিকই জিত যাবেন ।
time to say goodbye message pin bulletin board 64928665
সকলে ভালো থাকবেন, প্রিয়জনকে ভালো রাখবেন….
আবারো, বিশ্বজুড়ে আমার সকল পাঠক পাঠিকাকে আমার প্রণাম, ভালোবাসা আর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইলো…
নিয়মিত ওষুধের ডোজে রয়েছি । হয়তো কোনদিন উড়াল দেবো এই বিশ্বসংসারের সমস্ত মোহ, মায়া আর জটিলতা থেকে …..সকলকে প্রণাম।
ভালো থাকুন, ভালোবাসায় থাকুন আর অবশ্যই বিশ্বাসে থাকুন…..
             আপনাদের প্রিয় Sudip Roy is singing off….

Share This Article