Asia Cup 2023 India Squad Announcement Live Updates, Team List – এশিয়া কাপ ভারতীয় দলের ফুল লিস্ট

Bongconnection Original Published
2 Min Read

 Asia Cup 2023 India Squad Announcement Live Updates, Team List – এশিয়া
কাপ ভারতীয় দলের ফুল লিস্ট 

IMG 20230821 140015
Loading...

Asia Cup 2023 India Squad Announcement Live Updates


অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো চলতি বছর অর্থাৎ 2023 এর
Asia Cup এর India Squad । আগামী 2 রা সেপ্টেম্বর India vs Pakistan হাইভোল্টেজ
ম্যাচ রয়েছে । আর সেই দিকেই তাকিয়ে গোটা দেশ । তার আগে গত কয়েকদিন থেকেই সকলের
নজর ছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড ও ক্যাপ্টেন রোহিত শর্মার দিকে। গত সপ্তাহেই PCB
অর্থাৎ Pakistan Cricket Board এশিয়া কাপে তাদের নিজেদের দল ঘোষণা করলেও ভারতীয়
বোর্ড কিন্তু ঝুলিয়ে রেখেছিল টিম সিলেকশন ।

Asia Cup 2023 India Squad

টিম ঘোষণার দেরি হওয়ার কারনে অনেক ট্রোল ও হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI ।
বিশেষত সামনেই যেখানে World Cup আর এই বছর world cup হোস্ট ভারত ।
বিশ্বকাপের আগে এই এশিয়া কাপ যেন অনেক শক্তি পরীক্ষা করে নেওয়ার মতো । 
তো, চলুন দেখে নেওয়া যাক, এশিয়া কাপের ভারতীয় Squad এ কার কার নাম রয়েছে ।

Asia Cup 2023 India Team List

Rohit Sharma (C)
Subhman Gill
Shreyas Iyer
K L Rahul
Suryakumar Yadav
Tilak Varma
Hardik Pandiya
Ravindra Jadeja
Axar Patel
Shardul Thakur
Kuldeep Yadav
Jasprit Bumrah
Md. Shami
Md. Siraj
P. Krishna
Sanju Samson (Backup)

Asia Cup 2023 India Squad Announcement Live Updates, Team List - এশিয়া কাপ ভারতীয় দলের ফুল লিস্ট


 এশিয়া কাপ 2023 ভারতীয় স্কোয়াড, দলের লিস্ট 

চোট আঘাতের কারনে দীর্ঘদিন কে এল রাহুল ও শ্রেয়াস আইয়ার ক্রিকেট থেকে দূরে
ছিলো । তাদের ফিটনেস নিয়েও রয়েছে অনেকেরই ধোঁয়াশা । এই অবস্থায় তাদের দুজনকেই
ভারতীয় Squad টে রাখাটা একটু রিস্কি হয়ে গেলো কিনা সেটা তো সময়ই বলবে ।
তবে পাকিস্তানি বোলিংয়ের সামনে ভারতীয় মিডল অর্ডার কে স্ট্রং করতেই বোধহয় এই
সিদ্ধান্ত এমনটাই মনে করছেন অনেকে।


Tags – Asia Cup, Indian Cricket Team, World Cup, Asia Cup 2023

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.