The Whistleblower Season 1 Review, Rating, IMDb – Sony LIV New Series

Bongconnection Original Published
4 Min Read

 The Whistleblower Season 1 Review, Rating, IMDb – Sony LIV New
Series

The Whistleblower Season 1 Review, Rating, IMDb - Sony LIV New Series
Loading...

The Whistleblower Season 1 Review

Loading...
– Aniket Bera
সিরিজ : দ্যা হুইসলব্লোয়ার সিজন ১ (২০২১)
প্ল্যাটফর্ম: সোনি লিভ
ক্রিয়েটর: রিতেশ মোদী
পরিচালক: মনোজ পিল্লাই
IMDb: ৮.১/১০ (৪৭৭ ভোট)

সোনি লিভ OTT প্ল্যাটফর্ম হিসেবে আমাজন বা নেটফ্লিক্সের মত কুলীন বলে দর্শকমহলে
বিবেচিত না হলেও ভালো সিরিজের স্ট্রাইক রেট এর দিক থেকে বাকি প্ল্যাটফর্ম গুলির
থেকে অনেকটাই এগিয়ে থাকবে তা সচেতন দর্শকমাত্রই অবহিত। তবে আনলাকি বলুন আর যাই
বলুন, স্ক্যাম ১৯৯২ ছাড়া এদের কোনও সিরিজই আলোড়ন সৃষ্টি করতে পারে নি। কিন্তু
নিরবেই এরা কাজ করে যায় , খুব একটা প্রমোশনও করে না, আবার যেটা বানায়
তাড়াহুড়ো না করে যথেষ্ট সময় দিয়েই বানায়। তারই নতুনতম সংযোজন মোট ৯ টি
এপিসোড জুড়ে তৈরি দ্যা হুইসলব্লোয়ার সিজন ১, যার মোট রানটাইম হিসেব করলে
দাঁড়ায় সাড়ে পাঁচ ঘণ্টারও বেশি। 

Cast :
Ritwik Bhowmik
Ravi Kishan
Ankita Sharma
Ridhi Khakhar
Sachin Khedekar
Sonali Kulkarni

ভোপালের নকল ডাক্তার তৈরির সাথে জড়িত কুখ্যাত ব্যপম স্ক্যাম এর নাম হয়তো
অনেকেই শুনেছেন, যায় তদন্ত একনও চলছে এবং ঘটনাপ্রবাহে সবথেকে বেশি মানুষ প্রাণ
হারিয়েছেন, যাদের দুর্ঘটনা বলে স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে। এই সত্য ঘটনাকে
আপাতভাবে কেন্দ্র করেই এই সিরিজ নির্মিত। কেন্দ্রীয় চরিত্র ডাক্তারি ছাত্র
সংকেত ভাদোরিয়া যথেষ্ট বড়লোক বাড়ির ছেলে হলেও জীবনে সবসময় কিছু ‘কিক’ এর
চাহিদা অনুভব করে। বিবেক বলে কোনও বস্তু তার মধ্যে কাজ করে না। উপরন্তু নিজের
বান্ধবীর বোনের সাথেও গোপনে সম্পর্ক রাখতে থাকে । তার বান্ধবী ভালোমানুষ ও
বুদ্ধিমতী ডাক্তারী সহপাঠী হলেও বোনটি ঠিক উল্টো। তাকেই ডাক্তার বানানোর চক্করে
সংকেত ঢুকে পড়ে কুখ্যাত সেই স্ক্যামের গভীরে, যেখানে ঢোকার পথ তো আছে, কিন্তু
বেরোনোর পথ নেই। দাদ্দা ( রবি কিষণ) চালিত সেই চক্র একাধিক অসৎ উপায়ে টাকার
বিনিময়ে অপদার্থ ছাত্রছাত্রীদের ডাক্তার বানায়। এবং তার পরিণাম অনেকবার
দেখানো হয়েছে সিরিজেই। চিন্তার বিষয় হচ্ছে যখনই কেউ এর ব্যাপারে কিছু জানার
চেষ্টা করছে, বিভিন্নভাবে তাকে ‘সরিয়ে দেওয়া’ হচ্ছে । এই সিরিজে বিভিন্নভাবে
এই স্ক্যাম এবং সাথে সাথে সংকেতের জীবনে এর প্রভাব দেখানো হয়েছে। সব থেকে ভালো
লেগেছে বিভিন্ন পর্বে বিভিন্ন মানুষের পয়েন্ট ওফ ভিউ থেকে ঘটনাগুলো দেখানো
হয়েছে। 

The Whistleblower Web Series Review

The Whistleblower Season 1 Review, Rating, IMDb - Sony LIV New Series
আমাজন প্রাইমের বিখ্যাত সিরিজ বন্দিশ ব্যান্ডিট খ্যাত ঋত্বিক ভৌমিক সংকেত
চরিত্রে যথাযথ, সাথে সাথে ছায়াসঙ্গিনী বান্ধবীর চরিত্রে অঙ্কিতা শর্মার
পরিশীলিত অভিনয় বেশ ভালো লেগেছে। সংকেতের বাবা ডক্টর অশ্বিনের চরিত্রে
জনপ্রিয় অভিনেতা শচীন খেদেকর খুবই ভালো করেছেন, তবে চরিত্রটি আরও ভালো করে
লেখা যেত বলে মনে হয়েছে। স্পটলাইট পুরোপুরি কেড়ে নিয়েছেন নেগেটিভ দাদ্দা
চরিত্রে রবি কিষণ। তাকে ছাড়া এই চরিত্রকে রূপ দিতে হয়ত অন্য কেউ পারতই না।
কখনও মিষ্টি কথা, কখনও বা প্রফেশনাল ভঙ্গিতে গম্ভীর অভিনয়, আবার কখনও হালকা
হিউমার যুক্ত আলগা ছেড়ে দেওয়া অভিনয় — এক কথায় অসাধারণ ।
তবে কাহিনী প্রথম থেকেই খুব টানটান উত্তেজনাপূর্ণ ভঙ্গিতে শুরু হলেও ষষ্ঠ
এপিসোড পেরোতে না পেরোতেই কোথাও যেন সুর একটু কেটে যায় বলে মনে হয়। শেষের
দিকের কিছু দৃশ্যেও মনে হয়েছে রাইটিংয়ে হয়তো আরও ভালো করা যেত। বিশেষ করে
যখন সংকেতের পরীক্ষায় বসার ঘটনাটি তার প্রিয়জনেরা জানতে পারেন, তখন
চরিত্রগুলির অনুভূতি অনেকটাই আনরিয়েলিস্টিক লাগে।  যদিও অভিনয় ও
মেকিংয়ের গুনে পুরোটা বসে বসে দেখতে কখনোই বিরক্তিকর মনে হয় না।
 ভোপাল ও লোনাভলায় শুটিং হওয়ার ফলে আউটডোর দৃশ্যগুলো বেশ উপভোগ্য লাগে।
ডায়লগ ও ব্যকগ্রাউন্ড স্কোর বেশ ভালো। সিরিজের দ্বিতীয় ভাগ অবশ্যই আসবে।
Also read,

Share This Article