Rocket Boys Review, Rating – IMDb, Sony Liv
Rocket Boys Web Series Review
নাম: রকেট বয়েজ
কোথায় পাবেন: সোনি লিভ-এ
যবে থেকে ট্রেলার এসেছিল, তবে থেকেই একটা আলাদা কৌতূহল তৈরী হয়েছিল
সিরিজটিকে ঘিরে। সচরাচর তো কোনো বিজ্ঞানীকে নিয়ে ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা
উৎসাহী হন না, তার উপর আবার এখন ওয়েব সিরিজের যে চেনা ফর্মুলা অর্থাৎ
প্রেম-সেক্স-থ্রিলার-রহস্য-খুন সেই ছকের বাইরে কেউই খুব একটা বেরোতে চান না।
সেখানে দাঁড়িয়ে ডাক্তার হোমি জাহাঙ্গীর ভাবা ও বিক্রম সারাভাই, দেশের এই
দুই কৃতী সন্তানকে নিয়ে একটি আট পর্বের স্বয়ং সম্পূর্ণ সিরিজ বানিয়ে দেখানোর
চেষ্টাটাই যথেষ্ট সাহস ও সদিচ্ছার প্রকাশ। ধন্যবাদ নির্মাতা-প্রযোজক-পরিচালক
সবাইকে।
সিরিজটিকে ঘিরে। সচরাচর তো কোনো বিজ্ঞানীকে নিয়ে ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা
উৎসাহী হন না, তার উপর আবার এখন ওয়েব সিরিজের যে চেনা ফর্মুলা অর্থাৎ
প্রেম-সেক্স-থ্রিলার-রহস্য-খুন সেই ছকের বাইরে কেউই খুব একটা বেরোতে চান না।
সেখানে দাঁড়িয়ে ডাক্তার হোমি জাহাঙ্গীর ভাবা ও বিক্রম সারাভাই, দেশের এই
দুই কৃতী সন্তানকে নিয়ে একটি আট পর্বের স্বয়ং সম্পূর্ণ সিরিজ বানিয়ে দেখানোর
চেষ্টাটাই যথেষ্ট সাহস ও সদিচ্ছার প্রকাশ। ধন্যবাদ নির্মাতা-প্রযোজক-পরিচালক
সবাইকে।
Rocket Boys Web Series Cast
Jim Sarbh, Ishwak Singh,
Dibyendu Bhattacharya, KC Shankar, Namit Das, Regina Cassandra, Saba Azad, Rajit Kapoor
Dibyendu Bhattacharya, KC Shankar, Namit Das, Regina Cassandra, Saba Azad, Rajit Kapoor
IMDb Rating – 9/10
এবার আসি কেমন লাগল সেই বিষয়ে। এক কথায় অনবদ্য। ভারতীয় সিরিজ আজ পর্যন্ত যা
দেখেছি, তার মধ্যে এটিকে অন্যতম শ্রেষ্ঠ বলা যেতে পারে। মূল কারণ অবশ্যই এর
অসাধারণ মেকিং। গবেষণা থেকে চিত্রনাট্য, ক্যামেরা থেকে পরিচালনা, অভিনয় থেকে
পোস্ট প্রোডাকশন, আবহ থেকে কালার কারেকশন সবই প্রায় বিশ্বমানের। প্রত্যেকে
নিজের জায়গায় খুব ভালো কাজ করেছেন। প্রাক স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী ভারতকে
যেভাবে এখানে তুলে ধরা হয়েছে তা যথেষ্ট মুন্সিয়ানার দাবি রাখে, না শুধুমাত্র
ডিটেলিংয়ের জন্য বলছি না, তৎকালীন দেশের সমস্যা ও তা থেকে উত্তরণের চেষ্টা এ
সিরিজের উল্লেখযোগ্য সাফল্য। রাজনীতি থেকে বৈজ্ঞানিক সমাজের অবদান সবই সুন্দর
করে দেখিয়েছেন পরিচালক। অভিনয়ে সবাই তাঁদের সেরাটা দিয়েছেন তবে সবাইকে ছাপিয়ে
গেছেন জিম সর্ভ আর দিব্যেন্দু ভট্টাচার্য। দর্শক এরকম অভিনয় অনেকদিন মনে রাখবে।
প্রথম ও শেষ পর্ব এ সিরিজের সম্পদ।
দেখেছি, তার মধ্যে এটিকে অন্যতম শ্রেষ্ঠ বলা যেতে পারে। মূল কারণ অবশ্যই এর
অসাধারণ মেকিং। গবেষণা থেকে চিত্রনাট্য, ক্যামেরা থেকে পরিচালনা, অভিনয় থেকে
পোস্ট প্রোডাকশন, আবহ থেকে কালার কারেকশন সবই প্রায় বিশ্বমানের। প্রত্যেকে
