Top 10 Bangla Natok 2022 – ঈদের সেরা নাটক – Best Eid Natok Bangla 2022

Bongconnection Original Published
6 Min Read

 Top 10 Bangla Natok 2022 – ঈদের সেরা নাটক – Best Eid Natok Bangla
2022

Top 10 Bangla Natok 2022 - ঈদের সেরা নাটক - Best Eid Natok Bangla 2022
Loading...

Top 10 Best Bangla Natok 2022

ঈদের নাটক দেখা শৈশব থেকেই দেখার আগ্রহ,এখনো আছে। এই ঈদেও প্রচার হয়েছে প্রচুর
নাটক,তবে মানে কমেছে। আলোচনাও কম, অন্যদিকে কিছু চাকচিক্যময় স্থুল কাজ ইউটিউব
ভিউতে এগিয়ে আছে।  তাই একজন নাট্যপ্রেমী দর্শক হিসেবে খারাপ লেগেছে। 


ঈদের সেরা নাটক ২০২২

এই ঈদে আমার দেখা অন্যতম সেরা দশ নাটকঃ 
১.সাদা প্রাইভেটঃ এক মধ্যবিত্ত পরিবারের গল্প। সদ্য প্রোমোশন পাওয়ায়
অফিস থেকে বলা হয় গাড়ি দিবে, এই নিয়ে পরিবারের কর্তা বেশ উচ্ছ্বসিত। এতটাই যে
গাড়ি পাবার আগেই ড্রাইভার পর্যন্ত রেখে দেন। শেষ পর্যন্ত গাড়ি পাওয়ার
আশা,প্রত্যাশা আর অভিমান নিয়ে দারুণ একটি টেলিফিল্ম। বঙ্গ ববের আয়োজনে ইশতিয়াক
আহমেদের উপন্যাস অবলম্বনে এটি নির্মান করেন আশিকুর রহমান। অভিনেতা হিসেবে তারিক
আনাম খান এখন অনন্য উচ্চতায়,উনাকে নিয়ে বিশেষ কিছু বলার নেই। চমকপ্রদ হয়েছি
জিয়াউল হক পলাশের অভিনয়ে, ফারহানা মিঠু,চমক,মৌসুমী হামিদ এমনকি পরিবারের বাইরে
আরেকটি চরিত্র ইরফান সাজ্জাদ,অন্যরকম প্রভাব ফেলেছে। সব মিলিয়ে এটিই এই ঈদের
সেরা কাজ মনে হয়েছে।

ঈদের সেরা রোমান্টিক নাটক


২.কমলা রঙের রোদ ২ঃ গত বছর ভালোবাসা দিবসে শিহাব শাহীন নির্মাণ করেছিলেন
কমলা রঙের রোদ। এক চিকিৎসক দম্পতির সন্তান না হওয়ার  জটিলতা নিয়ে এই
নাটকটি বেশ প্রশংসিত হয়েছিল। এটির জ  সিক্যুয়েল এই নাটক। এই পর্বে দেখা
যায়,তাদের জীবনেও সন্তান আগমনের সুখবর আসে, তারপরের পরিবেশ,অনাকাঙ্ক্ষিত ঘটনা
অতঃপর শুভ সমাপ্তি নিয়ে বেশ পরিপাঠি করে সাজানো হয়েছে৷ মূল চরিত্রে তাসনিয়া
ফারিণ ও তাহসানের অভিনয় বেশ ভালো লেগেছে,দুইজনকে বেশ মানিয়েছে ভালো । এই সুন্দর
গল্পটির নাট্যকার ডাঃ জাহান সুলতানা। 

