Hawa Movie Review, Rating, IMDB (হাওয়া মুভি রিভিউ) Chanchal Chowdhury

Bongconnection Original Published
3 Min Read

 Hawa Movie Review, Rating, IMDB (হাওয়া মুভি রিভিউ) Chanchal
Chowdhury

Hawa Movie Review, Rating, IMDB (হাওয়া মুভি রিভিউ) Chanchal Chowdhury
Loading...

Hawa Bengali Movie Review

Is this Hyped worth it?
এ প্রশ্নের উত্তর টা সবার শেষে দিচ্ছি। কারন এর যথাযথ উত্তর এর জন্য কিছু জিনিস
বলা দরকার। 
হাওয়া ছবির প্রধান আকর্ষণ এর জনরা বা ধরন। তার পরে আসতে হবে এ জনরার ছবি
নির্মাণের এক্সিকিউশন কতটুকু সফল ভাবে করতে পারছে সেটা। 


যারা নিত্য নৈমিত্তিক ভাবে বিদেশি ইন্ডাস্ট্রির ও বিভিন্ন জনরার ছবি দেখেন
তাদের কাছে “মিথোলজিক্যাল হরর” বেশ পরিচিত একটা জনার। বিশেষ করে যারা “The
Lighthouse” দেখেছেন অথবা “Midsommer” দেখেছেন তারা খুব ভালো ভাবেই ধরতে পারবেন
আর এনজয় করবেন।

Hawa Movie Cast

Director: Sumon
Cast:
Chanchal Chowdhury, Sumon, Nasiruddin, Raj,
Nazifa Tushi
, etc
Duration: 130 minutes
IMDB Rating – 8/10

“হাওয়া” ছবিটি মিথোলজিক্যাল হরর জনার এর। পাশাপাশি রূপক অর্থে শররিপুর ৬টি পাপ
কে ঘিরে এর পটভূমি। গল্পের কাহিনী মূলত এ দুটি কে ঘিরেই । তবে ছবিতে এর দুইটার
একটি কিছুটা প্রকাশ পেলেও আরেকটি সম্পূর্ণই গল্পের আড়ালে ছিল। পরিচালক এর
মুন্সিয়ানাই এখানে আমি মনে করি এবং এত সুন্দর এক্সিকিউশন আসলেই প্রশংসার
দাবিদার। এবং সমস্যা টি এখানেই শুরু কারন ছবির অর্ধেক পার হয়ে যাওয়ার পরও আপনি
গল্পের প্লট ধরতে পারবেন না। ক্লাইম্যাক্স এ কিছুটা ধরতে পারলেও মন ভরবে না।
গল্প তো বললাম এবার আসি সবচেয়ে প্রশংসা কুড়ানো সিনেমেটোগ্রাফি আর অভিনয় নিয়ে।
অভিনয়ে ১০০ তে ১০০। এক সেকেন্ডের জন্যও মনে হবে না এরা জেলে ছাড়া অন্য কিছু।
তবে আমার নজর পড়েছে “শরিফুল রাজ” কে। কি জাত অভিনয় করলে চঞ্চল এর ঠিক বিপরীত
চরিত্র টি “রাজ” পেয়েছে। এ ছবিটি দুইজন প্রোটাগনিস্ট ; এক চঞ্চল দুই রাজ। টুসির
অভিনয় এভারেজ লাগলো। 
এবার আসি সিনেমেটোগ্রাফি তে। ছবির প্রথম থেকেই মনে হচ্ছিল আমি পতেঙ্গা তে।
জেলেদের সাথেই আছি। তবে ক্লোজ শট বেশি ছিল ড্রন শর্ট এর তুলনায়। যে কয়টি ড্রন
শট ছিল সব গুলোই দেখার মত ছিল। আরও বেশি এক্সপেক্ট করসিলাম। 

হাওয়া মুভি রিভিউ 

তবে আকর্ষণীয় দিক এর ব্যাকগ্রাউন্ড স্কোর। পুরো মুভি জুড়ে অসাধারণ মিউজিক।
প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে পরিস্থির সাথে নিয়ে যাবে। 
এ ছবির হাইপ টা শুধু মাত্র গানটির জন্য সৃষ্টি হয়েছে। কিন্তু কেমন ছবি বা কোন
জনারের ছবি সেটা বাছ বিচার করার আগেই মানুষ হুমড়ি খেয়ে পরসে। এটাই প্রথম
সমস্যা। সে কারণেই আশানুরূপ লাগে নাই। কারন ছবিটি আসলেই এন্টারটেইনমেন্ট
এলিমেন্ট না। যারা রিপু বা মিথ এর ব্যাপারটা বুঝতে পেরেছে তাদের খুব ই ভালো
লাগবে আমার বিস্বাস। তবে যারা এর স্বাদ নিতে পেরেছে তারা ভাগ্যবান। তারা নতুন
যুগের স্বাক্ষী হয়ে রইল। যে বাংলাদেশেও এখন এরকম জনারের ছবি হয়। এবং তা যথার্থ
ভাবেই সফল।
আমি খুব খুশি এ ছবি দেখে যে বর্তমান কালের পরিচালক, প্রযোজক রা এরকম ছবি বানানো
শুরু করেছে। অভিবাদন পুরো টিম কে। 
So, This hyped is really worth it👌 
আমার কাছে অসাধারন লেগেছে এর মেকিং। বস্তুত কখনও ভাবি নাই বাংলাদেশে এরকম ছবি
দেখব। 
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.