X=Prem Movie Review | এক্স প্রেম রিভিউ | Srijit Mukherji
X=Prem Movie Review
পর লেখাটি লেখার সময় মানে এই রাত 1:00 টা নাগাদ এখনও একটা যন্ত্রণা
মিশ্রিত আবেগ কাজ করছে। আসলে PVR এ টিকিটের দাম টা ভুলতে পারছি না কিছুতেই।
এছাড়া cinema দেখার সময় A.C. তে বড্ড বেশী ঠান্ডা লাগছিল। এর পর অনেকে বলবে আমি
সিনেমায় মন না দিয়ে A.C. judge করছিলাম,, ইয়ে মানে অনেক মন দিয়ে সিনেমা
দেখছিলাম কিন্তু জোর করে তো প্রেম জাগে না , তো ব্যাপারটা খানিকটা তাই। যাক গে
সে সব কথা থাক। সিনেমার কথায় আসি।
X=Prem Movie Cast
Srijit Mukherji
এবং কিছু Moment খুব সুন্দর এবং দৃষ্টি কেড়েছে। অভিনয় খুব সাবলীল এবং ভালো
মানের।
Anindya Sengupta, Shruti Das ,Madhurima Basak, Arjun Chakrabarty , ব্যক্তিগত
ভাবে সবার অভিনয়ই বেশ সুন্দর লেগেছে। Anindya র ডায়লগ ডেলিভারি বেশ ভালো
এবং কিছু জায়গায় Shruti র Facial expression খুব নজরকাড়া। এছাড়া বাকিদের
অভিনয়ও ভালোই। সিনেমার গান নিয়ে কথা না বললে খুব অন্যায় করা হবে। প্রত্যেকটি
গান বেশ বেশ সুন্দর এবং মনে দাগ কেটে যাবে। “ভালোবাসার মরশুম” গানটি বিশেষ
ভাবে ভালো লেগেছে এবং সিনেমায় এর ব্যবহারও বেশ ভালো। Arijit Singh এবং Shreya
Ghoshal এর গলায় এই গান just একটা আলাদা অনুভূতির জন্ম দেবে মনে। এছাড়া Camera
র কাজ খুবই Decent। কিছু shots খুবই মনোগ্রাহী।
এক্স প্রেম রিভিউ
কিন্তু সেটা যেন Demand এর বিপরীতে গিয়ে জোর করেই করা। High point , Low
point Establish করার ক্ষেত্রে চুড়ান্ত ব্যর্থতা চোখে পরে। পুরো
সিনেমাতেই কিছু সংলাপ বাদে বাকি সবেই যেন সেই Sharpness টা নেই। একদম শেষ অংশে
Vintage Srijit Mukheri র সেই অসাধারণ Twist এর একটা আশা খানিকটা আশা হয়েই থেকে
যায়।গল্প টা Flat এবং একই সাথে Predictable হয়ে যায়।
সিনেমাটা নিয়ে এবং দেখতে গিয়ে সেই আশা টাকে অনেক জোর করে অক্সিজেন দিয়ে
বাঁচানোর চেষ্টা করলেও Ultimately ICU তে সেটা মারা গেল। সিনেমায় Srijit
Mukherji কে সশরীরে দেখতে না পাওয়ার একটা চাপা কষ্ট তো আছেই। (যদি এরপর কেউ
কোনোভাবে ছবি বা Screen Shot দিয়ে দেখিয়ে দেয় যে উনি এতে Cameo করেছেন অথচ আমি
দেখিনি সেটাই আমার কাছে সবথেকে বড় Twist হবে)। সর্বশেষে এসে এটুকুই বলার যে
Srijit Mukherji র next masterpiece movie আর Virat Kohli র Next century
দুটোরই অপেক্ষা এখনও বর্তমান।