Belashuru Movie Review, Cast – ‘বেলাশুরু’ গল্পে ভালোবাসার খোঁজ – Soumitra
Chatterjee
Belashuru Bengali Movie Review
“ আরতি কি আমায় আর চিনতে পারবে না?”
আমরা জানি বয়স বাড়লে মানুষ খিটখিটে হয়ে যায়। একাকিত্ব ঘিরে ধরে, বিরক্ত হয়
কথায় কথায়। কখনো কখনো ডাক্তারের পরামর্শে বায়ু পরিবর্তন করতেও বলে। অনেকের
ধারণা সম্পর্কগুলো তখন হয়তো বোঝা হয়ে যায়, জং ধরে যায় প্রত্যেকটা অঙ্গে।
শুধু থেকে যাওয়া, দায়িত্ব, কর্তব্যের ভিড়ে দম বন্ধ হয়ে যাওয়া থেকে ছুটি
চায় প্রত্যেকেই! এরই মাঝে হাতে গুনে কয়েকজন হয়তো বা ব্যতিক্রম হয়ে থাকেন।
বিশ্বনাথ বাবু এদের মধ্যে এরকমই একজন! আমার চোখে উনি তাই থাকবেন।
কথায় কথায়। কখনো কখনো ডাক্তারের পরামর্শে বায়ু পরিবর্তন করতেও বলে। অনেকের
ধারণা সম্পর্কগুলো তখন হয়তো বোঝা হয়ে যায়, জং ধরে যায় প্রত্যেকটা অঙ্গে।
শুধু থেকে যাওয়া, দায়িত্ব, কর্তব্যের ভিড়ে দম বন্ধ হয়ে যাওয়া থেকে ছুটি
চায় প্রত্যেকেই! এরই মাঝে হাতে গুনে কয়েকজন হয়তো বা ব্যতিক্রম হয়ে থাকেন।
বিশ্বনাথ বাবু এদের মধ্যে এরকমই একজন! আমার চোখে উনি তাই থাকবেন।
বেলাশেষের একটি দৃশ্যে আরতি দেবী যখন বলেছিলেন সংসারটাই তার কাছে প্রেম, একসাথে
থাকার অভ্যাসগুলো তার কাছে ভালোবাসা, তখন বিশ্বনাথ বাবু যথেষ্ট প্রতিবাদ
করেছিলেন। উনি এরকম সংসার কোনোদিনও চাননি! আর এদিকে আরতি দেবী সারাজীবন সংসার
ছেলে মেয়ে এসব নিয়েই থেকে যেতে চাইলেন। কিন্তু অন্যদিন বিশ্বনাথ বাবু যখন
বুঝিয়ে কোনো সমাধান করতে পারলেন না তখন অভিমান করে সারাজীবন চুপ করে দূরে থেকে
গেলেন! কেউ কোনোদিনও করোর দিকটা বুঝলেন না, এমনকি বোঝার চেষ্টা পর্যন্ত করলো
না।
থাকার অভ্যাসগুলো তার কাছে ভালোবাসা, তখন বিশ্বনাথ বাবু যথেষ্ট প্রতিবাদ
করেছিলেন। উনি এরকম সংসার কোনোদিনও চাননি! আর এদিকে আরতি দেবী সারাজীবন সংসার
ছেলে মেয়ে এসব নিয়েই থেকে যেতে চাইলেন। কিন্তু অন্যদিন বিশ্বনাথ বাবু যখন
বুঝিয়ে কোনো সমাধান করতে পারলেন না তখন অভিমান করে সারাজীবন চুপ করে দূরে থেকে
গেলেন! কেউ কোনোদিনও করোর দিকটা বুঝলেন না, এমনকি বোঝার চেষ্টা পর্যন্ত করলো
না।
Cast :
Soumitra Chatterjee, Aparajita Auddy,
Rituparna Sengupta,
Kharaj Mukherjee, Monami Ghosh, Swatilekha Sengupta, Rishita Pramanik, Sujoy Prasad
Chatterjee
& others.
Rituparna Sengupta,
Kharaj Mukherjee, Monami Ghosh, Swatilekha Sengupta, Rishita Pramanik, Sujoy Prasad
Chatterjee
& others.