নিজের জায়গায় খুব ভালো কাজ করেছেন। প্রাক স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী ভারতকে
যেভাবে এখানে তুলে ধরা হয়েছে তা যথেষ্ট মুন্সিয়ানার দাবি রাখে, না শুধুমাত্র
ডিটেলিংয়ের জন্য বলছি না, তৎকালীন দেশের সমস্যা ও তা থেকে উত্তরণের চেষ্টা এ
সিরিজের উল্লেখযোগ্য সাফল্য। রাজনীতি থেকে বৈজ্ঞানিক সমাজের অবদান সবই সুন্দর
করে দেখিয়েছেন পরিচালক। অভিনয়ে সবাই তাঁদের সেরাটা দিয়েছেন তবে সবাইকে ছাপিয়ে
গেছেন জিম সর্ভ আর দিব্যেন্দু ভট্টাচার্য। দর্শক এরকম অভিনয় অনেকদিন মনে রাখবে।
প্রথম ও শেষ পর্ব এ সিরিজের সম্পদ।
তবে তাই বলে কি সবই ভাল? না, একটি গুরুতর দোষে দুষ্ট এই ভাল কাজটিও। দুটি
কাল্পনিক চরিত্র সৃষ্টি করে তাদের দিয়ে যাবতীয় খারাপ কাজ করানো। মানছি এটা
তথ্যচিত্র নয়, চিত্রনাট্যের প্রয়োজনে সাসপেন্স বা ঘটনার মোড় হিসাবে কিছু
চ্যালেঞ্জ প্রয়োজনীয়। কিন্তু তাই বলে একটি প্রতিনায়ককে কি এক প্রথিতযশা বাঙালি
বিজ্ঞানীর আদলে গড়ে তোলা খুব প্রয়োজনীয় ছিল?নামেও উল্লেখযোগ্য সাদৃশ্য। মেহেদী
রাজা… মেঘনাদ সাহা! নাম ছেড়ে দিলাম, মেহেদীর যা যা কাজ বা কীর্তি দেখানো হয়েছে,
আশ্চর্যজনকভাবে তা মেঘনাদ সাহার কর্মকান্ডকে ইঙ্গিত করে। তাই প্রশ্ন হল তাঁর ও
ভাবার মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতা সর্বজনবিদিত তো ছেড়েই দিলাম, বরং কখনো শুনেছি
বলেও মনে পড়ছে না। হ্যাঁ, আদর্শগত মতভেদ থাকতেই পারে কিন্তু তার জন্য CIA তাঁকে
ব্যবহার করছে ভাবার বিরুদ্ধে এটা বেশ কষ্টকল্পনা। তাহলে এভাবে এই চরিত্রটিকে
কেন গড়ে তোলা হল, সে প্রশ্ন জাগে। এ ছাড়া যেটা মনে হল আটটি পর্ব বানাতে গিয়ে
কোথাও কি গতি একটু মন্থর হয়েছে? কিছু অনাবশ্যক দৃশ্য কি বাদ দেওয়া যেত
না?
কাল্পনিক চরিত্র সৃষ্টি করে তাদের দিয়ে যাবতীয় খারাপ কাজ করানো। মানছি এটা
তথ্যচিত্র নয়, চিত্রনাট্যের প্রয়োজনে সাসপেন্স বা ঘটনার মোড় হিসাবে কিছু
চ্যালেঞ্জ প্রয়োজনীয়। কিন্তু তাই বলে একটি প্রতিনায়ককে কি এক প্রথিতযশা বাঙালি
বিজ্ঞানীর আদলে গড়ে তোলা খুব প্রয়োজনীয় ছিল?নামেও উল্লেখযোগ্য সাদৃশ্য। মেহেদী
রাজা… মেঘনাদ সাহা! নাম ছেড়ে দিলাম, মেহেদীর যা যা কাজ বা কীর্তি দেখানো হয়েছে,
আশ্চর্যজনকভাবে তা মেঘনাদ সাহার কর্মকান্ডকে ইঙ্গিত করে। তাই প্রশ্ন হল তাঁর ও
ভাবার মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতা সর্বজনবিদিত তো ছেড়েই দিলাম, বরং কখনো শুনেছি
বলেও মনে পড়ছে না। হ্যাঁ, আদর্শগত মতভেদ থাকতেই পারে কিন্তু তার জন্য CIA তাঁকে
ব্যবহার করছে ভাবার বিরুদ্ধে এটা বেশ কষ্টকল্পনা। তাহলে এভাবে এই চরিত্রটিকে
কেন গড়ে তোলা হল, সে প্রশ্ন জাগে। এ ছাড়া যেটা মনে হল আটটি পর্ব বানাতে গিয়ে
কোথাও কি গতি একটু মন্থর হয়েছে? কিছু অনাবশ্যক দৃশ্য কি বাদ দেওয়া যেত
না?
যাই হোক, এ ছাড়া কাজটি সত্যিই ভাল এবং সবার দেখা উচিত।