Red Notice Full Movie Review – Netflix – Gal Gadot, Dwayne Johnson (রেড নোটিস)

Bongconnection Original Published
4 Min Read


 Red Notice Full Movie Review – Netflix – Gal Gadot, Dwayne Johnson (রেড
নোটিস)

Red Notice Full Movie Review - Netflix - Gal Gadot, Dwayne Johnson (রেড নোটিস)
Loading...

Red Notice Review

Loading...

– Soumyadeep Bera
দেখে ফেললাম রেস ৪! না সরি, প্লেয়ার্স ২! ঠিক কি বলবো বুঝতে পারছিনা! কেনো এই
মুভিটা কে উপরোক্ত দুই মহান সিনেমার ক্যাটাগরি তে রাখা যায়, আসুন কিছু
স্পয়লার সহকারে বোঝানোর চেষ্টা করি!

আমরা দেখতে পাই এফবিআই এজেন্ট জন হার্টলে (রক) ইন্টারপোল অফিসার উর্বশীর দাস
(রিতু আর্য) সঙ্গে মিলে ইতালির মিউজিয়াম থেকে ক্লিওপেট্রার একটা ডিম (উফফ্ উনি
ডিম পারেননি, অ্যান্টনি সোনার ডিম গিফ্ট করেছিলেন। মোট ৩ টে ডিম, সেই ডিম চুরি
নিয়েই সিনেমা) চুরি আটকাচ্ছে। চোর হলো নোলান বুথ (Ryan Reynolds). এই
চুরি আটকানোর টিপস্ Hartley পেয়েছে বিশপ (Gal Gadot) এর থেকে।
যাইহোক, কিছু গোলমাল এর পর ওই ইন্টারপোল অফিসার বুঝতে পারেন Hartley র কাছে
কোনো পরিচয় পত্র নেই সেভাবে! ভাই, আমাদের লোকাল থানার পুলিশও এতটা গাধা হয়না!

Red Notice Movie Review Netflix

যাইহোক, রক আর রেনল্ডস দুজনকেই পাঠানো হয়, ইন্টারপোল কন্ট্রোলড রাশিয়ার এক
ভীষণ সেকিওর জেলে। কিন্তু দেখা যায়, সেখানে Gal Gadot এর হেব্বি প্রভাব! কেনো?
কীভাবে? জানা নেই! আচ্ছা সে তো না হয় হলো, Gal Gadot এনাদের সঙ্গে যোগাযোগ
করার প্ল্যান করেন। আচ্ছা উনি জানলেন কি করে যে এই জেলেই পাঠানো হবে? অন্য
কোথাও পাঠানো হলে কি হতো? নাকি পৃথিবীর সব জেলখানার পুলিশ এর সাথেই ওনার
মামাবাড়ি মার্কা খাতির?
Red Notice Full Movie Review - Netflix - Gal Gadot, Dwayne Johnson (রেড নোটিস)
আচ্ছা, রক মহাশয়ের কি শুধু নাম রক? নাকি সত্যিই উনি পাথরের তৈরী? একটা
মোষ/বাইসন টাইপ জন্তু, সজোড়ে এসে শিং দিয়ে ওনাকে গুঁতো মারল, ওনার কিচ্ছুটি
হলোনা! মোষ এর কি কোনো সম্মান নেই?
এই পৃথিবীর বড় বড় ইন্টেলিজেন্স এজেন্সি গুলোর সিকিউরিটি সিস্টেম কতটা ফালতু
হয়?
Gal Gadot
একজন অ্যানালিস্ট এর ঘরে ঢুকলেন, তার কম্পিউটার দিয়ে মেসেজ পাঠালেন।
অ্যানালিস্ট লোকটা ইমার্জেন্সী ফুট অ্যালার্ম বাজালেন। মাত্র একজন লোক এলো,
Gadot তাকে ল্যাঙ মারলেন, সে ছোট খেয়ে অজ্ঞান হয়ে গেলো। Gadot দরজা দিয়ে
হেঁটে বেরিয়ে গেলেন, কেউ তাকে আটকালো না! বিশ্বাস করুন, Aryan Khan এর
পার্সোনাল সিকিউরিটি এখন এর থেকে বেশী কার্যকর।

Red Notice Age Rating

6.5/10

সিনেমার শেষের দিকে একটা টুইস্ট আছে। কি অসাধারণ টুইস্ট! ফুল রেস ৩ ভাইবস!
গোটা মুভি জুড়ে একজন মহিলা ইন্টারপোল অফিসার এনাদের ধরবার চেষ্টা করেন,
প্রতিবার সামনে থেকে ব্যর্থ হন। লোকবল এবং অস্ত্রবলে চোরদের থেকে অনেক বেশি
এগিয়ে থাকা সত্বেও। এনার কর্মদক্ষতা কেবলমাত্র আমাদের ধুম সিরিজ এর অভিষেক
বচ্চন এর সঙ্গে তুলনীয়।

Red Notice Cast

Gal Gadot
Dwayne Johnson
Ryan Reynolds
Ritu Arya
Melissa Kennemore
Tom Choi
Max Calder
এই গোটা সিনেমায় রক ঠিক তেমনই অভিনয় করেছেন যা তিনি তার প্রতিটি সিনেমায় করে
থাকেন। Ryenolds প্রতি মুভিতে যেমন ভাবে জোকস্ বলেন সেরম বলে গেলেন। Gadot ও
ওনার F&F এর চরিত্রে ফিরে গেছেন। ওতে তাও সেই অবিস্মরণীয় ফিঙ্গারপ্রিন্ট
নেওয়ার দৃশ্য ছিল, এখানে তাও নেই! কাহিনী, উপস্থাপনা, অ্যাকশন, চরিত্র, অভিনয়
– এই সিনেমায় নতুনত্ব বলে কিছু এক্সিস্ট করেনা।  চিপস্ এর প্যাকেট ছিঁড়ে
চিপস্ খাবার সময় ওই প্লাস্টিকের প্যাকেটের সঙ্গে যতটা ইমোশনাল কানেকশন থাকে,
এই সিনেমা ও তার চরিত্রদের সাথেও ততটাই ছিল।
সিকোয়েল আসছে বুঝলেন! পৃথিবীর মোস্ট ভিসিটেড মিউজিয়াম, ফ্রান্সের
Musee The Louvre (Mona Lisa এখানেই আছে!) এনাদের পরবর্তী গন্তব্য।
আপনারা যাওয়ার আগে একবার ভালো করে ভেবে দেখবেন যাওয়া উচিত কিনা!
Also read,

Share This Article