Rating – 8/10
আর ঠিক ৭ বছর পর সেই মানুষটা যখন বিরল রোগে সব ভুলতে বসেছে, এমনকি নিজের
সব থেকে কাছের মানুষকে চিনতে পারছে না, সময় সুযোগ পেলে পালিয়ে যাচ্ছে, যার
কাছে স্মৃতি বলতে শুধু ছেলেবেলাটাই পড়ে রয়েছে। সময় অসময়ে স্মৃতির দেওয়ালে
ঘোষলে কিছু মনে পড়লেও বাদ বাকি সবটাই শূন্য! ঠিক সেই মুহূর্তে অভিমানের
দেওয়াল চুরচুর করে ভেঙে পড়লো। স্ত্রীকে কাছে রাখার তাগিদ, সংসারের দায়িত্ব,
স্বামী, সন্তান সবটাই যেন একনিমেশে বড়ো হয়ে গেলো বিশ্বনাথ বাবুর কাছে।
সব থেকে কাছের মানুষকে চিনতে পারছে না, সময় সুযোগ পেলে পালিয়ে যাচ্ছে, যার
কাছে স্মৃতি বলতে শুধু ছেলেবেলাটাই পড়ে রয়েছে। সময় অসময়ে স্মৃতির দেওয়ালে
ঘোষলে কিছু মনে পড়লেও বাদ বাকি সবটাই শূন্য! ঠিক সেই মুহূর্তে অভিমানের
দেওয়াল চুরচুর করে ভেঙে পড়লো। স্ত্রীকে কাছে রাখার তাগিদ, সংসারের দায়িত্ব,
স্বামী, সন্তান সবটাই যেন একনিমেশে বড়ো হয়ে গেলো বিশ্বনাথ বাবুর কাছে।
Review Of Bengali Movie Belashuru
কি অদ্ভুদ না? যাকে সাবলম্বী করতে গিয়ে একটা মানুষ অনেক দূরে চলে গেলো, যার
জন্য নাকি সে সারা জীবন বাইরের জগৎ দেখতে পারে নি সেই মানুষটাই আজ সংসার কি
জিনিস বোঝে না! সিঁদুর পরে না, খাইয়ে না দিলে খায় না। যাকে সবসময় চোখে চোখে
রাখতে হয়, স্নান করাতে হয়, যাকে বার বার জিজ্ঞেস করতে হয়, “আরতি আমায় চিনতে
পারছো?”
জন্য নাকি সে সারা জীবন বাইরের জগৎ দেখতে পারে নি সেই মানুষটাই আজ সংসার কি
জিনিস বোঝে না! সিঁদুর পরে না, খাইয়ে না দিলে খায় না। যাকে সবসময় চোখে চোখে
রাখতে হয়, স্নান করাতে হয়, যাকে বার বার জিজ্ঞেস করতে হয়, “আরতি আমায় চিনতে
পারছো?”
কিন্তু পরক্ষনেই সেই ভ্রু কুচকে তাকানো, ঠান্ডা মাথার উত্তর “আমার বরকে দেখেছেন
আপনি?”
আপনি?”
আর এই মানুষটা অক্লান্ত ভাবে দিনের পর দিন এখন নিজেই সংসার করছেন। কি পরিমান
ভালোবাসা থাকলে এই অবস্থাতেও নিজের স্ত্রীর সবটা দায়িত্ব নিজে সামলাচ্ছেন।
ভালোবাসা অভিমান অভিযোগ মানুষকে কোথায় নিয়ে এসে দাঁড় করায়!
ভালোবাসা থাকলে এই অবস্থাতেও নিজের স্ত্রীর সবটা দায়িত্ব নিজে সামলাচ্ছেন।
ভালোবাসা অভিমান অভিযোগ মানুষকে কোথায় নিয়ে এসে দাঁড় করায়!
আর এই মানুষটাই কিনা মিশর যেতে চাইতো, গভীর সমুদ্রে ডুবে যেতে চাইতো, যার
কাছে এই সংসার বাচ্চা নাতি নাতনির বাইরে দুজনের স্পর্শ দরকার ছিল। আর আজ সে ঘর
সামলাচ্ছে। যেই সময়গুলো নিজেদের দিতে পারে নি সেই সময়গুলো খোঁজার চেষ্টা
করছে। ছেলে মেয়ের সংসার, বাড়ি ঘর, পরিবেশ পরিস্থিতি সবটা সাথে সমান তালে তাল
মিলিয়ে চলছে! আর তার কিনা একসময় পালিয়ে যাওয়ার কথা ছিল!
