Boli Web Series Review & Rating Hoichoi – বলি ওয়েব সিরিজ রিভিউ –
Chanchal Chowdhury
Boli Web Series Review
চঞ্চল চৌধুরী, সালাউদ্দিন লাভলু, সোহেল মন্ডল ,
জিয়াউল হক পলাশ, সোহানা সাবা, সাফা কবির, ইরেশ জাকের৷
ছেঁড়াদিয়া দ্বীপ, ক্রাইম ও ইলিগ্যাল কার্যক্রম এই দ্বীপের জন্মের সঙ্গী। ক্রাইম
লর্ডদের বলা হয়ে থাকে কোম্পানি, এমনি দুই সোরাব কোম্পানি এবং মজিদ
কোম্পানির শাসন চলে ছেঁড়াদিয়াতে। তবে মজিদ কোম্পানি প্রায় শেষের পথে, মোটামুটি
ছেঁড়াদিয়ার একছত্র অধিপতি সোহরাব কোম্পানি। পতিতালয় থেকে সব ধরনের
কার্যক্রম চলে সোহরাব কোম্পানির ইচ্ছাতে। ছেঁড়াদিয়াতে ঢেউয়ের সাথে ভেসে আসে
রুস্তম, অসুস্থ রুস্তমের আশ্রয় হয় ছেঁড়াদিয়ার পতিতালয়ে। আশ্রয়স্থলে রুস্তম
বাধিয়ে নেয় উটকো ঝামেলা নিজামের সাথে। নিজাম ছেঁড়াদিয়া অধিপতি সোহরাব কোম্পানির
ভাতিজা। উক্ত উটকো ঝামেলা ছেঁড়াদিয়ার এক নতুন ইতিহাসের সূচনা ঘটায়।
বলি ওয়েব সিরিজ রিভিউ Hoichoi
এমনি একটা বিচ্ছিন্ন দ্বীপকে উপজীব্য করে তৈরি পুরো ক্রাইম থ্রিলার
ঘরনার এই সিরিজ। গল্পের প্লট নিয়ে প্রথমেই লিখেছি আমি। এবার একটু গল্পের ভিতরের
কিছু লেখা যাক অর্থাৎ গল্পের কিছু শক্তিশালী বা ভালোলাগার দিক এবং কিছু
দুর্বল বা খারাপ লাগার দিক। বলে রাখার ভালো যদি আপনি সিরিজটি এখনো
না দেখে থাকেন তবে এই লেখাটি না পড়ার জন্য অনুরোধ করছি আমি গল্পের অনেকটা
বলে দেওয়া হবে লেখার প্রয়োজনে।
হয়নি। তবে এই কিছুটা সাধারণ গল্পটাকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা
করেছে পরিচালক সাহেব। পরিচালকের চেষ্টা অনেকাংশে সফল হয়েছে বলা যেতেই পারে।
পরিচালক শঙ্খ দাসগুপ্তকে এর জন্য অবশ্যই বাহবা দিতে হবে। কিন্তু সুন্দর
উপস্থাপন করা এই গল্পের চিত্রনাট্য কিছুটা, কিছুটা নয় অনেকটা দুর্বল মনে
হয়েছে। ওয়েট কেন দুর্বল বলছি তা ব্যাখ্যা করছি। ব্যাখ্যা করার আগে আমি আবারো
বলছি সিরিজটি দেখে না থাকলে লেখাটি পড়বেন না। এবার আপনাদেরকে একটু ব্যাখ্যা করা
যাক কেন আমি দুর্বল চিত্রনাট্য বললাম। প্রত্যেক ক্রাইম থ্রিলার ঘরনার সিনেমা বা
সিরিজ গুলোতে ক্লাইম্যাক্স মোমেন্টে এমন একটা ব্যাপার থাকে যা পুরো দর্শকে
চমকিত করে দেয় এবং যার রেশ অনেকটা সময় পর্যন্ত মনে থেকে যায় কিংবা দর্শকে ভাবতে
বাধ্য করে কেন এমনটা হলো? কি কারণে এমনটা হলো? যদিও আমি একেবারেই বলছি না যে এই
সিরিজটাতে এমন চমকিয়ে যাওয়ার মতো কোনো ব্যাপার নেই, আছে তবে সেটা আমার
কাছে যঠেষ্ট মনে হয়নি দুর্বল চিত্রনাট্যের জন্য। বলির ক্লাইম্যাক্স মোমেন্টে