ঈদ উল ফিতর ২০২২- সেরা দশ নাটক 

৩.একটা নির্জন দুপুর চাই
এক বেকার ছেলে,চাকরি খুঁজছে। তীব্র হতাশার মাঝেও নিয়ম করে মোবাইলে এক অপরিচিত
মেয়ের সঙ্গে কথা বলছে,যার পুরোটাই মিথ্যা। তবুও শব্দচয়ন আর সংলাপ প্রক্ষেপনে এই
মিথ্যাকথাগুলো যেন কাব্যিক হয়ে উঠে। চিরচেনা গল্প বলেও, ভালো চিত্রনাট্য ও
পরিচালনার কারনে মুগ্ধতা এনে দেয়। নাট্যকার পাভেলের রচনায় এই নাটকের নির্মাতা
সৈয়দ শাকিল। তাসনিয়া ফারিণের স্নিগ্ধতা, প্রাণ রায়ের উপস্থিতি,গান,আবহ সংগীত আর
অপূর্বের পরিশীলিত অভিনয় পূর্ণতা এনে দিয়েছে।
৪.প্রায়শ্চিত্তঃ ওবায়েদ হকের গল্প নিয়ে প্রথম টিভি ফিকশন বানিয়েছেন ভিকি
জাহেদ।  এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর গল্প, যার এক সময় কেটেছে অভাবে,অনাহারে।
কিন্তু আজকের এই পর্যায়ে এসে জানতে পারেন তার কারনেই বিরাট ক্ষতি হয়ে গিয়েছে এক
পরিবারের, জন্ম নেয় অপরাধবোধ, এক কঠিন সিদ্ধান্ত নেন। বঙ্গ ববের আয়োজনে ভিকি
জাহেদ বেশ ভালো চিত্রনাট্য সাজিয়েছেন, মূল চরিত্রে আফরান নিশোর অভিনয় এতটাই
ভালো করেছেন যে, সেরা অভিনেতা হিসেবে অনেকখানি এগিয়ে আছেন এই ঈদে। বিশেষ করে
অভাবের দিনগুলিতে তার অভিনয় মন ছুঁয়ে গিয়েছে।
৫.শুরুটাই সুন্দরঃ ‘জীবনে আসা সহজ, থেকে যাওয়া কঠিন’। আজকাল বিয়ের যে
চাকচিক্য, সেটাই যে বিয়ের আনন্দে চাপ হয়ে দাঁড়ায়। সেটাই দেখিয়েছে নির্মাতা, বরং
সাধারণ ভাবে সুন্দর সম্পর্ক নিয়ে একসাথে থাকাটাই বড় কথা। এই ঈদে মিজানুর রহমান
আরিয়ানের একমাত্র নাটক। তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণের সাবলীল অভিনয় শেষে
জয়ন্ত চট্টোপাধ্যায়ের অভিনয় ও সংলাপগুলো মনে গেঁথে আছে।
৬.প্রশ্রয়ঃ জীবনে যখন দুঃখ, হতাশা ঝেঁকে বসে,বেঁচে থাকার আনন্দ খুঁজে
পাওয়া যায় না৷ তখন কারো কারো জীবনে এমন একটি মানুষ আসে, যে জীবন কে অন্যভাবে
বাঁচতে শিখায়। গল্পে জোভানের চরিত্রটি এমনই, মেহজাবীন আর তার অসুস্থ মেয়ের
জীবনে নিয়ে আসে এক রাশ আলো, অথচ জোভান নিজেও অসুস্থ। রুম্মান রশীদ খানের রচনায়
রাফাত মজুমদার রিংকুর পরিচালনা এই নাটকটি ভালো লেগেছে। মেহজাবীনের অভিনয়ের
পাশাপাশি জোভানের পরিশীলিত অভিনয় মুগ্ধ করেছে,শিশু শিল্পী এমেলিয়াও দারুণ।

