Arijit Singh Birthday : ভেঙে না পড়া এক সুরের রাজা অরিজিৎ সিং – Latest
Songs, Wife, Family
Happy Birthday Arijit Singh
প্রিয়া তোর সেই গান টার কথা মনে পড়ে?
প্রিয়া- কোন গান টার কথা রে রৌনক
রৌনক- ওই যে ওটা, যেটা তুই বার বার শুনতে চাইতিস-
Kyunki Tum Hi Ho
Ab Tum Hi Ho
Zindagi Ab Tum Hi Ho
Chain Bhi, Mera Dard Bhi
Meri Aashiqui Ab Tum Hi Ho… 🎧
প্রিয়া-তোর এখনো মনে আছে ওই গান টার কথা।
◆🎙 যার গানের সুরে নেচে ওঠে কন্যাকুমাড়ি থেকে কাশ্মির,কলকাতা থেকে মুম্বাই,
দিল্লি থেকে চেন্নাই। বলিউডের রোম্যান্টিক গান আর অরিজিৎ সিং এই দুটি যেন
সার্থক হয়ে গেছে । তুম হি হো থেকে হামারি অধুরি কাহানী, মুসকুরানে থেকে কভি যো
বাদল বরষে, ফির ভি তুমকো চাহুঙ্গা হোক বা সানাম রে, বা বোঝে না সে বোঝে না, তার
সেই এক এর পর এক হিট গান গুলো আজও প্রতিটি ভারতীয় দের মনে গেয়ে চলে। দুঃখের গান
হোক বা রোমান্টিক বা নাচ এর অরিজিৎ সিং এর গান মানেই এক অসাধারণ অনুভূতি।
প্রতিটি অনুষ্ঠানে তার গান গুলো আট থেকে ৮০ সবাই কে এক সুরে বেঁধে দেয়।
দিল্লি থেকে চেন্নাই। বলিউডের রোম্যান্টিক গান আর অরিজিৎ সিং এই দুটি যেন
সার্থক হয়ে গেছে । তুম হি হো থেকে হামারি অধুরি কাহানী, মুসকুরানে থেকে কভি যো
বাদল বরষে, ফির ভি তুমকো চাহুঙ্গা হোক বা সানাম রে, বা বোঝে না সে বোঝে না, তার
সেই এক এর পর এক হিট গান গুলো আজও প্রতিটি ভারতীয় দের মনে গেয়ে চলে। দুঃখের গান
হোক বা রোমান্টিক বা নাচ এর অরিজিৎ সিং এর গান মানেই এক অসাধারণ অনুভূতি।
প্রতিটি অনুষ্ঠানে তার গান গুলো আট থেকে ৮০ সবাই কে এক সুরে বেঁধে দেয়।
🎧 🎶মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ এ ছোট্ট গ্ৰাম থেকে উঠে এসে স্বপ্ন কে
ছুঁয়ে দেখা, এক মধ্যবিত্ত পরিবার থেকে এসে মুম্বাই এ নিজের আধিপত্য তৈরি করা।
সেই এক এর পর এক অসাধারণ গান গুলো গেয়ে সবার মনে জায়গা করে নেওয়া।
ছুঁয়ে দেখা, এক মধ্যবিত্ত পরিবার থেকে এসে মুম্বাই এ নিজের আধিপত্য তৈরি করা।
সেই এক এর পর এক অসাধারণ গান গুলো গেয়ে সবার মনে জায়গা করে নেওয়া।
🎹২০০৫
সালে ফেম গুরুকুল নামে প্রথম কোনো রিয়েলিটি শো এ অংশগ্রহণ করেন, কিন্তু সেখানে
ব্যার্থ হন । তারপর “১০ কে লিয়ে ১০ গ্যায়ে দিল” একটা মিউজিক শো এ অংশগ্রহণ করেন
ও চ্যাম্পিয়ন হন । তার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয় নি তাকে। তারপর
২০১৩ সালের হিন্দি ছবি ” Aashiqui 2″-এর “Tum Hi Ho” গানটি গেয়ে তিনি জনপ্রিয়তা
শীর্ষে পৌঁছে যান। প্রীতম এর সুরে তার গান গুলো এক এর পর এক হিট হতে থাকে। Tum
hi ho গানটির জন্য ই তিনি ৫৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এ সেরা গায়কের
পুরস্কার অর্জন করেন ওই বছর। ২০১৪ সালে জিৎ গাঙ্গুলীর সঙ্গে “মুসকুরানে” গানটি
