Top Gun : Maverick Movie Review – Tom Cruise, IMDb Rating

Bongconnection Original Published
3 Min Read

 Top Gun Maverick Movie Review – Tom Cruise, IMDb Rating

Top Gun Maverick Movie Review - Tom Cruise, IMDb Rating
Loading...


Top Gun Maverick Review

১৯৮৬ সালের টপ গান আমি নিজে দেখেছিলাম ২০১০ সালে, সিনেমাটার
গল্পটাতে সেরকম আহামরি কিছু না থাকলেও শুধু স্টাইল আর পিয়োর অ্যাড্রেনালিন রাশ
ওয়ালা ফাইটার জেট ডগ ফাইট সিকোয়েন্স গুলোর জন্য সিনেমাটা তখন কার দিনে
তুলকালাম ফেলে দিয়েছিল। যদিও সেইসময় টেকনোলজিক্যাল কারণে সব সিকোয়েন্স
অরিজিনাল ফাইটার প্লেন নিয়ে শ্যুট করা সম্ভব হয়নি কিন্তু টম ক্রুসের বরাবরের
মনের সুপ্ত বাসনা ছিল যে একটা সিক্যুয়েল বানানোর যাতে অরিজিনাল ফাইটার প্লেন
দিয়ে শ্যুট করা যায়। নিজেকে সেভাবে তৈরি করার জন্য তিনি প্লেন , হেলিকপ্টার
চালানোও শিখলেন। তৈরি করলেন নিজেকে বিশ্বের প্রথম সারির অ্যাকশন হিরো হিসেবে।
কিন্তু ২০১০ সলা অব্ধি সেই প্রজেক্টে কোনরকম গতি সঞ্চার করে যায়নি। The Usual
Suspects খ্যাত ক্রিস্টোফার ম্যাককুইরি যখন একটা সিক্যুয়েল স্ক্রিপ্ট নিয়ে
কাজ শুরু করলেন তখন এই প্রজেক্টে আবার একটু একটু করে হাওয়া লাগতে শুরু করলো।
কিন্তু তবুও প্রথম ভাগের প্রতি যোগ্য মর্যাদা রেখে একটা গল্প লেখা আর হয়ে
উঠছিল না। ইতিমধ্যে প্রথম ভাগের পরিচালক টনি স্কটের   আকস্মিক
মৃত্যুর কারণে এর ভবিষ্যত নিয়ে সন্দেহ রয়ে গেলো। অবশেষে ২০১৭ সালে প্রযোজক
Jerry Bruckheimer এর উদ্যোগে আবার পুরো দমে শুরু হলো এর কাজ। সমস্ত চরিত্রের
জন্য অভিনেতা নির্বাচন করার পর তাদের কে নিয়ে গুলো শুরু হলো কড়া কদমে
ফাইটার  প্লেনের পাইলটদের মত ট্রেনিং নেওয়ার কাজ যাতে তাদের শরীর জেট
ফাইটার প্লেনের ধকল আর জি ফোর্স সহ্য করার উপযোগী হয়ে উঠে।


Top Gun Maverick Movie Review - Tom Cruise, IMDb Rating

Top Gun Maverick Cast

Tom Cruise, Jennifer Connelly, Jon Hamm, Miles Teller, Glen Powell, Lewis Pullman,
Charles Parnell

& others.
Director – Joseph Kosinski
IMDb Rating – 8.7/10
দীর্ঘ ৩৬ বছর পরে যখন একটা সিকুয়েল আসি তখন স্বাভাবিক ভাবেই প্রত্যাশাও
গগনচুম্বী হয়। কিন্তু আজকে এই সিক্যুয়েল দেখার পর এটাই বলতে পারি যে এটা শুধু
একটা সিনেমা নয়, এটা একটা ইমোশন। ১৯৮৬ সালের চরিত্রগুলোর ২০২২ সালে এসে যে
পরিণতি দেখানো হয়েছে, যে চরিত্র গঠন দেখানো হয়েছে, এর চেয়ে ভালো করা আর
সম্ভব হতনা। একট সুন্দর গল্পো যে দেখানো হয়েছে আর তাতে সবাই যে অভিনয় করেছেন
তার জন্য কোনো প্রশংশাই যথেষ্ঠ নয়। আর ফাইট সিকোয়েন্স গুলো তো যে লেভেলের
ডেডিকেশন দিয়ে বিনা VFX দিয়ে বানানো, সেটার পুরো মজা উপভোগ করতে হলে বড়
পর্দায় দেখাই উচিত। ৬০ বছর বয়সে এই সিনেমাটার মাধ্যমে টম ক্রুজ বুঝিয়ে দিলেন
কেনো তিনি বিশ্বের একমাত্র কমপ্লিট মেগাস্টার। এটা কোনো রিভিউ না , এটা শুধু
একটা fanboy এর ভালো লাগার অভিব্যক্তি। হ্যাটস অফ টু টম ক্রুজ। ❤️
Tags –
Tom Cruise,
Hollywood,
Movie
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.