Priyotoma Movie Review, Story, Rating, Download (প্রিয়তমা মুভি রিভিউ)
Watch Online Free
Priyotoma Movie Review, Story, IMDb
লিখেছেন – রকি হোসেন (ঢাকা)
দেখে আসলাম বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিয়তমা’ অনেক আগ্রহ নিয়ে হলে
প্রবেশ করি। শুরু হল সিনেমা। প্রথম দেড় ঘন্টা দেখে মনে হয়েছে যে, হয়ত হিমেল
আশরাফ চাপাবাজি করছে প্রিয়তমায় তেমন কিছু নেই।কিন্ত লাস্ট ৪৫ মিনিট শাকিব খান,
ইধিকা পাল, প্রিন্স মাহমুদের ইশ্বর গানটি যা দেখাইলো তাতে সিনেমাটি আবার দেখার
ইচ্ছা জাগাইলো। মনে হয়েছে আমি গল্পে হারিয়ে গেছি। একদিকে শাকিব এবং আরেকদিকে
ইদিকা। একে অপরকে অভিনয়ের জন্য চ্যালেঞ্জ জানাচ্ছে। মনে হয়েছে এইতো শুরু।
এক্সপ্রেশন থেকে এক্টিং মনে হয়েছে নতুন শাকিবকে দেখছি।
প্রবেশ করি। শুরু হল সিনেমা। প্রথম দেড় ঘন্টা দেখে মনে হয়েছে যে, হয়ত হিমেল
আশরাফ চাপাবাজি করছে প্রিয়তমায় তেমন কিছু নেই।কিন্ত লাস্ট ৪৫ মিনিট শাকিব খান,
ইধিকা পাল, প্রিন্স মাহমুদের ইশ্বর গানটি যা দেখাইলো তাতে সিনেমাটি আবার দেখার
ইচ্ছা জাগাইলো। মনে হয়েছে আমি গল্পে হারিয়ে গেছি। একদিকে শাকিব এবং আরেকদিকে
ইদিকা। একে অপরকে অভিনয়ের জন্য চ্যালেঞ্জ জানাচ্ছে। মনে হয়েছে এইতো শুরু।
এক্সপ্রেশন থেকে এক্টিং মনে হয়েছে নতুন শাকিবকে দেখছি।
Priyotoma Movie Star Cast
Shakib Khan, Idhika Paul, Shahiduzzaman Selim & others.
Director – Himel Ashraf
⛔ মুভির পজিটিভ দিকগুলো:
প্রথমেই বলতে হবে এই সিনেমার লীড হিরো শাকিব খান এর কথা’ কি অসাধারণ
অনবদ্য সাবলীল অভিনয়’ অনেক বছর পর শাকিব খানের অভিনয় হৃদয় ছুঁয়ে গেছে। যেমন তার
অভিনয়’ তেমন তার লুক’ ফিটনেস এর কথা আলাদা করে বলতে হবেনা’ কারণ ইতিমধ্যে
আপনারা দেখেছেন প্রিয়তমাতে শাকিব খান এর ফিটনেস’ বহুদিন পর মনের মতো একটা ফুল
প্যাকেজ সিনেমা দেখেছি’ আপনি যদি হেটার্স’ও হোন প্রিয়তমা ছবিতে শাকিব খানে
অভিনয়ের প্রশংসা করতে আপনি বাধ্য’ হ্যাঁ এতোটাই ভালো অভিনয় করেছে শাকিব খান এটা
আবারও প্রমানিত যে, শাকিব খানকে যদি ভালোভাবে কাজে লাগানো যায়, তাহলে শাকিবের
কাছ থেকে সেরাটা বের করে আনা সম্ভব। আমি আপনাকে শিওর দিয়ে বলতে পারি আপনার
শাকিবের প্রতি যতটাই বিরক্তি থাকুক না কেন প্রিয়তমা দেখার পর আপনি কিছুটা হলেও
মুগ্ধ হবেন। বিশেষ করে শেষের দৃশ্য এর প্রতি অর্থাৎ ৮৬ বছরের বুড়ো শাকিবের
