Sampurna Web Series Review, Cast, Download Episodes – Hoichoi
Sampurna Web Series Review & Cast
হইচই-এর নতুন সিরিজ সম্পূর্ণা দেখলাম।অনেকেই অনেক কিছু বলেছে এই সিরিজ
নিয়ে।সিরিজের থেকে বেশি হয়ত,সিরিজের সাবজেক্টটা নিয়েই বেশি আলোচনা
হয়েছে।ম্যারাইটাল রেপ।একটি খুবই প্রাসঙ্গিক বিষয়।যা নিয়ে সিনেমা বা সিরিজ হওয়া
উচিৎ। কিন্তু আমার এই সম্পূর্ণা সিরিজটা খুব একটা ভালো লাগেনি।এটা একান্ত
ব্যক্তিগত মতামত,তাই আমি রিভিউ না লিখে রিয়াকশন লিখলাম।
নিয়ে।সিরিজের থেকে বেশি হয়ত,সিরিজের সাবজেক্টটা নিয়েই বেশি আলোচনা
হয়েছে।ম্যারাইটাল রেপ।একটি খুবই প্রাসঙ্গিক বিষয়।যা নিয়ে সিনেমা বা সিরিজ হওয়া
উচিৎ। কিন্তু আমার এই সম্পূর্ণা সিরিজটা খুব একটা ভালো লাগেনি।এটা একান্ত
ব্যক্তিগত মতামত,তাই আমি রিভিউ না লিখে রিয়াকশন লিখলাম।
Sampurna Web Series Cast
বিষয় বস্তু ভালো হলেই ওয়েব সিরিজ ভালো হয়ে যায়না।এই সিরিজের সবচেয়ে খারাপ
লেগেছে চিত্রনাট্য।সায়ন্তন ঘোষালের ইন্দু দেখেছিলাম(যার সেকেন্ড সিজন কবে আসবে
কে জানে),সেখানেও কিছু ছিল,এখানে তাও নেই।এত ক্লিশে চিত্রনাট্য।প্রথম থেকেই বলে
দিচ্ছে এ ভালো, এ খারাপ,আর যে যেরকম হওয়ার সেরকমই।ওয়ান ডাইমেনশনাল সব
চরিত্রই।সবচেয়ে বড় চমক পেলাম,কোনো চমকই নেই দেখে।প্রথমে ভাবলাম কি হবে এরপর
মেয়েটা কোনো ভাবে ছেলেটাকে ফাঁসাতে এসব নাটক করে জা কে দেখাচ্ছে,শেষে সেটা
রিভিল হবে? তারপর বুঝলাম না,এটা থ্রিলারতো নয়ই,ড্রামা।কিন্তু তারওতো বিল্ড আপ
আছে।যে ধিরে ধিরে বড় জা সন্দেহ করবে কিছু একটা হচ্ছে,ছোট জা লুকিয়ে যাবে,তারপর
কামড়ের দাগ দেখতে পাবে একদিন,তাও অস্বীকার করবে।তারপর সোহিনী ধিরে ধিরে কেসটা
বুঝবে লাস্টে,যে এত ভালো মানুষ ভাবতাম,সে এরকম আড়ালে বের হলো।সেসব কোথায়।
লেগেছে চিত্রনাট্য।সায়ন্তন ঘোষালের ইন্দু দেখেছিলাম(যার সেকেন্ড সিজন কবে আসবে
কে জানে),সেখানেও কিছু ছিল,এখানে তাও নেই।এত ক্লিশে চিত্রনাট্য।প্রথম থেকেই বলে
দিচ্ছে এ ভালো, এ খারাপ,আর যে যেরকম হওয়ার সেরকমই।ওয়ান ডাইমেনশনাল সব
চরিত্রই।সবচেয়ে বড় চমক পেলাম,কোনো চমকই নেই দেখে।প্রথমে ভাবলাম কি হবে এরপর
মেয়েটা কোনো ভাবে ছেলেটাকে ফাঁসাতে এসব নাটক করে জা কে দেখাচ্ছে,শেষে সেটা
রিভিল হবে? তারপর বুঝলাম না,এটা থ্রিলারতো নয়ই,ড্রামা।কিন্তু তারওতো বিল্ড আপ
আছে।যে ধিরে ধিরে বড় জা সন্দেহ করবে কিছু একটা হচ্ছে,ছোট জা লুকিয়ে যাবে,তারপর
কামড়ের দাগ দেখতে পাবে একদিন,তাও অস্বীকার করবে।তারপর সোহিনী ধিরে ধিরে কেসটা
বুঝবে লাস্টে,যে এত ভালো মানুষ ভাবতাম,সে এরকম আড়ালে বের হলো।সেসব কোথায়।
ওয়েব সিরিজ চিত্রনাট্য নির্ভর,চরিত্র নির্ভর।এই গল্প ক্রাইম পেট্রোলের মতো,যদিও
সেখানেও হাই পয়েন্ট লো পয়েন্ট থাকে,এখানে একটা সেন্সিটিভ ইস্যুকে জাস্ট লিনিয়ার
ভাবে দেখিয়ে দিয়েছে।সিরিজ হিসাবে দেখতে গিয়ে হতাশ লেগেছে।আবার বলি,সাবজেক্টটা
খুবই প্রাসঙ্গিক।
সেখানেও হাই পয়েন্ট লো পয়েন্ট থাকে,এখানে একটা সেন্সিটিভ ইস্যুকে জাস্ট লিনিয়ার
ভাবে দেখিয়ে দিয়েছে।সিরিজ হিসাবে দেখতে গিয়ে হতাশ লেগেছে।আবার বলি,সাবজেক্টটা
খুবই প্রাসঙ্গিক।
Sampurna Web Series Download Episodes
পুরো সিরিজটি দেখুন Hoichoi এর ওয়েবসাইট কিংবা App থেকে।
এছাড়াও বেশ কিছু বেআইনি সাইটে এই সিরিজটির সমস্ত এপিসোড Available রয়েছে।
যেমন
Skymovieshd ,
Filmyzilla,
Mp4moviez…..
যেমন
Skymovieshd ,
Filmyzilla,
Mp4moviez…..