Sohorer Upokotha Movie Review – শহরের উপকথা

Bongconnection Original Published
6 Min Read


Sohorer Upokotha Movie Review – শহরের উপকথা

 

Sohorer%2BUpokotha%2BMovie%2BReview 3841
Loading...

Sohorer Upokotha Review

Loading...
মাঝে মাঝে স্বপ্ন দেখি, আমি আমাকে যেমন চিনি জানি তার বাইরে গিয়ে এমন কিছু কাজ
করছি যেটা আমি বাস্তবে করবো ভাবতেও পারিনা ।  তবে সত্যি সত্যিই বাস্তবে
তেমন কোন পরিস্থিতির সম্মুখীনও হলে কি আমার ভেতর থেকে এমন কোন আমি বেরিয়ে আসতে
পারে যাকে আমি নিজেই চিনি না ! 
ঋত্বিক (জয় সেনগুপ্ত) এই ভয়টাই পেয়েছিল ।  এমন ভয় খুব সাংঘাতিক কারণ এর
আভাস আমরা আগে থেকে পাই না, হঠাৎ করেই একদিন আমদের সামনে খুলে যায়
ওয়ান্ডারল্যান্ড ! যেখানে বিবেক পেরিয়ে ঢুকতে হবে, কেউ কিচ্ছুটি টের পাবে না ।
তখন ভেতর থেকে বেরিয়ে আসতে দানবিক আমি যাকে আমি বা আমার বন্ধু বান্ধব কেউ চেনে
না । ঋত্বিকের এই ভয় আমাদের যে কারো জীবনে যে কোন মুহূর্তে নেমে আসতে পারে

শহরের উপকথা মুভি রিভিউ 

ঋত্বিক কাঙ্গাল, ভালবাসার জন্য । সে যাদের ভালবাসে তাদের আগলে রাখার জন্য
নিজেকে উজার করে দেয় । এভাবেই যে প্রতিনিয়ত ঠকেছে, কাছের মানু্ষদের থেকে,
জীবনের থেকে !  এবার প্রশ্ন হল আমরা যদি জীবনে ব্যর্থ হই, সব দিক
থেকে,  আমাদের যদি জীবনে কোন লক্ষ্য না থাকে, আমরা যদি দেশ ও দশের জন্য না
ভাবি তবে আমাদের এই জীবনের কি কোন মূল্য থাকে ?  যদি না থাকে তবে আমাদের
এই জীবন নিয়ে কি করা যায়? জীবন শেষ করে দেওয়া যায়  ?  সিনেমার
ট্রেইলারে আমরা দেখতে পারি যখন মৃগাঙ্ক( অনিন্দ্য ব্যানার্জি) ঋত্বিককে (জয়
সেনগুপ্ত) কে প্রশ্ন করে –

” তুমি কেন আত্মহত্যা করলে ঋত্বিক ?”
উত্তরে ঋত্বিক বলে –
“তুমি কেন আত্মহত্যা করলে না মৃগাঙ্ক ! “

এরপর ওদের মধ্যে যা কথোপকথন হয় বাংলা সিনেমায় এমন ইন্টেন্স,থ্রিলিং কথপোকথন
সম্প্রতি খুব কমই দেখেছি ! যেমন সংলাপ, তেমন ক্যামেরা মুভমেন্ট, তেমন আবহ
সংগীত, তেমন লাইটিং, কালার গ্রেডিং !  আর অভিনয় ,  আহা ! 
অনিন্দ্য ব্যানার্জি দারুণ তবে জয় সেনগুপ্ত আবারো (“বিলু রাক্ষস” এর পর )
দেখালেন একটা সিনেমাকে তিনি একাই টেনে নিয়ে যেতে পারেন । এনাকে আশাকরি
“ক্রিমিনালি আন্ডাররেটেড” বলা যায় । এমন মাপের অভিনেতা অথচ বাংলা সিনেমায় তেমন
দেখাই যায় না !  

