Baba Baby O Movie Review – বাবা বেবি ও রিভিউ
Baba Baby O Movie Review
“ইমোশনের বোধহয় নির্দিষ্ট কোনও সম্পর্ক হয় না। সবেতেই বাৎসল্য থাকে।
প্রেমে,দাম্পত্যে,বন্ধুত্বে..”
প্রেমে,দাম্পত্যে,বন্ধুত্বে..”
এই গল্প বাবার। যার নাম মেঘরোদ্দুর চৌধুরী। ডাকসাইটে যিনি হালুম। নিজের নামে এক
প্রকার তিতিবিরক্ত সে। আর তার বাবা-মার বিরক্ত চল্লিশের এর গণ্ডি পার করেও তার
জীবন সঙ্গীর প্রতি অনীহা নিয়ে।
প্রকার তিতিবিরক্ত সে। আর তার বাবা-মার বিরক্ত চল্লিশের এর গণ্ডি পার করেও তার
জীবন সঙ্গীর প্রতি অনীহা নিয়ে।
Baba Baby O Movie Cast
Director – Aritra Mukherjee
এই সিনেমায় নায়কের বয়স মেকাপের জৌলুস দিয়ে ঢাকার চেষ্টা করা হয় না।
সিনেমার নায়ক অকপট স্বীকারোক্তি করতে পারে,” মেঘে মেঘে অনেক বেলা হলো!”
সিনেমার নায়ক অকপট স্বীকারোক্তি করতে পারে,” মেঘে মেঘে অনেক বেলা হলো!”
মেঘ যে প্রচন্ড ফাদারলি। তাই সে সিদ্ধান্ত নেয় সারোগেসির মাধ্যমে সন্তান ধারণ
করবে। বাবা আর বেবি এইতো বেশ চলছিল। কিন্তু কোথা দিয়ে একটা ও চলে এল!
করবে। বাবা আর বেবি এইতো বেশ চলছিল। কিন্তু কোথা দিয়ে একটা ও চলে এল!
সেই ও কে ঘিরে আবর্তিত হয় গল্প। সেই ও কে ঘিরেই মেঘ রাজপুত্তুর বুনতে থাকে
রূপকথা।
রূপকথা।
বাবা বেবি ও মুভি রিভিউ
এই সিনেমায় প্রেম নিয়ে প্রচন্ড মেলোড্রামা তৈরি করা হয়েছে। কিন্তু সেই
মেলোড্রামা একটুখানিও বিরক্তিকর নয়। বরঞ্চ প্রচন্ড মন ভালো করা।
মেলোড্রামা একটুখানিও বিরক্তিকর নয়। বরঞ্চ প্রচন্ড মন ভালো করা।
এই সিনেমা সম্পর্ক উদযাপনের। এই সিনেমা বিনিসুতো দিয়ে বোনা মুহূর্তদের কথা।
একসাথে জোকা থেকে যাদবপুর হাটা কিংবা একসাথে ভোরের হিম অনুভব করা। কিংবা কঠিন
মুহূর্ত গুলোতেও নীরবে পাশে থাকা। অথচ সম্পর্কের নাম না জেনে। আসলেই কি সব
সম্পর্কের নাম দেওয়া যায়?
একসাথে জোকা থেকে যাদবপুর হাটা কিংবা একসাথে ভোরের হিম অনুভব করা। কিংবা কঠিন
মুহূর্ত গুলোতেও নীরবে পাশে থাকা। অথচ সম্পর্কের নাম না জেনে। আসলেই কি সব
সম্পর্কের নাম দেওয়া যায়?
