Mandaar Web Series Review (মন্দার রিভিউ) – Hoichoi, Anirban, Sohini
Mandaar Web Series Review & Rating
সম্প্রতি
Hoichoi
তে রিলিজ হয়েছে ভিন্নধর্মী গল্পের এক নতুন ওয়েব সিরিজ Mandar (মন্দার) । রইলো
এই সিরিজের রিভিউ ।
Hoichoi
তে রিলিজ হয়েছে ভিন্নধর্মী গল্পের এক নতুন ওয়েব সিরিজ Mandar (মন্দার) । রইলো
এই সিরিজের রিভিউ ।
শেকসপিয়রের ম্যাকবেথ (Macbeth) নাটকের সাথে আমরা কমবেশি সবাই পরিচিত।
অনেকেই নাটকটি আমরা পড়েছি এবং কেউ কেউ এর থিয়েট্রিক্যাল পারফরম্যান্স দেখেছি।
আমি যেমন নাটকটি পড়াকালীন ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখেছিলাম। ইংলিশ অনার্স ও
মাস্টার্সের সময় ম্যাকবেথ নানান ভাবে পড়তে হতো তাই পরিচিত একটু হলেও বেশি
ছিলো। ম্যাকবেথের ট্র্যাজেডির কথা আমরা সবাই জানি। সেখান থেকেই মন্দারের
সূচনা। যেকোনো কিছু পাওয়ার লোভ যে একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার
আভাস আমরা এই নাটকেই দেখেছি।
অনেকেই নাটকটি আমরা পড়েছি এবং কেউ কেউ এর থিয়েট্রিক্যাল পারফরম্যান্স দেখেছি।
আমি যেমন নাটকটি পড়াকালীন ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখেছিলাম। ইংলিশ অনার্স ও
মাস্টার্সের সময় ম্যাকবেথ নানান ভাবে পড়তে হতো তাই পরিচিত একটু হলেও বেশি
ছিলো। ম্যাকবেথের ট্র্যাজেডির কথা আমরা সবাই জানি। সেখান থেকেই মন্দারের
সূচনা। যেকোনো কিছু পাওয়ার লোভ যে একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার
আভাস আমরা এই নাটকেই দেখেছি।
Mandaar Review
ম্যাকবেথের নানান চরিত্রাবলীদের আমরা সবাই চিনি। ঠিক সেভাবেই মন্দারের যাত্রা
শুরু। গেইলপুরের বাসিন্দা সে। তার সংসার, স্ত্রী, বন্ধুবান্ধব, শত্রু সবাই আছে,
আর তার মনের মধ্যে ঘাপটি মেরে বসে আছে লোভ। যার টের প্রতি পদে পদে সে টের
পেয়েছে। তার অন্তিম পরিণতির কথা অনেকেই জানেন, মন্দারেও দেখবেন একটু নতুন করে।
এবারে আমি কথা বলবো আমার ভালো লাগা কিছু বিষয় নিয়ে।
শুরু। গেইলপুরের বাসিন্দা সে। তার সংসার, স্ত্রী, বন্ধুবান্ধব, শত্রু সবাই আছে,
আর তার মনের মধ্যে ঘাপটি মেরে বসে আছে লোভ। যার টের প্রতি পদে পদে সে টের
পেয়েছে। তার অন্তিম পরিণতির কথা অনেকেই জানেন, মন্দারেও দেখবেন একটু নতুন করে।
এবারে আমি কথা বলবো আমার ভালো লাগা কিছু বিষয় নিয়ে।
১) অভিনয় (Acting) – অনির্বাণ ভট্টাচার্য্য একটি
ইন্টারভিউতে বলেছিলেন, এখানে থিয়েটারের অনেক কলাকুশলীদের দেখা যাবে। এবং
এটা লেখার সময় ওদের মুখটাই ওনার মাথায় এসেছিল তাই তাদের আগমন। মন্দার
দেখাকালীন মনে হচ্ছিল কাকে ছেড়ে কাকে দেখবো? সবার স্ক্রিন প্রেজেন্স চোখে
পড়ার মতো। আমি বিশেষ কাউকে উল্লেখ করবো না কারণ সবার অভিনয় আমার ভালো লেগেছে।
সবাই যথাযথ।
ইন্টারভিউতে বলেছিলেন, এখানে থিয়েটারের অনেক কলাকুশলীদের দেখা যাবে। এবং