দুর্দান্ত এক্সপ্রেশন ও অভিনয় দেখে। এককথায় তথাকথিত ৪-৫ বছরের আগের শাকিব আর
প্রিয়তমার শাকিবের মধ্যে আকাশ পাতাল তফাত।
অনবদ্য সাবলীল অভিনয়’ অনেক বছর পর শাকিব খানের অভিনয় হৃদয় ছুঁয়ে গেছে। যেমন তার
অভিনয়’ তেমন তার লুক’ ফিটনেস এর কথা আলাদা করে বলতে হবেনা’ কারণ ইতিমধ্যে
আপনারা দেখেছেন প্রিয়তমাতে শাকিব খান এর ফিটনেস’ বহুদিন পর মনের মতো একটা ফুল
প্যাকেজ সিনেমা দেখেছি’ আপনি যদি হেটার্স’ও হোন প্রিয়তমা ছবিতে শাকিব খানে
অভিনয়ের প্রশংসা করতে আপনি বাধ্য’ হ্যাঁ এতোটাই ভালো অভিনয় করেছে শাকিব খান এটা
আবারও প্রমানিত যে, শাকিব খানকে যদি ভালোভাবে কাজে লাগানো যায়, তাহলে শাকিবের
কাছ থেকে সেরাটা বের করে আনা সম্ভব। আমি আপনাকে শিওর দিয়ে বলতে পারি আপনার
শাকিবের প্রতি যতটাই বিরক্তি থাকুক না কেন প্রিয়তমা দেখার পর আপনি কিছুটা হলেও
মুগ্ধ হবেন। বিশেষ করে শেষের দৃশ্য এর প্রতি অর্থাৎ ৮৬ বছরের বুড়ো শাকিবের
দুর্দান্ত এক্সপ্রেশন ও অভিনয় দেখে। এককথায় তথাকথিত ৪-৫ বছরের আগের শাকিব আর
প্রিয়তমার শাকিবের মধ্যে আকাশ পাতাল তফাত।
ইধিকা পাল মুভির লীড হিরোইন। ইদিকা পালকে নিয়ে সবারই অনেক বিভ্রান্তি
মনোভাব ছিল সে সিরিয়ালের ওতোটা গ্লামারাস না। সে কি নিজেকে ফুটিয়ে তুলতে
পারবে? হিমেল আশরাফ কি তাকে দিয়ে সর্বোচ্চটা বের করে আনতে পারবে? তবে
ইদিকার প্রতি আমার প্রথম থেকেই বিশ্বাস ছিল সে তার সেরাটা দিয়ে দর্শককে মুগ্ধ
করবে। ঠিক সেটাই সে দর্শককে মুগ্ধ করল। সে ভালো করবে তা আমার বিশ্বাস ছিল
কিন্তু এতোটা যে ভালো করবে তা ভাবি নাই এককথায় নিউকেমার হিসেবে অসাধারণ
দারুণ সুন্দর তার হাসি’ চোখদুটো যেনো নীলপদ্ম ফুল’ অভিনয়ের কথা বলতে গেলে
আমাদের দেশের নায়িকাদের থেকে বেটার অভিনয় করেছে কলকাতার ইধিকা পাল। আসলে তার
মায়াবী চোখ দেখে প্রেমে পড়ে গেলাম 😐
মনোভাব ছিল সে সিরিয়ালের ওতোটা গ্লামারাস না। সে কি নিজেকে ফুটিয়ে তুলতে
পারবে? হিমেল আশরাফ কি তাকে দিয়ে সর্বোচ্চটা বের করে আনতে পারবে? তবে
ইদিকার প্রতি আমার প্রথম থেকেই বিশ্বাস ছিল সে তার সেরাটা দিয়ে দর্শককে মুগ্ধ
করবে। ঠিক সেটাই সে দর্শককে মুগ্ধ করল। সে ভালো করবে তা আমার বিশ্বাস ছিল
কিন্তু এতোটা যে ভালো করবে তা ভাবি নাই এককথায় নিউকেমার হিসেবে অসাধারণ
দারুণ সুন্দর তার হাসি’ চোখদুটো যেনো নীলপদ্ম ফুল’ অভিনয়ের কথা বলতে গেলে
আমাদের দেশের নায়িকাদের থেকে বেটার অভিনয় করেছে কলকাতার ইধিকা পাল। আসলে তার
