Jalsa Movie Review, Story : Vidya Balan, Shefali Shah জুটিতে দুর্দান্ত সাসপেন্স

Bongconnection Original Published
3 Min Read

 Jalsa Movie Review : Vidya Balan, Shefali Shah জুটিতে দুর্দান্ত
সাসপেন্স 

Jalsa Movie Review : Vidya Balan, Shefali Shah জুটিতে দুর্দান্ত সাসপেন্স
Loading...


Jalsa Movie Review

ওপেন থ্রিলার, অর্থাৎ আপনি আগে থেকেই জানেন অপরাধী কে!
দৃশ্য :– 1 একজন কিশোরী তার মা কে মিথ্যে বলে তার কিশোর বন্ধুটির সাথে একটা
নিষিদ্ধ জায়গায়  যায় রাতে, সেখানে বন্ধুটি মেয়েটির ফটো তোলে বিভিন্ন পোজে,
মেয়েটির ফলোয়ার বাড়ানোর চাহিদা পূরণের জন্য। এইবার মেয়েটির সাথে সে একটু
ঘনিষ্ঠতা করতে চাইলে মেয়েটি আটকায়, কারণ তার ভালো লাগে না। দু’জনের মধ্যে বচসা
শুরু হয়, ও কিশোরীটি রেগেমেগে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় রাস্তায়
অসাবধানতাবশত একটি চলন্ত গাড়ির সামনে পড়ে যায়। ব্যাস চরমতম দুর্ঘটনা টি ঘটে
যায়। মেয়েটির কিশোর বন্ধুটি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে।

Jalsa Movie Star Cast

Loading...
Vidya Balan, Shefali Shah, Manav Kaul, Vidhatri Bandi
& others.
IMDb Rating – 6.8/10

দৃশ্য :– 2 মায়া মেনন একটি বিখ্যাত নিউজ এজেন্সির রিপোর্টার। ব্যক্তিগত জীবনে
সে ডিভোর্সী, বাড়িতে তাঁর বৃদ্ধা শাশুড়িমা আর অটিস্টিক, স্পেশাল চাইল্ড একমাত্র
ছেলে আয়ুশ। মায়া-র তাঁর অফিসের বস এর সাথে বন্ধুত্বের থেকেও একটু বেশিই
ঘনিষ্ঠতা। সেদিন একটি বিখ্যাত ইন্টারভিউ শ্যুট করার পর মায়া হালকা ড্রিংক করে,
সৌজন্য বজায় রাখতে, তারপর………..বাকিটা জানতে হলে দেখতে হবে ফিল্মটি।

মায়া মেনন এর ভূমিকায় বিদ্যা বালান, মায়ার শাশুড়ি হয়েছেন রোহিনী হাত্মাঙ্গরি,
বাড়ির মেইড রুখসানার ভূমিকায় শেফালী শাহ, মায়ার এক্স হাজব্যান্ড আনন্দ, এর
ভূমিকায় মানব কল, মায়ার বস ইকবাল খান, ও মায়ার সহকারী জার্নালিস্ট রোহিনী-র
ভূমিকায় বিধাত্রী বান্দি। অভিনয় সব্বার তাকলাগানো। বিদ্যা বালান এর থেকে চোখ
সরবে না।, angst, ভয় পাওয়া, দুঃস্বপ্ন দেখা, রাগ, ক্ষোভ, অনুশোচনা সব দেখতে
পাবেন অভিব্যক্তিতে। বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ারফুল অভিনেত্রী। সেম কথা
প্রযোজ্য শেফালী শাহ এর ক্ষেত্রেও, ভালোবাসা, মায়া, রাগ, কষ্ট সওওব নিখুঁতভাবে
দ্রষ্টব্য। অনেকদিন পর বর্ষীয়সী রোহিনী হাত্মাঙ্গরি-কে অভিনয়ে দেখে খুব ভালো
লাগলো। এমনকি অটিস্টিক বাচ্চা আয়ুশের চরিত্রে শিশুশিল্পীটিও অনবদ্য। বিধাত্রী
বান্দি ছবির অনেকটা অংশ জুড়ে রয়েছেন।
থ্রিলার ভালোবাসলে একবার দেখেই ফেলুন। এখানে সিনেমা শেষ করে অপরাধীর ওপর রাগ
হবে না, সহানুভূতিতে মন ভরে যাবে। বলিউড এখন আর মাচো হিরোর উপর পুরোপুরি
নির্ভরশীল নয়। শুধুমাত্র মহিলা প্রটাগনিস্ট কে কেন্দ্র করেই একটা গোটা ফিল্ম
তৈরি করা যায়। আর হ্যাঁ, নায়িকারাও আজকাল শিফন শাড়ি পরে গাছ ধরে নাচাটা ধীরে
ধীরে কমাচ্ছে।😑which is very good thing. আমার ভালোই লাগলো।
Also read,

Share This Article