গেয়ে চারিদিকে সাড়া ফেলে দেন ও সবচেয়ে বেশি নমিনেশন পান সে বছর। ২০১৭ সালে এ
দিল হ্যা মুশকিল গান এর জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।
সালে ফেম গুরুকুল নামে প্রথম কোনো রিয়েলিটি শো এ অংশগ্রহণ করেন, কিন্তু সেখানে
ব্যার্থ হন । তারপর “১০ কে লিয়ে ১০ গ্যায়ে দিল” একটা মিউজিক শো এ অংশগ্রহণ করেন
ও চ্যাম্পিয়ন হন । তার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয় নি তাকে। তারপর
২০১৩ সালের হিন্দি ছবি ” Aashiqui 2″-এর “Tum Hi Ho” গানটি গেয়ে তিনি জনপ্রিয়তা
শীর্ষে পৌঁছে যান। প্রীতম এর সুরে তার গান গুলো এক এর পর এক হিট হতে থাকে। Tum
hi ho গানটির জন্য ই তিনি ৫৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এ সেরা গায়কের
পুরস্কার অর্জন করেন ওই বছর। ২০১৪ সালে জিৎ গাঙ্গুলীর সঙ্গে “মুসকুরানে” গানটি
গেয়ে চারিদিকে সাড়া ফেলে দেন ও সবচেয়ে বেশি নমিনেশন পান সে বছর। ২০১৭ সালে এ
দিল হ্যা মুশকিল গান এর জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।
Arijit Singh Personal Life, Wife, Children & Family
এই পর্যন্ত আমরা সবাই তার গান গুলোর জন্য তাকে আমরা প্রিয় গায়ক হিসেবে জানি,
কিন্তু মানুষ টার ভেঙে পরার দিন গুলো আমরা কতজনই বা খোঁজ রাখি, কতজন ই বা জানতে
চাই। সবাই সফলতা টাই দেখে কিন্তু ভিতরের কষ্ট গুলো, ভেঙে পরার দিন গুলো কেউ
বুঝতে চাই না, কেউ খোঁজ ও রাখে না। সবাই সাফল্যের সিড়ি-তে ওঠা টা দেখে হোঁচট খাওয়া
গুলো দেখে না। মানুষ টা বার বার ভেঙেছে হোঁচট খেয়েছে আবার নিজেকে গড়েছে ,
হেঁটেছে লক্ষ্য স্থির রেখে, স্বপ্ন কে ছুঁয়ে দেখেছে, দেখিয়ে দিয়েছে গোটা
বিশ্ব কে মুর্শিদাবাদ এর ছেলেটা কি পারে। তার স্বপ্নগুলোর গল্প বলতো
রোজ তার ছোটোবেলার বান্ধবী কোয়েল কে সে একদিন বড়ো গায়ক হবে, তাকে নিয়ে
স্বপ্ন দেখতো কিন্তু জানতো না একটা ঝড় এসে সব ওলট পালট করে দেবে তাদের জীবনে।
মাঝে অনেক টা সময় তাদের আর কথা হতো না পরিস্থিতির চাপে। দুজনের ই স্বপ্ন
গুলো অধরাই থেকে গেলো । অরিজিৎ তার গানের সহপাঠী রূপরেখার সাথে সম্পর্কে
জড়িয়ে পরে ও বিবাহ বন্ধনে সেই সম্পর্ক গড়ায়, ততদিনে কয়েল এরো বিয়ে হয়ে
যায় অন্য জাগায়, কিন্তু দুজনের বিয়েই ভেঙে যায়। আবার তার ছোটো বেলার
বান্ধবী কোয়েল এর সাথে দেখা হয়ে যায় কোনো এক গানের অনুষ্ঠান এ । এতোদিন ধরে
যেনো এই দিন টার অপেক্ষা তেই ছিলো ছেলেটা, আজ আর কোনো পিছুটান না রেখে জড়িয়ে
ধরে বলেছিলো তার ফেলে আসা সব মনের কথা, কয়েল ও আর না বলতে পারেনি তার
ভালোবাসার মানুষ টিকে ।যেনো এই দিনটার অপেক্ষাতেই ছিলো দুজনে। আজ তারা সুখী
দম্পতি, তাদের দুই সন্তান নিয়ে আজ সুখের সংসার। ইচ্ছে করে একটা ঘরে
থাকবো দুজনায় গড়বো ভিটে খুশির ইটে সঙ্গী হবি আয়..!