একটা বাবা, মেয়ে এবং ছেলের সম্পর্ক রাখা হয়েছে এই সম্পর্কটার প্যাচ খুব সহজে
খুলে নেওয়া যায় এবং এই সম্পর্কের আঁচ আপনি সাত পর্বের সিরিজের চতুর্থ পর্ব
থেকেই পেয়ে যাবেন। ফলপ্রসূ যেটা আমি প্রথমে বললাম একটা শকিং ব্যাপার সেটা কোনো
ভাবেই আপনি চতুর্থ পর্ব থেকে আঁচ পাওয়ার জন্য এই সিরিজে পাবেন না। যেমন সম্ভবত
পঞ্চম পর্বের দিকে চঞ্চল চৌধুরী হুজুর ” ইরেশ জাকের ” সাহেবের কলার ধরে বলে ❝
মেয়েটাকে তুমি পালতে পার, কিন্তু ওর বাপ আমি।❞ এই ব্যাপাটাকে আরো একটু
ধোঁয়াশাতে রেখে এগোনো যেত, এভাবে রিভিল করাটা আমার একদম পছন্দ হয়নি। সোহেল
মন্ডল যখন তার নিজের বাড়িতে ফিরে যায় এবং এক পর্যায়ে তার বাবা ব্যাপার নিয়ে কথা
হয়, ওই জিনিসটার ফলে আপনি অনেকটা আঁচ করতে পারবেন যে মোটামুটি
অর্থে সেটা চঞ্চল চৌধুরী হতে চলেছে। এছাড়া আরো কিছু প্লট হোল ছিল এবং মজিদ
কোম্পানিকে আরো একটা দেখানো যেত। এ বিষয়ে আর লিখতে চাচ্ছি না। তবে
গল্পটাকে ভালো করে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।
Boli Hoichoi Review
নিয়ে খুব বেশি কিছু বলার নেয়। কারণ খুব সুন্দর সিনেমাটোগ্রাফি হয়েছে।
পুরো সিরিজ জুড়ে খুব সুন্দর সুন্দর শর্ট দেখেছি এবং ফ্রেমও ভালো ছিলো তবে
হ্যান্ডি জায়গা গুলোতে একটা দুটো জায়াগাতে ক্যামেরা জাম্প করেছিলো এদিকে একটু
নজর দেওয়া উচিত ছিলো। উক্ত দুই একটা জায়গা খুব দৃষ্টিকটু লেগেছে। একটা জায়গায়
চঞ্চল চৌধুরীর মাথা অর্ধেক কেটে গিয়েছিলো। সেটা এমন একটা ইন্টারন্যাশনাল
কাজে কেন হলো বুঝতে পারিনি আমি। হয়তো বলি টিম কোনো একটা ম্যাসেজ দিতে চেয়েছিলো
বা তাদের একটা ভুলও হতে পারে। যদিও এমন বড় ধরনের ভুল কাম্য নয় এমন ধরনের কাজে।
আবার কিছু জায়গাতে হেড রুম খুজে পায়নি আমি। এগুলো একটু লক্ষ্য রাখা উচিত ছিলো।
এছাড়া দারুণ।
Boli Web Series Cast
এদের নিয়ে তো কিছু বলার নেই। অনেক ভালো লেগেছে পলাশকে দেখে, আহা! সাফা
কবির, সাবা সবাই নিজেদের জায়গা থেকে বেস্ট অভিনয় করেছে। যদিও মনে হয়েছিল
সালাউদ্দিন লাভলুকে আরো একটু দেখতে পেতাম অর্থাৎ তার কোম্পানির কিছু উত্থান
পতন ভালো লাগত তবে। হতে পারে সেকেন্ড সিজনে দেখতে পাওয়া
যাবে।
শিরোনামহীনের থেকে তার প্রতি ভালোবাসা। এতদিন ধরে ভাবতাম তাকে এভাবে কাজে
কেন লাগায় না অবশেষে এমন কিছু শুনতে পেলাম যদিও গানটা ” আবার হাসি মুখ ”
টাইপের লেগেছে হয়তো আমার এমনটা মনে হয়েছে। বিজিএম নিয়ে কোনো কথা হবে না।
বাংলাদেশি কন্টেন্টে এত সুন্দর বিজিএম এবং এত ভালোভাবে প্রয়োগ করার জন্য
ধন্যবাদ।
❝ বলি ❞।