Kota Factory Season 2 Honest Review – Jitu Bhaiya, Netflix, TVF
Kota Factory Season Honest Review
দেখেই ফেললাম। কিন্তু একটু হতাশ হলাম।
সিরিজ। কিন্তু সেই তুলনাতে Season 2 অনেকটা পিছিয়ে।
Kota Factory 2 Review
ব্যাবহার সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতো। কিছু দৃশ্য অসম্ভব ভালো লেগেছে। যেমন
মাহেশ্বরী ক্লাসে (Maheshwari classes) একসাথে সবার পরের পৃষ্ঠাতে
যাওয়ার মাধ্যমে এবং বৈভবকে খাতা না দেখানোর মধ্য দিয়ে একটা ফ্যাক্টরির রোবট
হিসেবে সবাইকে প্রতীকায়িত করার বিষয়টির জন্য পরিচালককে সাধুবাদ জানাতে হয়।
যেন কোটা ফ্যাক্টরির সবাই একটা একটা যন্ত্রাংশ এবং বৈভব কোনোভাবেই সেই
মেশিনের অংশ হয়ে উঠতে সক্ষম হচ্ছে না। তদুপরি কোটা এবং তার চারপাশের
উপস্থাপনা, কোটার শিক্ষার পরিবেশ কোটাতে দিন যাপন কেমন হতে পারে, ওখানকার একটা
একটা বড়ো বড়ো শিক্ষা প্রতিষ্ঠান গুলো চলছে, শুধু ছাত্রছাত্রী না, বড়ো বড়ো
শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যেও র্যাঙ্ক নিয়ে যে যুদ্ধ চলে তার দুর্দান্ত
প্রকাশ দেখে চমক লেগে গেছে রীতিমত। যে বা যারা জীবনে জয়েন্টের প্রস্তুতি
(JEE) নিয়েছে বা অন্তত বন্ধুবান্ধবদের নিতে দেখেছে, বলাই বাহুল্য তারা
এই ওয়েব সিরিজটির সাথে ভীষণভাবে রিলেট করতে পারবে।
বাতলে দেওয়াটার উপর যেন বেশিই জোর দেওয়া হয়েছে। তাই ব্যাপারটা একটু নাটকীয়
লেগেছে।
কোটা ফ্যাক্টরি ২ রিভিউ
দেখানো যেতো। প্রথম সিজনে যেমন ভাবে দেখানো হয়েছিল। আর কিছু না হোক, প্রথম
সিজনে যেমন দেখেছিলাম, পড়াশোনাকে মাধ্যম করে গড়ে ওঠা একটা মিষ্টি প্রেম
কাহিনীর প্রত্যাশাতে ছিলাম। একজনের পয়সা নেই বলে অন্যজন বিল মিটিয়ে দেওয়ার
মধ্যে যে সেটা শেষ করে দেবে ভাবতে পারিনি।
ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স কোচিং প্রতিষ্ঠান সেখানে তাঁর কর্ণধার, একজন
ইন্সটিটিউট থেকে পালানোর চেষ্টা করছে তাঁরও খোঁছ রাখছেন সেই ব্যাপারটা মানতে
পারলাম না।
সবশেষে এটাই বলব, কোটার স্টুডেন্টদের অবস্থা আর সেখানকার পরিবেশ যেভাবে দেখানো
হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে সিরিজটি অসাধারণ। তবে বেশি রিয়েলিস্টিক করতে
যাওয়ার কারণে, দেখার সময় বারবার মনে হচ্ছিল যেন একটা ডকুমেন্টারিতে জোর করে
গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই প্রথম সিজন শেষ করার পর যে ভালো লাগার
ব্যাপারটা বেশ কিছুদিন কাজ করেছিল, দ্বিতীয় সিজন দেখার পর সেটা আর লাগছে
না।