কিন্তু মানুষ টার ভেঙে পরার দিন গুলো আমরা কতজনই বা খোঁজ রাখি, কতজন ই বা জানতে
চাই। সবাই সফলতা টাই দেখে কিন্তু ভিতরের কষ্ট গুলো, ভেঙে পরার দিন গুলো কেউ
বুঝতে চাই না, কেউ খোঁজ ও রাখে না। সবাই সাফল্যের সিড়ি-তে ওঠা টা দেখে হোঁচট খাওয়া
গুলো দেখে না। মানুষ টা বার বার ভেঙেছে হোঁচট খেয়েছে আবার নিজেকে গড়েছে ,
হেঁটেছে লক্ষ্য স্থির রেখে, স্বপ্ন কে ছুঁয়ে দেখেছে, দেখিয়ে দিয়েছে গোটা
বিশ্ব কে মুর্শিদাবাদ এর ছেলেটা কি পারে। তার স্বপ্নগুলোর গল্প বলতো
রোজ তার ছোটোবেলার বান্ধবী কোয়েল কে সে একদিন বড়ো গায়ক হবে, তাকে নিয়ে
স্বপ্ন দেখতো কিন্তু জানতো না একটা ঝড় এসে সব ওলট পালট করে দেবে তাদের জীবনে।
মাঝে অনেক টা সময় তাদের আর কথা হতো না পরিস্থিতির চাপে। দুজনের ই স্বপ্ন
গুলো অধরাই থেকে গেলো । অরিজিৎ তার গানের সহপাঠী রূপরেখার সাথে সম্পর্কে
জড়িয়ে পরে ও বিবাহ বন্ধনে সেই সম্পর্ক গড়ায়, ততদিনে কয়েল এরো বিয়ে হয়ে
যায় অন্য জাগায়, কিন্তু দুজনের বিয়েই ভেঙে যায়। আবার তার ছোটো বেলার
বান্ধবী কোয়েল এর সাথে দেখা হয়ে যায় কোনো এক গানের অনুষ্ঠান এ । এতোদিন ধরে
যেনো এই দিন টার অপেক্ষা তেই ছিলো ছেলেটা, আজ আর কোনো পিছুটান না রেখে জড়িয়ে
ধরে বলেছিলো তার ফেলে আসা সব মনের কথা, কয়েল ও আর না বলতে পারেনি তার
ভালোবাসার মানুষ টিকে ।যেনো এই দিনটার অপেক্ষাতেই ছিলো দুজনে। আজ তারা সুখী
দম্পতি, তাদের দুই সন্তান নিয়ে আজ সুখের সংসার। ইচ্ছে করে একটা ঘরে
থাকবো দুজনায় গড়বো ভিটে খুশির ইটে সঙ্গী হবি আয়..!
*আজও যখন কোনো ছেলে স্বপ্ন দেখে জীবনে কিছু করার, যখন কোনো অঝ
পাড়া গাঁয়ের ছেলে ধুলো পড়া গিটার 🎸টা হাতে নিয়ে সুর তোলে মনে মনে। বার বার
যখন ব্যার্থ হওয়ার পরেও সড়ে আসে না লক্ষ্যে থেকে। বার বার হোঁচট
খাওয়ার পরেও যখন উঠে পরে স্বপ্ন কে ছুঁয়ে দেখার জন্য, বা হাজার ঝড়ের পরেও যখন
প্রিয় মানুষ টার হাত শক্ত করে ধরে থাকে কোনো এক পাগল প্রেমিক হ্যাঁ
তাদের সবার মধ্যে একজন অরিজিৎ থাকে যে ভেঙে পরে না, যে বার বার ব্যর্থ হওয়ার
পরেও উঠে দাঁড়ায়।
পাড়া গাঁয়ের ছেলে ধুলো পড়া গিটার 🎸টা হাতে নিয়ে সুর তোলে মনে মনে। বার বার
যখন ব্যার্থ হওয়ার পরেও সড়ে আসে না লক্ষ্যে থেকে। বার বার হোঁচট
খাওয়ার পরেও যখন উঠে পরে স্বপ্ন কে ছুঁয়ে দেখার জন্য, বা হাজার ঝড়ের পরেও যখন
প্রিয় মানুষ টার হাত শক্ত করে ধরে থাকে কোনো এক পাগল প্রেমিক হ্যাঁ
তাদের সবার মধ্যে একজন অরিজিৎ থাকে যে ভেঙে পরে না, যে বার বার ব্যর্থ হওয়ার
পরেও উঠে দাঁড়ায়।
!… খুব ভালো থেকো ম্যাজিশিয়ান তোমার সুরের জাদুতে এভাবেই মাতিয়ে
রাখো… ❤🎧
রাখো… ❤🎧
শুভ জন্মদিন Arijit Singh…..