Bhool Bhulaiyaa 2 Movie Review : কার্তিক, কিয়ারা, তাব্বুর মজাদার হরর কমেডি

Bongconnection Original Published
4 Min Read

 Bhool Bhulaiyaa 2 Movie Review : কার্তিক, কিয়ারা, তাব্বুর মজাদার হরর
কমেডি

Bhool Bhulaiyaa 2 Movie Review : কার্তিক, কিয়ারা, তাব্বুর মজাদার হরর কমেডি
Loading...

Bhool Bhulaiyaa 2 Review

এই সিনেমাটা ভালো লাগায় সবথেকে বেশি শকড্ আমি নিজে! একবিন্দুও প্রত্যাশা
ছিলনা! এই সপ্তাহে অবশ্য আরও একটি শকিং ঘটনা ঘটেছে, মেগাস্টার কঙ্গনা রানাউত এর
Dhaakad ভয়ানক ভাবে বক্স অফিস ডিসাস্টার হয়েছে। আমি ভেবেছিলাম, আর
কোথাও নাহোক, মেট্রো সিটি মাল্টিপ্লেক্সে অন্তত চলবে, তবে যা দেখছি
Gangubai Kathiawadi
র ওপেনিং ডে এই সিনেমা লাইফটাইম এ ছুঁতে পারবেনা। Tanu Weds Manu 2
সাফল্যের পর এই নিয়ে টানা ৯টি unsuccessful ফিল্ম (৪ টে ডিসাস্টার, ৪ টে ফ্লপ,
১ টা এভারেজ) “উপহার” দিলেন। যাইহোক, ব্যাক টু Bhool Bhulaiyaa 2, কেমন লাগলো
বলি,


Kartik Aaryan,
Kiara Advani, Tabu, Rajpal Yadav, Sanjay Mishra, Amar Upadhyay, Ashwini Kalsekar

& others.
Rating – 6.5/10
যা যা ভালো লেগেছে:
পারফরম্যান্স:
Kartik Aaryan এর ফ্যান ফলোয়িং বা ওনার ফিল্ম গুলোর বক্স অফিস বলুন, সেগুলো মূলত শহর
কেন্দ্রিক ছিল এতদিন। আমি ৯৯.৯৯% নিশ্চিত এর পর উনি “মাস” সেন্টারে অনায়াসে
প্রবেশ করে গেছেন। কমেডি সিন, ড্যান্স, আর লাস্টের ক্লাইম্যাক্স, কার্তিক একদম
নতুন অবতারে অবতীর্ণ। Kiara Advani র বিশেষ কোনো স্কোপ ছিলনা, তবে একটি ভালো
দৃশ্য ওনাকে দেওয়া হয়েছে, আর তাতে উনি ভালই করেছেন। আশা করবো ওনার পরবর্তী
সিনেমা গুলিতে ওনাকে শুধুমাত্র সৌন্দর্য্য বৃদ্ধির জন্য নয়, ভালো কাজ করার মত
চরিত্র দেওয়া হবে। তবে এই সিনেমার আসল চমক আমার আপনার সবার প্রিয় Tabbu।
জাস্ট ফাটিয়ে দিয়েছেন। এই হলো অ্যাক্টর! কমার্শিয়াল মুভি দাও, আর্ট ফিল্ম
দাও, ইনি সব করে দেবেন। চরিত্র হিসেবেও এনার পার্ট টাই সব থেকে ইন্টারেস্টিং।
Sanjay Mishra এবং Rajpal Yadav কিছু unfunny সিন ও সংলাপকে শুধুমাত্র নিজেদের
ক্ষমতায় হাস্যকর করে তুলেছেন।


Bhool Bhulaiyaa 2 Movie Review : কার্তিক, কিয়ারা, তাব্বুর মজাদার হরর কমেডি
পরিচালনা: এই সিনেমা তে আমার কোনো ভরসা না থাকার অন্যতম কারণ এটা Aneesh Bazmi
র ফিল্ম, ২০০৮ এ ইনি Sing Is King করেছিলেন, তারপর ওনার একটাও ফিল্মও
আমার পাতে দেওয়ার যোগ্য লাগেনি। কিন্তু BB 2 দিয়ে তিনি কামব্যাক করলেন। বেশ
কিছু ভালো horror দৃশ্য এবং সঙ্গে কমেডি দৃশ্য conviction এর সঙ্গে ক্রাফ্ট
করেছেন এবং অনেকদিন পর বলিউডে একটা প্রপার মাস ফিল্ম দিয়েছেন। নাহলে Satyamev
Jayate 2 আর Heropanti 2 দেখে আশা ভরসা উঠে যাচ্ছিল!

Bhool Bhulaiyaa 2 Movie Review

টেকনিক্যাল ডিপার্টমেন্ট: এখানে খুব যে কিছু ইনোভেটিভ আছে তেমন নয়। তবে একটা
মিড বাজেট horror ফিল্মের নিরিখে Sandeep Shirodkar এর BGM, Manu Anand এর
cinematography ঠিকই ছিল। Bunty Nagy সিনেমার লেংথ বেশী হতে দেননি, সিনের
transition ও ভালো যা কমেডি এবং হরর দুই ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ। তাই বোর
হবেনা কেউ।
গান: শুনতে একটাও খারাপ লাগবে না, কিন্তু “আমি যে তোমার” বাদে একটাও গান মনেও
থাকবে না।
যা যা ভালো লাগেনি:
সিনেমার নাম: এই সিনেমার নাম Bhool Bhulaiyaa 2 কেনো বুঝলাম না(ব্যবসায়িক
স্বার্থ ছাড়া)। কারণ এটি প্রথম সিনেমার continuation নয়, এমনকী স্পিরিচুয়াল
সিক্যুয়েল বলতেও আমি অন্তত রাজি নই। প্রথমটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার ছিল,
এটা আদ্যোপান্ত হরর কমেডি। এরকম নাম ব্যবহার করে মার্কেটিং জিনিসটা খুব বাজে
লাগে।
ছবির গল্প সম্পর্কে কিছু বলবো না, কারন এই ছবি কারো কাছে অনেক ভালো লাগতে
পারে, কারো কাছে হয়তো একদমই ভালো লাগবেনা। আমার অবশ্য ভালোই লেগেছে। তবে
ভীষণভাবে আমাকে চমকে দিয়েছে তাবু। তাবু বলিউডের সেরা অভিনেত্রীদের
মধ্যে একজন, সেটা সবাই স্বীকার করবে। কিন্তু এই ছবিতে যে তাবু এমন
দুর্দান্ত অভিনয় করবে, ভাবিনি। কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি তো ছিলোই পুরো
ছবিতে, তবে গল্পের আসল খেলোয়াড় হলো তাবু। তাবুর চরিত্রের নাম বললে গল্পটা
স্পয়লার হয়ে যাবে। কিন্তু গল্পের নায়ক, নায়িকা, খলনায়ক সবকিছু তাবুকে 
বললেও দোষ হবে না। 🔥🔥🔥
এই ছিল রিভিউ। Pandemic এর পর বলিউডের প্রায় সব সিনেমা ফ্লপ, বড় ছোট সব স্টার
স্ট্রাগল করেছেন। ব্যতিক্রম, Sooryavanshi, Gangubai Kathiawadi আর
The Kashmir Files। Bhool Bhulaiyaa 2 অবশেষে চতুর্থ হিট হিসেবে উঠে
আসলো। পরবর্তী সপ্তাহগুলোতে Anek এবং Prithviraj এই ট্রেন্ড
বজায় রাখতে পারে কিনা দেখা যাক!
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.