Stranger Things Season 4 Review – Netflix – আগের চেয়ে অনেক বেশি ভয়ংকর

Bongconnection Original Published
3 Min Read

 Stranger Things Season 4 Review – Netflix – আগের চেয়ে অনেক বেশি
ভয়ংকর

Stranger Things Season 4 Review - Netflix - আগের চেয়ে অনেক বেশি ভয়ংকর
Loading...


Stranger Things 4 Review Netflix

Stranger Things কে নেটফ্লিক্সের ইতিহাসে মাইলস্টোন মনে করা হয়। ইনফ্যাক্ট,
Stranger এর পর থেকেই
Netflix 
এর এত বাড় বাড়ন্ত। সালটা 2016, রোমাঞ্চের সেই শুরু।

আমার শুরুটা অবশ্য 2017 তে। যখন সিজন 2 এলো। মনে আছে দু’তিনদিনে টানা 17 টা
এপিসোড শেষ করেছিলাম। কি রকম লেভেলের ক্রেজ ছিল। এখনও আছে, সে বিষয়ে কোনো
সন্দেহ নেই। কি নেই এই সিরিজে! থ্রিল, মিস্ট্রি, ফ্যান্টাসি, হরর। এই সিরিজকে
তাই একাধারে ড্রামা, ফ্যান্টাসি, হরর, মিস্ট্রি, সাই ফাই ও থ্রিলার জঁরার ধরা
হয়ে থাকে।

Stranger Things Season 4 Cast

Loading...
Winona Ryder as Joyce Byers
David Harbour as Jim Hopper
Millie Bobby Brown as Eleven / Jane Hopper
Martie Blair as Young Eleven
Finn Wolfhard as Mike Wheeler
Gaten Matarazzo as Dustin Henderson
Caleb McLaughlin as Lucas Sinclair
Noah Schnapp as Will Byers
Sadie Sink as Max Mayfield
Natalia Dyer as Nancy Wheeler
Charlie Heaton as Jonathan Byers

সে যাই হোক। 2019 এ যখন সিজন 3 এল তখনও গোগ্রাসে গিলেছি। কিন্তু কোথাও একটা সেম
জিনিস রিপিটের জন্য মন খারাপ হয়ে ছিল। তবে সেটা ছিল ভীষন ভীষন ক্ষীণ।
এনজয়মেন্ট একটুও কম হয়নি।


স্ট্রেঞ্জার থিংস

সিজন 4 ভলিউম 1 সব কিছু শুধু পুষিয়ে দিয়েছে তাই নয়, সিরিজটাকে অন্য এক
লেভেলে নিয়ে গিয়েছে। গল্প কি সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছে, সাথে সাথে সব
কিছু লজিক্যালি মিলিয়ে। ইলেভেনকে আবার আগের মত করে ফিরে পাওয়ার যে আভাস
মিলেছে, তা বেশ স্বস্তির। মাঝে ক্যারেকটারটার চার্ম যেন হারিয়ে গিয়েছিল। এবং
সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, সিজন 3 শেষে সমস্ত চরিত্রগুলোকে যেভাবে হকিন্সের
বাইরে ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী গল্পের বুনোট। এক্ষেত্রেও ডাফার
ব্রাদার্স (Duffer Brothers) পাশ। হপার ও রাশিয়ান এঙ্গেলটাও বিচ্ছিন্ন মনে
হয়নি। বরং গল্পে আরো থ্রিল নিয়ে এসেছে।
তবে ভিলেন “ভেকনা” কে আরো ভয়াল, ভয়ঙ্করভাবে দেখানো যেত। আরো একটা অভিযোগ হল,
প্রধান দুটো চরিত্র মাইক ও উইল ভলিউম 1 এ খুব একটা প্রাধান্য পায়নি। মনটা তাই
একটু খচখচ করছে। যদিও জানি এরপর ভলিউম 2 তে বড় বড় দুটো এপিসোড অপেক্ষা করে
আছে। তখন হয়ত সব চাওয়া পূরণ করে দেবে ডাফার ব্রাদার্স। এখন শুধুই 1লা
জুলাইয়ের অপেক্ষা। ❤️❤️
পুরাতন ভক্তদের নতুন করে বলার তো কিছুই নেই। কিন্তু যারা এ রস থেকে বঞ্চিত,
তাদের বলছি, একটু চেখে দেখুন, মানে শুরুটা করে দেখুন, ভালো লাগতে বাধ্য। 😁😁
Tags –
Web Series,
Netflix, English Series

Share This Article