Agnipathe Scheme, Protest – অগ্নিপথ প্রকল্প কি ? কেন এত বিক্ষোভ – Agniveer Army

Bongconnection Original Published
3 Min Read

 Agnipathe Scheme, Protest – অগ্নিপথ প্রকল্প কি ? কেন এত বিক্ষোভ –
Agniveer Army

Agneepath%20Scheme,%20Protest
Loading...


Agnipath Scheme Protest

অগ্নিপথ স্কিম কি…???? কেন এই স্কিম বা প্রকল্প নিয়ে বিহার, উত্তরপ্রদেশ,
পশ্চিমবঙ্গ সহ দেশের প্রায় ১৩ টি রাজ্যে অগ্নিগর্ভ অবস্থা ? চলুন বিস্তারিত
জেনে নেওয়া যাক। ….

অগ্নিপথ প্রকল্প কি ?

Loading...
 1:- বয়স 17 বছর 6 মাস থেকে 21 বছর
 2:- যোগ্যতা সিনিয়র সেকেন্ডারি
 3:- আগের মতই শারীরিক পরীক্ষা
 4:- পরিষেবার সময়কাল 4 বছর
 5:- প্রশিক্ষণের সময়কাল 6 মাস
 6:- প্রথম বছরের বেতন প্রতি মাসে 30 হাজার টাকা, যার মধ্যে 9 হাজার টাকা
কেটে নেওয়া হবে, মানে মাসে 21 হাজার টাকা পাওয়া যাবে, দ্বিতীয় বর্ষে 33000
টাকা, মাসে 10000 টাকা কেটে নেওয়া হবে, 23 হাজার। প্রতি মাসে.
 মাসে পাওয়া যাবে, তৃতীয় বছরে 36000 হাজার টাকা পাওয়া যাবে, যার মধ্যে
11000
 প্রতি মাসে 25000 হাজার টাকা কেটে নেওয়া হবে, চতুর্থ বছরে 40000 টাকা
 মাসে হাজার টাকা পাবেন যার মধ্যে প্রতি মাসে 12000 টাকা কেটে নেওয়া হবে,
মাসে 28000 হাজার টাকা পাওয়া যাবে,
 7:- 4 বছরের চাকরির মেয়াদ, অবসরে, 11 লাখ 71 হাজার টাকা পরিষেবা তহবিল
প্যাকেজ হিসাবে পাওয়া যাবে,
 8:- 4 বছরের চাকরির মেয়াদের পরে, যোগ্যতার মানদণ্ড অনুসারে, 25%
জওয়ানকে সেনাবাহিনীতে স্থায়ীভাবে নিয়োগ করা হবে, বাকি 75% সৈন্যদের অগ্নিবীর
দক্ষতা শংসাপত্র দেওয়া হবে, যার ভিত্তিতে
 বেসরকারি/সরকারি  চাকরিতে
 অগ্রাধিকার পাবে, পাশাপাশি
 নিজস্ব ব্যবসা করার জন্য ন্যূনতম সুদের হারে অ-নিরাপত্তা ঋণ প্রদান করা
হবে,
 ৯:- প্রতি বছর তিন বাহিনীতে ৫০ হাজার সৈন্য নিয়োগ করা হবে!!

Agneepath Scheme Issues

এই স্কীম এ লাভ না ক্ষতি সেটা বিচার্য বিষয়……..
তবে অনেকেই ৪ বছরের জন্য এই নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে প্রশ্ন তুলেছেন। 
বিশেষত Army Official রা এই নিয়োগকে সরকারের একটি হঠকারী সিদ্ধান্ত
হিসাবেই গণ্য করছেন। 


চার বছর পর এই ছেলেমেয়ে গুলো সিভিল লাইফ তথা সাধারণ জীবনে এসে কি করবে ? কারণ এই
চার পাঁচ বছরে তারা দেশের জন্য সেবা করার পর বাড়ি ফিরে অন্য কিছু করাটা বেশ
কঠিন ব্যাপার। 
যদিও সরকার বলেছে চার বছর পর তাদের বিভিন্ন চাকরীর ক্ষেত্রে আলাদা বাড়তি সুযোগ
তথা অগ্রাধিকার দেওয়া হবে।
যদিও অগ্রাধিকার দেওয়া মানেই প্রতিশ্রুতি। প্রতিশ্রতি দেওয়া আর চাকরির দেওয়ার
মাঝে বিস্তর ফারাক।  তার ওপর সাম্প্রতিক সময়ে চাকরি পাওয়া যেরকম ঈশ্বর
পাওয়ার মতো দুস্কর হয়ে দাঁড়িয়েছে।  কিংবা রাজ্য সরকার গুলির চাকরির নামে
প্রতারনার যে স্কিম গুলো রয়েছে সেগুলোর মাঝে অগ্নিপথ প্রকল্পের অগ্নিবীরদের
ভবিষ্যৎ নিয়ে বিরাট এক ধোঁয়াশা হওয়াটাই স্বাভাবিক। 
সবশেষে জীবনের সবথেকে গুরুত্তপূর্ন সময় হলো ২০ থেকে ২৪ বছর বয়স।  এই সময়ে
চাকরির পর আবার বেকার হয়ে বাড়ি ফেরা। এটা কি আদৌ বেকার সমস্যার সমাধান ? নাকি
প্রহসন ? এই প্রশ্ন কিন্তু তুলছেন অভিভাবক থেকে খোদ আর্মির জওয়ানরাই। ….
Tags –
Indian Army, Agneepath Scheme, Agniveer

Share This Article