Shabash Feluda Review, Story (সাবাশ ফেলুদা রিভিউ) Parambrata
Chatterjee
Shabash Feluda Review
★ ‘সাবাশ ফেলুদা’ কেন দেখবেন?
— বাড়ি থেকে কফি খেতে না দেওয়া বাচ্চা তোপসের একটি গার্লফ্রেন্ড দেখতে পাওয়া
যাবে। (যে তোপসের সাথে ভিডিও কলে কথা বলে)।
যাবে। (যে তোপসের সাথে ভিডিও কলে কথা বলে)।
Shabash Feluda Cast
Director –
Arindam Sil
Arindam Sil
— নাম গ্যাংটকে গন্ডগোল হলেও এটি আদতে গ্যাংটকে গন্ডগোল আর বোম্বাইয়ের
বোম্বেটের এক অদ্ভুত ঝালমুড়ি। যাতে মশলা হিসেবে ড্রাগ ডিলিংস, কেমিকাল মাফিয়া,
ইন্টারস্টেট পুলিশের হাইটেক পদ্ধতিতে ইনফরমেশন আদান-প্রদান সব একসাথে মিশিয়ে
ঝাঁকিয়ে দেওয়া আছে! আমি তো সেই কখন দেখা শেষ করেছি, ঝাঁঝের চোটে তবু এখনও চোখ
দিয়ে জল পড়ছে!
বোম্বেটের এক অদ্ভুত ঝালমুড়ি। যাতে মশলা হিসেবে ড্রাগ ডিলিংস, কেমিকাল মাফিয়া,
ইন্টারস্টেট পুলিশের হাইটেক পদ্ধতিতে ইনফরমেশন আদান-প্রদান সব একসাথে মিশিয়ে
ঝাঁকিয়ে দেওয়া আছে! আমি তো সেই কখন দেখা শেষ করেছি, ঝাঁঝের চোটে তবু এখনও চোখ
দিয়ে জল পড়ছে!
Shabash Feluda Review In Bengali
এছাড়া ফেলুদার গল্পে কোনকালেই মহিলা চরিত্র সেভাবে ছিলো না কিন্তু এই ফেলুদা
সিরিজে এসে গেছেন একজন স্মার্ট ঝকঝকে মহিলা পুলিশ অফিসার, যিনি ফেলুদার সাথে
মিলেমিশে কেস সলভ করছেন এইখানে।
সিরিজে এসে গেছেন একজন স্মার্ট ঝকঝকে মহিলা পুলিশ অফিসার, যিনি ফেলুদার সাথে
মিলেমিশে কেস সলভ করছেন এইখানে।
— এছাড়া রয়েছে ফেলুদার কিছু অতিবুদ্ধির নজির। যেমন, হেলমুটই যে বীরেন্দ্র,
সেকথা আসল গল্পে বীরেন্দ্র নিজে স্বীকার করলে কী হবে, এইখানে সেইটে ফেলুদা
বুদ্ধি করে বের করেছেন!
সেকথা আসল গল্পে বীরেন্দ্র নিজে স্বীকার করলে কী হবে, এইখানে সেইটে ফেলুদা
বুদ্ধি করে বের করেছেন!
— আসলে গল্পে চরিত্রের সংখ্যা কম? নো দুঃখ, এই সিরিজটায় আসল চরিত্ররা ছাড়াও
মাঠে গিজগিজ করছে লক্ষ লক্ষ মানুষজন!
মাঠে গিজগিজ করছে লক্ষ লক্ষ মানুষজন!
— ইত্যাদি প্রভৃতি।
★ আর ‘সাবাশ ফেলুদা’ দেখবেন না কেন ?
— কারণ ‘সাবাশ ফেলুদা’য় ফেলুদা কোত্থাও নেই!