মায়াবী চোখ দেখে প্রেমে পড়ে গেলাম 😐
Priyotoma Bengali Movie Watch Online Free
পরিচালক হিমেল আশরাফ: তার কাস্টিং নিয়ে আঙুল তোলা যাবেনা’ যেখানে যাকে
দরকার সেখানে তাকে কাস্ট করেছে।
দরকার সেখানে তাকে কাস্ট করেছে।
শহিদুজ্জামান সেলিম: শহিদুজ্জামান সেলিম সম্পর্কে আসলে আমার স্পেশালি তেমন কিছু
বলতে হবে না উনি কেমন জাত অভিনেতা তা মূলত সবার ই জানা।
এককথায় তাকে নিয়ে যত লিখব ততই কম হয়ে যাবে সে ছিল দুর্দান্ত।
কাজী হায়াত, ডন, শিবা শানু, সীমান্ত, সবার অভিনয় ভালো ছিলো সবাই সবার
যায়গা থেকে সেরাটা দিয়েছে চেষ্টা করেছে অভিনয়ের মাধ্যমে নিজেদের জাত চিনাতে
তারা সফল।
যায়গা থেকে সেরাটা দিয়েছে চেষ্টা করেছে অভিনয়ের মাধ্যমে নিজেদের জাত চিনাতে
তারা সফল।
Priyotoma Movie Download Link
🎬 প্রিয়তমা’ নামের জন্য এটা রোমান্টিক ছবি মনে হলেও এটা আসলে ফুল রোমান্টিক
মুভি না। একের ভিতর সব’ আপনি পাবেন দারুণ সব অ্যাকশন’ রোমান্টিক’ ইমোশন’ কমেডি’
চোখধাঁধানো লোকেশন’ সব মিলিয়ে এই ঈদের সেরা সিনেমা’ প্রিয়তমা।
মুভি না। একের ভিতর সব’ আপনি পাবেন দারুণ সব অ্যাকশন’ রোমান্টিক’ ইমোশন’ কমেডি’
চোখধাঁধানো লোকেশন’ সব মিলিয়ে এই ঈদের সেরা সিনেমা’ প্রিয়তমা।
⛔ সিনেমার মেকিং: সম্পর্কে একটু আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় সিনেমার
মেকিং টপ লেভেলের না হলেও শাকিবের অন্যান্য ফিল্ম গুলোর তুলনায় যথেষ্ট ভালো ছিল
এতো কম দিন শুটিং করে মেকিং যে এতোটা ভালো করতে পারবে কখনো কল্পনাই করতে পারি
নি।হিমেল আশরাফকে সাধুবাদ জানাচ্ছি আসলেই যারা গুনি তারা অল্প কিছুতেই ভালো
কিছু করে দেখাতে পারে তা আবারও প্রমানিত। তাছাড়া এই সিনেমার লোকেশন গুলো নিয়ে
যতই প্রশংসা করব ততই কম হয়ে যাবে।লোকেশন দুর্দান্ত ছিল, সচারাচর সিনেমাগুলোর
মধ্যে এমন লোকেশন দেখা যায় না। একেবারে প্রানবন্ত লোকেশন।
মেকিং টপ লেভেলের না হলেও শাকিবের অন্যান্য ফিল্ম গুলোর তুলনায় যথেষ্ট ভালো ছিল
এতো কম দিন শুটিং করে মেকিং যে এতোটা ভালো করতে পারবে কখনো কল্পনাই করতে পারি
নি।হিমেল আশরাফকে সাধুবাদ জানাচ্ছি আসলেই যারা গুনি তারা অল্প কিছুতেই ভালো
কিছু করে দেখাতে পারে তা আবারও প্রমানিত। তাছাড়া এই সিনেমার লোকেশন গুলো নিয়ে
যতই প্রশংসা করব ততই কম হয়ে যাবে।লোকেশন দুর্দান্ত ছিল, সচারাচর সিনেমাগুলোর
মধ্যে এমন লোকেশন দেখা যায় না। একেবারে প্রানবন্ত লোকেশন।
