Train Accident News Today : Coromandel Express Accident News Live Update –
Odisha Train Accident, Baleshwar
Odisha Train Accident News Live Update
ওড়িশা, বালেশ্বর : আবারো দুর্ঘটনার কবলে ভারতীয় রেল । ওড়িশায় (Odisha) বড় ট্রেন দুর্ঘটনা,
বাহানাগা স্টেশনের কাছে লাইনচ্যুত করমন্ডেল এক্সপ্রেস (Coromandel Express)। হাওড়ার শালিমার ষ্টেশন থেকে ট্রেনটি শুক্রবার ছেড়ে আসে ।
বাহানাগা স্টেশনের কাছে লাইনচ্যুত করমন্ডেল এক্সপ্রেস (Coromandel Express)। হাওড়ার শালিমার ষ্টেশন থেকে ট্রেনটি শুক্রবার ছেড়ে আসে ।
ওড়িশার বালাসোর জেলায় একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ
হয় ।
হয় ।
Train Accident News Baleshwar
সুপারফাস্ট ট্রেনের উল্টে যাওয়া বগির ভেতরে আটকে থাকা এক্সপ্রেস ট্রেনের বেশ
কয়েকজন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শিরা জানান করমন্ডল
এক্সপ্রেসটি ধাক্কা মারে একটি মালাগাড়িকে । তারপরই ট্রেনটি লাইনচ্যুত হয়ে বেশ
কিছু কামরা উল্টে যায় । কয়েক শতাধিক মানুষ এই দুর্ঘটনায় ভয়াবহ রকম আহত হয়েছেন ।
কয়েকজন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শিরা জানান করমন্ডল
এক্সপ্রেসটি ধাক্কা মারে একটি মালাগাড়িকে । তারপরই ট্রেনটি লাইনচ্যুত হয়ে বেশ
কিছু কামরা উল্টে যায় । কয়েক শতাধিক মানুষ এই দুর্ঘটনায় ভয়াবহ রকম আহত হয়েছেন ।
নিহত র সংখ্যা এখনো সঠিক ভাবে রেলের তরফ থেকে জানানো হয়নি, তবে ২৫০ র বেশি মানুষ নিহত হয়েছেন বলে সূত্রের খবর । তবে স্থানীয়
বাসিন্দারা জানিয়েছেন, অগণিত মৃতদেহ দেখা গেছে দুর্ঘটনার পর ।
বাসিন্দারা জানিয়েছেন, অগণিত মৃতদেহ দেখা গেছে দুর্ঘটনার পর ।
স্থানীয় মানুষের সহযোগিতায় উদ্ধার কাজ চলছে তবে অন্ধকার হয়ে যাওয়ায় ও আলোর
অভাবে কিছুটা বিলম্ব হচ্ছে উদ্ধারকাজে, এই নিয়ে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ
করেছেন ।
অভাবে কিছুটা বিলম্ব হচ্ছে উদ্ধারকাজে, এই নিয়ে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ
করেছেন ।
Coromandel Express Accident News Live
সিগন্যালের ত্রুটি নাকি রেলের চালকের ভুল ? এই দুর্ঘটনার পেছনে আসল কারণ জানা
যায়নি এখনো ।
যায়নি এখনো ।