Sohorer Upokotha Movie Cast & Crew

এই সিনেমায় অন্যতম প্রশংশনীয় ব্যপার হচ্ছে  চিত্রনাট্য ! এই চিত্রনাট্য
লিখেছেন বাংলাদেশের জাতীয় পুরষ্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার আশরাফ 
শিশির ! গল্পের ন্যারেটিভ, কনফ্লিক্ট তৈরী করা, চরিত্রের ডিটেইলিং, তাদের
জীবন্ত করে তোলা, তাদের সাথে দর্শকদের একাত্ম করে দেওয়া, সহজ কথা নয় ! 
প্রথম পরিচালনা হিসেবে বেশ প্রশংসনীয় কাজ করেছেন বাপ্পা ।  প্রত্যেকটা
কথোপকথন শুনে মন্ব হচ্ছিল যেন থিয়েটারে নয় ঘরে বসে তাদের শুনছি দেখছি,
অতিনাটকীয়তা নেই  ! 


তবে বাদল সরকারের চরিত্রে শুভাশিস ব্যানার্জির সংলাপ অনেকাংশে একটা নাটকীয়
অনুভূতি সঞ্চার করছিল হয়ত তিনি নাট্যকারের চরিত্রেই অভিনয় করেছেন বলে ! 
তবে শুভাশিস ব্যানার্জির সংলাপও বেশ ভাবিয়েছে । একটা জায়গায় তিনি দর্শকদের
উদ্দেশ্য করে বেশ কিছু কথা বলেছেন, যেটা শুনে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে বসেছিলাম
!  
খুব বেশি স্ক্রিন প্রেজেন্স না থাকলেও শুভাশিস  মুখার্জি নজর কেড়েছেন
।  হার্বার্ট, মহালয়া, শহরের উপকথার মত আরো এমন সিনেমায় ওনাকে দেখার জন্য
মুখিয়ে থাকব । রাহুল ব্যানার্জি বেশ ইম্প্রেস করেছেন, যেমন “পিউপা” তে করেছিলেন
! বাসবদত্তা চ্যাটার্জির অভিনয় ভীষণ সহজাত, যেন উনি অভিনয়ই করছেন না । “আসা
যাওয়ার মাঝে” সিনেমা দেখেই বুঝেছিলাম বাংলা ইন্ডাস্ট্রি আগামীতে ভাল কিছু পেতে
চলেছে ।  লামা হালদার ও দুর্দান্ত, কল্পনাই করা যায় না এই লোকটাই
“বিসর্জন” এ ছিল ! বিদিপ্তা চক্রবর্তী আমার ভীষণ পছন্দের অভিনেত্রী, উনি যতটুকু
সময়ে স্ক্রিনে থাকেন চোখ সরানো যায় না !  “নগরকীর্তন” এ কাঁদিয়েছিলেন,
“শহরের উপকথা” য় মন ভিজিয়ে দিলেন ।  
আরেকটা ব্যাপারে না বললেই নয়, সেটা হল লাইটিং ও কালার গ্রেডিং !  ঋত্বিক
চক্রবর্তীর (জয় সেনগুপ্ত) ঘরের আলো আধারী, তার চরিত্রের শেডকে দারুণ ভাবে
কম্পলিমেন্ট করেছে ।  অনির্বান মাইতির এডিটিং ভীষণ স্মুথ,  সিনেমার
পেসিং এক মুহূর্তের জন্যও শ্লথ হয়নি !  
শেষের গানের কথাগুলোও বেশ অর্থবহ ! একদম শেষের টুইস্টটা বেশ ভাল লেগেছে । 
সমালোচনার দিক দিয়ে যদি বলতে হয় তবে একটা কথা বলতে চাই, শেষের দিকে কখন বোঝাই
গেল রাহুল ব্যানার্জি কার সাথে কথা বলত , তারপরে আবার একটা দৃশ্যে সেটা স্পুন
ফিড না করালে আরো ভাল লাগত । দর্শকরা আশাকরি এতটুকু বুঝতে পারতেন ।  
সব মিলিয়ে বলব, “শহরের উপকথা” একটা অভিজ্ঞতা যেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা
নিজেদের সম্পর্কে এবং আমাদের পরিপার্শ্বিকের সম্পর্কে ভাবতে বাধ্য করবে, আমাদের
হয়ত নিজেদের এবং পরস্পরের প্রতি আরো যত্নশীল হতে শেখাবে । তাই সকলকে অনুরোধ
সিনেমাটা দেখুন, ভাবুন, কারণ এমন সিনেমা দুদিন পর পর আসেনা !
কোথায় দেখবেন ? শো লিস্ট দিলাম পোস্টে । 
আরো পড়ুন,

Share This Article