Darlings Review Netflix, Cast – Alia Bhatt, Shefali Shah

Bongconnection Original Published
1 Min Read

 Darlings Review Netflix, Cast – Alia Bhatt, Shefali Shah

Darlings Review Netflix, Cast - Alia Bhatt, Shefali Shah
Loading...


Darlings Web Series Review

আলিয়া ভাটের প্রযোজনায় প্রথম ছবি ডার্লিংস দেখলাম।ট্রেলার দেখেই মোটামুটি
গল্পটা বোঝা যায়।যেমন কিছু দিন আগে বাংলা সিরিজ ‘সম্পূর্ণা’ ছিল।কিন্তু এইখানেই
ডার্লিং সব কিছুকে ছাপিয়ে যায়,তার লেখা,চিত্রনাট্য দিয়ে।বাংলায় লোকেদের শেখা
উচিৎ, কিভাবে গল্প লিখতে হয় বা বুনতে হয়।

Darlings Netflix Cast

Loading...
Alia Bhatt,
Shefali Shah, Roshan Mathew, Rajesh Sharma, Vijay Varma, Vikram

& others.

ডার্লিংসের লেখা,চিত্রনাট্য,পরিচালনা দারুণ।সাথে বিশাল ভারদ্বাজের সুর,গুলজার
স্যারের লিরিক্স।দারুণ।যেভাবে ওদের ঘর,এলাকা দেখিয়েছে খুব ভালো।

এরপর আসি অভিনয়ের দিকে।রোশন ম্যাথিউ মোটামুটি ভালোই।শেফালি শাহও তার জায়গায় খুব
ভালো।কমেডি থেকে শেষের ইমোশনাল জায়গা,দারুণ।আলিয়া ভাটকে নেপোটিশম নিয়ে আশা করি
আর কেউ ট্রল করেনা,সে অনেকবার প্রমাণ করেছে নিজেকে।এখানেও দারুণ।আমার বেশ ভালো
লেগেছে তাকে।তবে যার কথা বেশি করে বলার সে হলো,বিজয় ভর্মা।চরিত্রটা যেমন লেখা
হয়েছে,তেমন অভিনয়।বাংলার সম্পূর্ণাতে ছেলেটার চরিত্রটা এত ভালো করে লেখাও
হয়নি,সেই মতো সে অভিনয়ও করেনি।বিজয় ভর্মা জাস্ট দুর্দান্ত।কি অভিনয়টাই না
করেছে।
সব মিলিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের উপর দারুণ একটা সিনেমা।যারা সম্পূর্ণা দেখে
দারুণ দারুণ বলছিলো,তাদের একবার ডার্লিংস দেখা উচিৎ। ক্রাইম পেট্রোল আর সিনেমার
তফাৎ বোঝা যাবে।ডাইরেক্ট ম্যাসেজ নেই,মুখের উপর জ্ঞান নেই।সিচুয়েশন,ইমোশন দিয়ে
লেখা একটা গল্প।অবশ্যই দেখে নিন নেটফ্লিক্সে।

Share This Article