Money Heist Season 5 Part 2 Review, Story, Episodes, Ending – Netflix Money Heist

Bongconnection Original Published
4 Min Read


Money Heist Season 5 Part 2 Review, Story, Episodes, Ending – Netflix Money
Heist

Money Heist Season 5 Part 2 Review, Story, Episodes, Ending - Netflix Money Heist
Loading...

Money Heist Season 5 Part 2 Review

যদি প্রশ্ন থাকে পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি ??
 নির্দ্বিধায় সেটা হবে খারাপের মাঝে ভালো আর ভালোর মাঝে খারাপের সন্ধান
করে সেই আবৃত্তে নিজেকে প্রশ্নবাণে জর্জরিত করা। আসলে আমরা একটা জীবনেই বহু
জীবন জুড়ে অবস্থান করি।

সম্মত্বন্ত্র – একনায়ক তন্ত্র – পুঁজিবাদ বর্তমান বিশ্বের যাবতীয় নীতি
নির্ধারক এই তিনটি জিনিসের ওপরই আবর্ত , আমরা কি প্রকৃতই সুখী কিংবা এই
দন্ডায়মান আবর্তে খুশি? হয়তো না কিংবা হয়তো সেই সাহস টাই নেই।

প্রাচীন কাল থেকেই পাশ্চাত্যে প্রতিবাদের ভাষা হিসেবে বিভিন্ন অভ্যুত্থানের
নিদর্শন আমরা পেয়েছি কিন্তু বর্তমান সময়ে কোনো দুই শক্তিধর দেশ নিজেদের ঘৃণ্য
খেলায় বাকি বেশকিছু দেশের নীতিনির্ধারক হলেও আমরা নির্বিকার বা লড়াই টা শুধু
”মুখবইয়ের” আঙিনায় সীমাবদ্ধ ; ঠিক তখনই প্রতিবাদের ভাষা হয়ে জন্মায় একজন ”
টোকিও” একজন ” নাইরোবি” , ” বার্লিন” কিংবা একজন ”
প্রফেসর“।


মানি হাইস্ট সিজন ৫ রিভিউ 

Money Heist Season 5 Part 2 Review, Story, Episodes, Ending - Netflix Money Heist
Moneyheist  এক কথায় অকল্পনীয়, অভূতপূর্ব , অনবদ্য.. প্রত্যেক সিজেনের প্রত্যেক পর্ব জুড়ে এমন বেধে রাখবে আপনাদের যে শেষ না করে অন্য কিছুতেই মন
বসানো দায় হয়ে যাবে। প্রত্যেক পর্বের পরতে পরতে এমন টানটান চিত্রনাট্য আর
গল্প বলার এমন একটা দিক যারা আমার মত ওয়েব কিংবা সিনেমা পাগলের মত ভালোবাসে
তাদের দেখা উচিৎ ; আর অবশ্যই দেখার পর তারা নিশ্চিত ভাবে এটাই বলবে যে এই
স্পেনীয় সিরিজ টা না দেখলে তাদের জীবন টা বৃথাই থেকে যেত।এমন একটা গল্প যার
প্রতি পর্বের শেষে পরের পর্বে কি হবে এটা জানার জন্য আপনার বিলিরুবিন কয়েকগুণ
বাড়িয়ে দেবে ; এমন একটা জগৎ ( সিরিজ)যেটার শেষ হোক আপনি চাইবেন না কখনোই।
অভিনয়, screen play, story telling , execution প্রত্যেক জায়গাতেই এমন
পরিপূর্ণ ওয়েব হয়তো একটাই হয়। যার বিকল্প সেই সিরিজ টা নিজেই।  অবশ্যই খুব মিস করবো “টোকিও”
আর ‘প্রফেসরকে’ । ভাবতেই অবাক লাগছে আর কোনদিন প্রফেসরের ইতিহাসের শ্ৰেষ্ঠ চুরি
দেখা হবে না । আর অপেক্ষায় থাকবো না ‘পরের সিজনের’ । ভাবলেই আবেগ প্রবন হয়ে
পড়ছি । কারণ, Money Heist শুধু কোন সিরিজ নয়, এ যেন ইমোশন । প্রতিটি চরিত্রকে
যখন দেখবেন মনে হবে কত আপন । 
Money Heist Season 5 Part 2 Total Episodes – 5
IMDb Rating – 8.5/10
Money Heist Season 5 Part 2 Review, Story, Episodes, Ending - Netflix Money Heist

money heist season 5 part 2 ending explained

“হায় ,
তবু যেতে দিতে হয় , তবু চলে যায় ।
চলিতেছে এমনি অনাদি কাল হতে ।”….. 
আপনি হয়ত বলবেন- “অবাস্তব একটা সিরিজ!”
আপনি হয়ত বলবেন- “ধুর ধুর! অমুক ক্যারেক্টরকে মেরে দেওয়ার পর দেখা বন্ধ করে
দিয়েছি!”
কিন্তু যারা শেষ অব্দি দেখলাম, তারা এই মুহুর্তে হয়ত কিছু বলার ভাষাই খুঁজে
পাচ্ছেন না…

Netflix
এমনই একটা সিরিজ প্রযোজনা করে ফেলল, এবার থেকে দর্শকদের প্রত্যাশার
পারদ সত্যিই আকাশ ছোঁয়া হয়ে যাবে, হয়ত অলীকও হয়ে যেতে পারে।
From 2nd May 2017 to Forever….
“বেলা চাও”….
Also read, 
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.