Top 10 Bangla Natok List 2022

৭.ঘুণঃ ভিকি জাহেদের নাটক,সম্পর্কের বিশ্বাসের সন্দেহ প্রবনতা নিয়ে
থ্রিলার এই গল্প। অতি বিশ্বাস কিংবা সন্দেহ প্রবনতা যে মানুষের মনে তীব্র
হতাশায় এনে দেয়,তার প্রতিক্রিয়া এই নাটক। প্রধান চরিত্রে
মেহজাবীন নিজের অভিনয় প্রতিভা আরেকবার দেখালেন,বলাই যায় তিনি সেরা অভিনেত্রী।
তাকে  যোগ্য সঙ্গ দিয়েছেন খায়রুল বাসার ও নাজিবা বাশার। শেষটা রহস্যে
মোড়ানো, যার কারনে আভাস মিললো সিক্যুয়েলের।
৮.নিঃশব্দের আলোঃ শব্দহীন পৃথিবীর রুপ দেখিয়েছেন শিহাব শাহীন। 
গল্পে অপূর্ব একজন শ্রবন ও বাক প্রতিবন্ধী।  তার জীবনে বাবা- মায়ের
ভালোবাসা,জটিলতা,জীবনসঙ্গীর আগমন নিয়ে সাজানো এই নাটকটি ভালো লেগেছে। আরো ভালো
লেগেছে এই চরিত্রকে ধারণ করার জন্য যে চেষ্টা করেছেন অপূর্ব, বলা যায় তিনি সফল।
অন্যান্য চরিত্রে আছেন সাবিলা নূর, রোজী সেলিম, সমু চৌধুরী। 

৯.ভাঙা পুতুলঃ শিশু ধর্ষন নিয়ে নাটক। ডাঃ জাহান সুলতানার কাহিনীতে এই
নাটকে ফুটে উঠেছে গ্রামের প্রভাবশালী দুশ্চরিত্র ছেলে কিভাবে এক গরীব শিশু
মেয়েকে ধর্ষন করে ধামাচাপা দিতে চায়। কিন্তু এগিয়ে আসে,ঐ মেয়ের চিকিৎসক। শেষটা
সিনেমাটিক হলেও শিহাব শাহীন বেশ ভালো চিত্রনাট্য সাজিয়েছেন। চিকিৎসকের চরিত্রে
আফরান নিশো বেশ,তার সন্তান সম্ভবা স্ত্রীর চরিত্রে ছিলেন তাসনিয়া ফারিণ।
১০.সাইলেন্সঃ তৌসিফ মাহবুব ও তানজিন তিশা সদ্য বিবাহিত দম্পতি,দুইজন ই
চাকুরীজীবি। এক সন্ধ্যায় চাকুরি থেকে ফেরার সময় দুর্বত্তরা তৌসিফকে আহত
করে,তানজিন তিশাকে ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনা সমাজে সম্মানের ভয়ে চাপা দিতে
চায় তৌসিফের মা সাবেরী আলম। কিন্তু শেষটা ঘটে অন্যভাবে।  সিনেমাটিক
সমাপ্তি মনে হলেও  রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এই নাটকের চিত্রনাট্য
বেশ ভালো ছিল। এই ঈদে তৌসিফ মাহবুবের জন্য বিশেষ হয়ে থাকবে,যেকোনো চরিত্রে মিশে
যাওয়ার সর্বোচ্চ চেষ্টার জন্য,তানজিন তিশাও যথাযথ। অন্যদিকে চিরাচরিত থেকে
বেরিয়ে বিপরীত ধর্মী চরিত্রে দারুণ করেছেন সাবেরী আলম।
বিশেষ- সুশীল ফেমেলিঃ বৃন্দাবন দাসের রচনায় অনেকদিন পর কোনো নাটক ভালো
লাগলো। দুই ভাইয়ের দ্বন্ধ নিয়ে নাটক টা শেষটা অন্যরকম। দীপু হাজরা পরিচালনায়
বৃন্দাবন দাস ছাড়াও অভিনয় করেছে শাহনাজ খুশি,চঞ্চল চৌধুরী, গোলাম ফরিদা ছন্দা,
দিব্য জ্যোতি,সৌম্য জ্যোতি।  এছাড়া ভিকি জাহেদের ‘চোখ’ এর গল্প বেশ অভিনব,
ভালো অভিনয় করেছে তানজিন তিশা।
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.