Beast Movie Review, IMDb, Cast – Vijay, Pooja Hegde

Bongconnection Original Published
3 Min Read

 Beast Movie Review, IMDb, Cast – Vijay, Pooja Hegde 

Beast Movie Review, IMDb, Cast - Vijay, Pooja Hegde
Loading...

Beast Movie Review

পরিচালকঃ নেলসন দিলীপকুমার
অভিনয়েঃ বিজয়, পুজা হেগডে, সেলভারাঘবান, ইয়োগী বাবু,রেডিন কিংসলে, ভিটিভি গনেশ, সাজি চেন, ফারুকি, আজিত ভিকাল।
সময়ঃ ২ ঘন্টা ৩৮ মিনিট
প্লটঃ প্রতিটি নিস্পাপ প্রাণই মুল্যবান। রাজনীতির কূটচালে কোন নিরীহ মানুষ আক্রান্ত হবে না এটাই “বাংলাদেশী” ছদ্মবেশে থাকা র এজেন্ট ভীরা রাঘবান এর মিশন।
রাষ্ট্র এর কাজ তাদের সাধারণ মানুষ এর সুরক্ষা দেয়া। সেখানে কোল্যাটেরাল ড্যামেজ এর নামে রাজানীতির মারপ্যাঁচে যখন সাধারণ নাগরিক আক্রান্ত হয় তখন একজন সৈনিক কি করবে সেটাই এ ছবির থিম। যে বা যারা বিজয় এর সাম্প্রতিক ইন্টারভিঊ দেখেছেন তারা এ ছবির প্লট রিলেট করতে পারবেন। বিজয় ও নেলসন জুটি বেশ কঠিন রাজনৈতিক বক্তব্যে, সুপরিকল্পিত একশন, স্ল্যাপস্টিক ও সিচুয়েশনাল কমেডি এর মাধ্যমে ফুল বিনোদনের গ্যারান্টিসহ এই ছবিতে তুলে এনেছেন।

Beast Movie Star Cast

Loading...
Vijay, Pooja Hegde, Yogi Babu, Shine Tom, Chacko, Satish & others.
IMDb Rating – 6.5/10
আলতাফ চরিত্রে সেলভারাঘবান ছিলেন অসাধারণ। ইয়োগী বাবু,রেডিন কিংসলে, ভিটিভি গনেশ ছবির কমিক রিলিফ হিসেবে সংগত দিয়ে গেছেন যথাযথ। খল চরিত্রে আজিত ভিকাল ছিলেন নেলসনিয় প্রোটাগনিস্ট এর আদর্শ উপস্থাপন। অন্যান্য দক্ষিনী ছবির মত পূজা শুধুই আই ক্যান্ডি হয়ে থাকেননি, অভিনয়ের পাশাপাশি তার স্ক্রিন উপস্থিতিও বড়পর্দায় উপভোগ্য। ছোট একটি চরিত্রে অপর্ণা দাস ছিলেন চমৎকার। আর যারা ডক্টর দেখেছেন তাদের জন্যও রয়েছে ইস্টার এগ। ছোট ছোট অনেকগুলো জুটির একটাই উদ্দেশ্য ছিল আর তা হল বিজয়কে বিজয়ী করা। লো কি ডায়লগ ডেলিভারি, বরফ শীতল একশন, ঋজু কমিক টাইমিং এর সাথে হালকা রোমান্স, সব কিছু মিলিয়েই বিজয় তার ভক্তদের হতাশ করেননি।
সঙ্গীতে অনিরুধ একটাই প্রশ্ন তুলেছেন, আর সেটা হলো ,what will be his new high? মনোজ পরমহংস ক্যামেরায় নেলসনের ওয়াইড এঙ্গেল স্পেসকে যথাযথ ব্যবহার করেছেন। আর নির্মল এর সম্পাদনায় পুরো ছবি একবারের জন্যও ঝুলে পড়ে নি। অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ সুপরিকল্পিত ছিল আর তার সাথে যথাযথ ছিলো ভিএফএক্স। সবশেষে এটাই বলা যায়, নতুন বছরে বিজয় তার দর্শকদের জন্য ভালোই উপহার দিয়েছেন যাতে এই ছুটি তাদের কষ্টের পয়সা উসুল হয়।
রেটিংঃ ৩.৫/৫, ওভার দ্যা টপ একশন সিকোয়েন্স না হলে অনায়াসে ৪ দেয়া যেত। আর অপ্রয়োজনীয় গান বা দৃশ্য না থাকায় ৩ এর কম পাবার সুযোগ রইলো না।
Tags – Movie, Hindi Movie, Thalapathy Vijay

Share This Article