কাছে এই সংসার বাচ্চা নাতি নাতনির বাইরে দুজনের স্পর্শ দরকার ছিল। আর আজ সে ঘর
সামলাচ্ছে। যেই সময়গুলো নিজেদের দিতে পারে নি সেই সময়গুলো খোঁজার চেষ্টা
করছে। ছেলে মেয়ের সংসার, বাড়ি ঘর, পরিবেশ পরিস্থিতি সবটা সাথে সমান তালে তাল
মিলিয়ে চলছে! আর তার কিনা একসময় পালিয়ে যাওয়ার কথা ছিল!
বেলাশুরু মুভি রিভিউ
আমরা যারা সংসার করি না, আজকাল কার ছেলে মেয়ে, যারা দূরে কোথাও ঘর বেঁধেছি
তাদের কাছে ছেড়ে যাওয়াটা হয়তো সহজ। অল্প তে ভেঙে পড়া, বা মনের মতো না হলে
ভেঙে দেওয়া সবটাই খুব সোজা। তৎক্ষণাৎ নতুন গড়া যায় কিনা। আমরা অনেকেই
অপেক্ষা করতে শিখি নি কিংবা ধর্য ধরে সবটা ধরে রাখতে শিখি নি। কোনো ভুল হলে সেই
ভুলের মাশুল গুনিনি! আসলে প্রয়োজন মনে করিনি। কিন্তু একটু যদি চেষ্টা করতাম,
আর একটু সময় দিলে হয়তো সেই সম্পর্ক টিকিয়ে রাখা যেত। সেই মানুষটা আমার
থাকতো, আমাদের সংসার হতো। ছেড়ে গেলে তো সবটাই শেষ, থেকে গিয়েও তো কিছু
সমস্যার সমাধান করা যায়!
তাদের কাছে ছেড়ে যাওয়াটা হয়তো সহজ। অল্প তে ভেঙে পড়া, বা মনের মতো না হলে
ভেঙে দেওয়া সবটাই খুব সোজা। তৎক্ষণাৎ নতুন গড়া যায় কিনা। আমরা অনেকেই
অপেক্ষা করতে শিখি নি কিংবা ধর্য ধরে সবটা ধরে রাখতে শিখি নি। কোনো ভুল হলে সেই
ভুলের মাশুল গুনিনি! আসলে প্রয়োজন মনে করিনি। কিন্তু একটু যদি চেষ্টা করতাম,
আর একটু সময় দিলে হয়তো সেই সম্পর্ক টিকিয়ে রাখা যেত। সেই মানুষটা আমার
থাকতো, আমাদের সংসার হতো। ছেড়ে গেলে তো সবটাই শেষ, থেকে গিয়েও তো কিছু
সমস্যার সমাধান করা যায়!
বেলাশেষের ৭ বছর পর আবার সেই সম্পর্কের সমীকরণ। নতুন করে বিশ্বনাথ বাবু এবং
আরতি দেবী একসাথে দেখা। সেই একই পরিবার, একই মুখ, সবার সাবলীল অভিনয় কোথাও
একবারের জন্য মনে করায় নি এদের বয়স আরো সাত সাতটা বছর বেড়েছে। উপরন্তু এতো
সুন্দর ভাবে প্রত্যেকটা সম্পর্কের ভাঙ্গা গড়া গুলো তুলে ধরা হয়েছে যা না
দেখলে লিখে বোঝানো মুস্কিল।
আরতি দেবী একসাথে দেখা। সেই একই পরিবার, একই মুখ, সবার সাবলীল অভিনয় কোথাও
একবারের জন্য মনে করায় নি এদের বয়স আরো সাত সাতটা বছর বেড়েছে। উপরন্তু এতো
সুন্দর ভাবে প্রত্যেকটা সম্পর্কের ভাঙ্গা গড়া গুলো তুলে ধরা হয়েছে যা না
দেখলে লিখে বোঝানো মুস্কিল।
আসলে শেষ থেকে শুরু যেমন হয়, তেমনি সেইদিনের বেলাশেষে আজকে সগৌরবে বেলাশুরু
বলতে দ্বিধা নেই কোনো। সবটাই সোহাগে আদরে থেকে যাবে।
বলতে দ্বিধা নেই কোনো। সবটাই সোহাগে আদরে থেকে যাবে।
পরিবারের সাথে বসে দেখার মতো একটা সিনেমা।❤️
আরো পড়ুন,