প্রিয়তমা ফুল মুভি ২০২৩
🚫 নেগেটিভ দিক: আসলে নেগেটিভ দিক সম্পর্কে বলতে গেলে সিনেমাটোগ্রাফি তেমন একটা
ভালো হয় নি। এভারেজ বলা চলে, মানে চলনসই। কালার গ্রেডিং টপ লেভেলের না হলেও
যথেষ্ট ভালো ছিল। বিজিএম আরেকটু ভালো আশা করেছিলাম কিছু কিছু জায়গায় একটু বেশিই
রাউডলি হয়ে গিয়েছিল। তাছাড়া আর সব দিকই ভালো ছিল।সিনেমার মেকিং টপ লেভেলের না
হলেও শাকিবের অন্যান্য ফিল্ম গুলোর তুলনায় যথেষ্ট ভালো ছিলো।
ভালো হয় নি। এভারেজ বলা চলে, মানে চলনসই। কালার গ্রেডিং টপ লেভেলের না হলেও
যথেষ্ট ভালো ছিল। বিজিএম আরেকটু ভালো আশা করেছিলাম কিছু কিছু জায়গায় একটু বেশিই
রাউডলি হয়ে গিয়েছিল। তাছাড়া আর সব দিকই ভালো ছিল।সিনেমার মেকিং টপ লেভেলের না
হলেও শাকিবের অন্যান্য ফিল্ম গুলোর তুলনায় যথেষ্ট ভালো ছিলো।
⛔ নিজের কিছু মতামত: প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই মুভির পরিচালক হিমেল আশরাফ
ভাইকে। এত কম সময়ে এত সুন্দর গল্পের একটা মুভি উপহার দেওয়ার জন্য। এরপর আশি
শাকিব খানের লুক সর্ম্পকে জেনেছি এই মুভির গল্পের লেখক “মরহুম” ফারুক হোসেন
কক্সবাজার সমুদ্রে হারিয়ে গিয়েছিলেন। তার কিছু ফটো দেখলাম সম্ভবত ফটোগুলো ছিলো
২০১৫ সালের, তার লুকটিকে ফুটিয়ে তোলা হয়েছে প্রিয়তমা মুভির শাকিব খানের মধ্যে।
সত্যিই এটার জন্য হিমেল আশরাফ ভাইকে আবারও একটা থ্যাংকস দিতে চাই কারন গল্পের
লেখকের প্রতি শ্রদ্ধা রেখেই প্রিয়তমা মুভিটা নির্মান। যারা শাকিব খানের এই
লুকটা দেখে কপি কপি বলে চিল্লাচ্ছিলেন তাদের একবার হলেও মুভিটা দেখা উচিত। শেষে
একটা কথাই বলবো সত্তার পরে শাকিব খানের ক্যারিয়ারে আরো একটা ভালো সিনেমা যুক্ত
হলো।
ভাইকে। এত কম সময়ে এত সুন্দর গল্পের একটা মুভি উপহার দেওয়ার জন্য। এরপর আশি
শাকিব খানের লুক সর্ম্পকে জেনেছি এই মুভির গল্পের লেখক “মরহুম” ফারুক হোসেন
কক্সবাজার সমুদ্রে হারিয়ে গিয়েছিলেন। তার কিছু ফটো দেখলাম সম্ভবত ফটোগুলো ছিলো
২০১৫ সালের, তার লুকটিকে ফুটিয়ে তোলা হয়েছে প্রিয়তমা মুভির শাকিব খানের মধ্যে।
সত্যিই এটার জন্য হিমেল আশরাফ ভাইকে আবারও একটা থ্যাংকস দিতে চাই কারন গল্পের
লেখকের প্রতি শ্রদ্ধা রেখেই প্রিয়তমা মুভিটা নির্মান। যারা শাকিব খানের এই
লুকটা দেখে কপি কপি বলে চিল্লাচ্ছিলেন তাদের একবার হলেও মুভিটা দেখা উচিত। শেষে
একটা কথাই বলবো সত্তার পরে শাকিব খানের ক্যারিয়ারে আরো একটা ভালো সিনেমা যুক্ত
হলো।
আরো পড়ুন,