Barunbabur Bondhu Movie Review, Cast, Rating – Anik Dutta’s Film
Barunbabur Bondhu Review
মূল চরিত্রে যখন সৌমিত্র বাবু (Soumitra Chatterjee) তখন সিনেমাটি যে
ভালো কিছুই হবে, সে বিষয়ে সন্দেহ থাকার কথা নয়।
বরুনবাবু সহজ ,সরল, খুব শিক্ষিত,কোনোদিন কারো কাছে হাত পেতে সাহায্য না
নিয়ে চলা গোছের মানুষ। একই বাড়িতে স্ত্রী ও ছোটো ছেলের পরিবারের সাথে থাকেন।
তার বড়ো ছেলে ও একমাত্র মেয়ে নিজেদের পরিবারের সাথে আলাদা আলাদা থাকে।
মোটামুটি পরিবারের সকলের কাছেই বরুনবাবু এখন বোঝা হয়ে গেছেন, এমনকি নিজের ছেলে
মেয়েরা রাও আর তার জন্মদিন ঠিকমতো পালন করতে চায় না। তার সবকিছুর একমাত্র
সাথী বলতে গেলে তার ছেলেবেলার এক বন্ধু ।
Barunbabur Bondhu Cast & Crew
- Soumitra Chatterjee
- Arpita Chatterjee
- Sreelekha Mitra
- Debolina Dutta
- Ritwick Chakraborty
- Bidipta Chakraborty
- Kaushik Sen
- Paran Bandhopadhyay
- Barun Chanda
- Madhabi Mukherjee
- Director – Anik Dutta
বরুণবাবুর বন্ধু মুভি রিভিউ
কিছুদিন পর বরুনবাবু জানতে পারেন যে, তার ছোটোবেলার এক বন্ধু তাকে চিঠি
লিখে পাঠিয়েছেন, যে তিনি খুব তাড়াতাড়ি একদিন বরুনবাবুর সাথে দেখা করতে তার
বাড়িতে আসবেন। ব্যাস, এই খবর জানতে পারার পর ই বাড়িতে তার খাতির যত্ন দ্বিগুণ
হয়ে যায়। পরিবারের সকলেই প্রায় তার কাছে এসে নিজেদের স্বার্থে বিভিন্ন
বিষয়ের ব্যাপারে তার সেই বন্ধু কে বলার জন্য অনুরোধ করা শুরু করে। যে নাতি
বড়ো হওয়ার পর থেকে একবারও তার সাথে কথা বলেনি, সেও তার দরকারের এক বিষয়ে
বলার জন্য অনুরোধ করে।
IMDb Rating – 7.7/10
আদেয় বরুনবাবুর বাড়ি এসেছিল?
Bengali Movie,
Web Series,
Hoichoi