এটা লেখার সময় ওদের মুখটাই ওনার মাথায় এসেছিল তাই তাদের আগমন। মন্দার
দেখাকালীন মনে হচ্ছিল কাকে ছেড়ে কাকে দেখবো? সবার স্ক্রিন প্রেজেন্স চোখে
পড়ার মতো। আমি বিশেষ কাউকে উল্লেখ করবো না কারণ সবার অভিনয় আমার ভালো লেগেছে।
সবাই যথাযথ।
Mandaar Web Series Cast
Debashish Mondal
Sankar Debnath
Director –
Anirban Bhattacharya
Anirban Bhattacharya
২) মন্দারের Settings, location পুরো দেখার মতো। চরিত্রের যখনই কিছু ডার্ক
শেডের কথা আমরা জানতে পারছি, আর ঠিক তখনই কালার গ্রেডিং দেখে অবাক হয়েছি।
কালো, নীল, হলুদ, লাল রঙের অন্তর্নিহিত অর্থ সত্যি অবাক করে। এই সিরিজের
কালারিস্ট -কে সাধুবাদ জানাই।
শেডের কথা আমরা জানতে পারছি, আর ঠিক তখনই কালার গ্রেডিং দেখে অবাক হয়েছি।
কালো, নীল, হলুদ, লাল রঙের অন্তর্নিহিত অর্থ সত্যি অবাক করে। এই সিরিজের
কালারিস্ট -কে সাধুবাদ জানাই।
মন্দার ওয়েব সিরিজ রিভিউ
৩) Cinematography আর ক্যামেরার কারসাজি তাক লাগিয়ে দেওয়ার মতো। এডিটিং ভীষণ ভালো। কোথাও
একটুও বাড়তি মনে হয়নি। ঠিক যেটুকু দেখানোর দরকার ছিল, তাই দেখানো হয়েছে।
এক একটা শটে মুগ্ধ হয়েছি।ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা না বললে সিরিজ নিয়ে
আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। বিশেষ করে Three Witches
এর থিম্যাটিক সিন যখন দেখানো হচ্ছিল।
একটুও বাড়তি মনে হয়নি। ঠিক যেটুকু দেখানোর দরকার ছিল, তাই দেখানো হয়েছে।
এক একটা শটে মুগ্ধ হয়েছি।ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা না বললে সিরিজ নিয়ে
আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। বিশেষ করে Three Witches
এর থিম্যাটিক সিন যখন দেখানো হচ্ছিল।
৪) সিরিজের নামকরণ তাক লাগিয়ে দেওয়ার মতো। প্রতিটি এপিসোডের
নামকরণ যে কতোটা মানানসই, তা দেখলেই বুঝতে পারবেন। Symbolism এর
ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছে। নানান ভাবে বিড়াল, মাছ এবং নানান প্রাণীদের
মাধ্যমে রূপকের ছাপ ভীষণ ভাবে স্পষ্ট করে বোঝানো হয়েছে। আর নাটকের কিছু লাইনের
ব্যবহার বেশ প্রশংসনীয়।
নামকরণ যে কতোটা মানানসই, তা দেখলেই বুঝতে পারবেন। Symbolism এর
ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছে। নানান ভাবে বিড়াল, মাছ এবং নানান প্রাণীদের
মাধ্যমে রূপকের ছাপ ভীষণ ভাবে স্পষ্ট করে বোঝানো হয়েছে। আর নাটকের কিছু লাইনের
ব্যবহার বেশ প্রশংসনীয়।
সিরিজটির দৈর্ঘ্য একদম বেশি নয়। ৫ টি এপিসোড এবং রানটাইম প্রায় ৪০ থেকে ৫০
মিনিট। ভালো বাংলা সিরিজ হিসেবে আরও নাম করুক মন্দার এটাই চাই। পরিচালক মহাশয়
এবং মন্দারের পুরো টিমকেই আমার অনেক অভিনন্দন জানাই। সবাই অবশ্যই দেখুন।
মিনিট। ভালো বাংলা সিরিজ হিসেবে আরও নাম করুক মন্দার এটাই চাই। পরিচালক মহাশয়
এবং মন্দারের পুরো টিমকেই আমার অনেক অভিনন্দন জানাই। সবাই অবশ্যই দেখুন।
আরো পড়ুন,