সিনেমার প্রশংসা করলেও সিনেমাতে কিছু খামতি আছে। সিনেমা আরেকটু সংক্ষিপ্ত করা
যেত। আর কিছু কিছু কমেডি যেন বড্ড মেকি লাগে। মনে হয় জোর করে কাতুকুতু দিয়ে
হাসাচ্ছে। আর অত সুন্দর একটা ক্লাইম্যাক্সে এসে মনে হয় যেন যেনতেন প্রকারে শেষ
করে দিয়েছে। আরেকটু ভালো ক্লাইম্যাক্স আশা করেছিলাম।
যেত। আর কিছু কিছু কমেডি যেন বড্ড মেকি লাগে। মনে হয় জোর করে কাতুকুতু দিয়ে
হাসাচ্ছে। আর অত সুন্দর একটা ক্লাইম্যাক্সে এসে মনে হয় যেন যেনতেন প্রকারে শেষ
করে দিয়েছে। আরেকটু ভালো ক্লাইম্যাক্স আশা করেছিলাম।
কিন্তু তাও এই ছবির শেষ যেন একরাশ মন ভালো করা হাসিদের দল। ভালোবাসি না বলেও কি
অদ্ভুত সুন্দর ভাবে ভালোবাসা যায়। ভালোবাসার স্বীকারোক্তির কলতানে যেন বসন্ত
কড়া নাড়া দেয়।
অদ্ভুত সুন্দর ভাবে ভালোবাসা যায়। ভালোবাসার স্বীকারোক্তির কলতানে যেন বসন্ত
কড়া নাড়া দেয়।
এই সিনেমা ছক ভেঙেছে। তবে হক ভাঙতে গিয়ে জ্ঞানের ভান্ডার নিয়ে বসেনি। আমরা
যতই প্রগতিশীল হই না কেন, ছক ভাঙ্গা মানুষদের দেখলে প্রগতিশীলতার আড়ালে থাকা
ভ্রু কুঁচকে আসেই। খুব সরলভাবেই এই বাস্তবতা দেখিয়েছে সিনেমা।
যতই প্রগতিশীল হই না কেন, ছক ভাঙ্গা মানুষদের দেখলে প্রগতিশীলতার আড়ালে থাকা
ভ্রু কুঁচকে আসেই। খুব সরলভাবেই এই বাস্তবতা দেখিয়েছে সিনেমা।
যীশুর অভিনয় অনবদ্য। যথাযথভাবে পরিচালক ব্যবহার করতে পেরেছেন যীশুকে। নবাগতা
হিসেবে সোলাঙ্কি যথেষ্ট সাবলীল। অনেকদূর যাবে মেয়েটি। আর যিশু সোলাঙ্কির
রসায়ন যেন অর্গানিক কেমিস্ট্রি। বাকিরাও ঠিকঠাক।
হিসেবে সোলাঙ্কি যথেষ্ট সাবলীল। অনেকদূর যাবে মেয়েটি। আর যিশু সোলাঙ্কির
রসায়ন যেন অর্গানিক কেমিস্ট্রি। বাকিরাও ঠিকঠাক।
যদি কেউ জিজ্ঞাসা করে এই ছবির ইউএসপি কি? আমি বলব দুটো গান। গান দুটো যখন
পর্দায় ভেসে ওঠে সবার মুখেই হাসিদের দল। আবহসংগীত যেন আরও বাঁধতে সাহায্য
করেছে মুহূর্তগুলোকে।
পর্দায় ভেসে ওঠে সবার মুখেই হাসিদের দল। আবহসংগীত যেন আরও বাঁধতে সাহায্য
করেছে মুহূর্তগুলোকে।
এই ছবি সেই তথাকথিত বস্তাপঁচা প্রেমেরই গল্প। সেই সাত সমুদ্র তেরো নদী পার করে
রাজপুত্র আর রাজকন্যার এক হওয়ার গল্প। তবুও দেখলে মন ভাল হয়ে যায়।
রাজপুত্র আর রাজকন্যার এক হওয়ার গল্প। তবুও দেখলে মন ভাল হয়ে যায়।
গোটা রিভিউ জুড়েই খালি বলে গেছি বাবা আর ওর গল্প। তাহলে বেবির গুরুত্ব এখানে
কোথায়? তা জানতে হলে যেতে হবে সিনেমা হলে। এটুকু বলতে পারি এখানে বেবি যেন
কেমিস্ট্রির অনুঘটক। বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে
অপরিবর্তিত থাকে
কোথায়? তা জানতে হলে যেতে হবে সিনেমা হলে। এটুকু বলতে পারি এখানে বেবি যেন
কেমিস্ট্রির অনুঘটক। বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে
অপরিবর্তিত থাকে
একরাশ গুমোট মেঘ ভেঙে কি শেষ পর্যন্ত বৃষ্টি আসবে এই শহরের বুকে?