Bholaa Movie Review, Rating, Story – Ajay Devgan – কেমন হলো অজয়ের নতুন ছবি ‘ভোলা’ রিভিউ

Bongconnection Original Published
5 Min Read

 Bholaa Movie Review, Rating, Story – Ajay Devgan – কেমন হলো অজয়ের নতুন
ছবি ‘ভোলা’ রিভিউ

Bholaa Movie Review, Rating, Story - Ajay Devgan - কেমন হলো অজয়ের নতুন ছবি 'ভোলা' রিভিউ
Loading...


Bholaa Movie Review, Rating

অরিজিনাল ‘কাইথি’ এর চেয়ে স্টোরিতে হালকা পাতলা কিছু চেঞ্জ করছে। যেমন ভোলার
বেক স্টোরি , তবে বেক স্টোরি পুরো দেখায় নি সেই রাতে বেনারসের ঘাটে কি হয়েছিল
তা জানা যায় নি , মানে  universe তৈরী করা হয়েছে ও আগামীতে আসল গল্পটি
আমাদের সামনে আসবে ।

Bholaa Movie Star Cast

Loading...
Ajay Devgan, Tabu,
Deepak Dobriyal, Amala Paul,
Sanjay Mishra

& others.
ভিলেন হিসেবে দীপক এর পারফরম্যান্স সবচেয়ে বেটার ছিলো, সে এক মেনিয়াক এর
চরিত্রে অভিনয় করছে আর সে কখন কি করে বসবে কেউ জানে না তবে আমার মতে তার সিন
একটু কম রাখা হয়েছে । টাবুসহ বাদবাকি সকলে মোটামুটি অভিনয় করছে , মুভিতে টাবুর
চরিত্র ডায়নার দুঃখে ভরা অতীত এর উল্লেখ করা হয়েছে , যা ডায়নার চরিত্রকে
elevate করেছে । একটি কথা আমায় ভাবাছে , বিনীত কুমার মুভিতে , তার চরিত্রের
screen time কম কিন্তু কাজ দূর্দান্ত , এতো ভালো অভিনেতাকে এতো বছর কোনো হিন্দি
ছবিতে দেখতেই পায় নি । 


তবে অজয় ডিরেক্টর ও এক্টর দুইদিকেই সফল বলা চলে। মুভিতে তিনি একটি world বা
universe establish করতে চেয়েছেন and definitely সে তা করে দেখিয়েছে । এই জগত
কে আমি John Wick এর জগতের সঙ্গে relate করতে পারছি , জানি কথাটি
হাস্যকর কিন্তু একটু ভেবে দেখলে হয়তো তুমি আমার কথায় সায় দিতে পারো । দেখো
John Wick এর world তিন ধরনের মানুষ আছে এক যারা জনের বন্ধু দুই যারা জন কে ভয়
পায় তিন যারা জন কে মেরে ফেলতে চায় । ঠিক তেমনি ভোলার জগতে একদল তার বন্ধু
একদল তার নাম শুনে ভয়ে আতঙ্কে দিশেহারা আর একজন ব্যক্তি যে ভোলা কে শেষ করে
ফেলতে চায় । 

Bholaa Movie Review In Bengali

একটি কথা বলা যায় যে লোকেশ এর পরিচালনা করার স্টাইল কে কপি করা সহজ নয় আর তাই
অজয় দেবগন লোকেশ কে কপি না করে নিজের direction style ব্যবহার করেছেন । 
তার উপর ইমোশনাল সিন হোক, ফাইটিং সিন হোক বা ডায়লগ ডেলিভারি সবকিছুতেই অজয়
ফাটিয়ে দিয়েছে।
তবে ডিরেক্টর হিসেবে স্ক্রিনপ্লে আরেকটু টাইট করা যেতো আর একশন সিন গুলোতে যে
camera angle use হয়েছে তাদের একটু কমিয়ে দিলে ভালো হতো আর , ক্লাইম্যাক্স
একদম জমেনি , সেই feel টি পুরোপুরি missing ছিলো । আর বিএফএক্স ও মুভি কে
effect করেছে । তাই sometimes action scene are feels like to over the top .

এবং আরেকটি ব্যাপার হলো বিরিয়ানি , মুভিতে খাবার কে যে কোনো emotion কে ,
feeling কে এবং চরিত্রের অবস্থা ও সময়কাল কে portray করার জন্য ব্যবহার করার
যায় ‌। উদাহরণ যেমন কেজিএফ মুভিতে একটি ফেমাস সিন “সবসে বড়ি য়োদ্ধা মা হতি
হে ” এই সিন symbolise রকির তার মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা এবং রকি
কোথায় থেকে ও কি পরিস্থিতি থেকে উঠে এসেছে এবং সে খাবার কে কতটুকু সম্মান করে
[ বিঃদ্রঃ এটা শুধু কিছু মহাজ্ঞানী দের মুভিতে খাবার মূল্য বোঝাতে করেছি তা না
হলে কয়েকজন বলে বসবে আমি কি আবোল তাবোল বলছে , বা কিছু খেয়েটেয়ে লিখছি কি না
কেইথি মুভির সেই আইকনিক সিন বিরিয়ানি খাওয়ার সিন youtube এ দেখতে পারো
, যে ভাবে দিলি বিরিয়ানি খায় তাতে আছে খিদে ও অসম্ভব বর্বরতা যা একেবারে
স্বাভাবিক একটি মানুষ এতটা বছর যদি জেলে থাকে তাহলে তার মধ্যে এইসব গুণ আসাটা
স্বাভাবিক কিন্তু ভোলাতে অজয় দেবগন এই সিনটি ঠিক মতো করতে পারেন নি , তার
প্রধান কারণ অবশ্য বিরিয়ানির অনুপস্থিতি মোটেই নয় চাইলে ডাল ভাত দিয়েও এইরকম
impact full scene তৈরী করা যায় । 
মুভির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর ফাইটিং সিকুয়েন্স। মুভিতে নতুন করে আরো
ফাইটিং সিকুয়েন্স এড করা হয়েছে। এই ফাইটিং সিকুয়েন্স অরিজিনাল কে ছাড়িয়ে গেছে
আবার কখনো কখনো মনে হচ্ছিল “ ভাই সাহব কুছ জ্য়াদা নহী হো রাহা ”। মন্দিরে একটা
ফাইটিং সিন শ্যুট করা হয়। সেই সিনে বিজিএমএের সাথে গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা
হয় স্পেশিয়ালি যখন ভোলা উঠে দাঁড়ায় । 
মুভির মিউজিক এ্যালবাম মোটামুটি , এবার রবি বাসুর তেমন impactful বিজিএম তৈরী
করতে পারে নি তবে “নজর লগ জায়গী” এই বছরের আমার favourite song , 
পরিশেষে বলবো “Bholaa” একটি ওয়েল মেড রিমেক। অরিজিনাল মুভি হলে কালেকশন আরো
বেশি আসতো।
Tags –
Ajay Devgan,
Bollywood,
Hindi Movie

Share This Article