এ যেন সত্যি এক রূপকথার ই গল্প। গত কয়েকদিন আগেও যাকে পাড়ার লোকজন ছাড়া তেমন কেউ চিনতো না , রূপকথার গল্পের মতো রাতারাতি তার জীবনটা যেন বদলে গিয়েছে। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় তার গান ভাইরাল হয়ে যাওয়ার পর ইতিমধ্যেই ডাক পেয়েছেন বলিউড থেকে। একসাথে ডুয়েট গান গেয়েছেন হিমেশ রেস্মিয়ার সাথে। তার গাওয়া গান ” তেরি মেরি কাহানি ” ফেসবুক থেকে টুইটার সব জায়গাতেই প্রশংসা কুড়োচ্ছে। গানের ছোট্ট এক ক্লিপিংস হিমেশ রেশমিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করার পর লক্ষ্য লক্ষ্য মানুষ সেটা দেখছেন। বাংলা সিনেমাতেও গানের কন্ট্রাক্ট করে ফেলেছেন এই কয়েকদিনের মধ্যেই ।
ঠিক এর মাঝেই শোনা যাচ্ছে বলিউডের ভাইজান সলমান খানের শো ” বিগ বসের ” আগামী সিজনে দেখা যেতে পারে রানাঘাটের রানু মন্ডলকে।
সম্প্রতি ইন্ডিয়া টুডে কে দেওয়া এক সাক্ষাৎকারে হিমেশ রেশমিয়া জানিয়েছেন , রানু মন্ডলের এই মায়াবী সুরেলা গলা শোনার পর সালমান খান রানুকে তার শোয়ে ডাকার ব্যাপারে ইচ্ছে প্রকাশ করেছেন।
সলমান খানের এই ” বিগ বস ” শোতে মূলত সেলিব্রিটিদেরই ডাকা হয়। সেখানে রানু মন্ডলকেও হয়তো আগামী সিজনে দেখা যেতে পারে।
স্বপ্ন দেখার কোন বয়েস হয়না , সাফল্যের কোন সংজ্ঞা হয়না। প্রতিভা এমন এক জিনিস যা হাজার প্রতিকূলতাকে অতিক্রম করেও সকলের সামনে উদ্ভাসিত হতে পারে। রানু মন্ডল তার জ্বলন্ত উদাহরণ। জীবনে কখনো গান শেখেননি , শুধুমাত্র রেডিও আর টেপ রেকর্ডারে গান শুনে মনে মনে গুন্ গুন্ করতেন। এভাবেই নিজের ভেতরের গায়কী স্বত্বাকে বাঁচিয়ে রেখেছিলেন। আজ সারা দেশ বিদেশের মানুষ তার গুণমুগ্ধ শ্রোতা।
জীবনে কখনো কখনো এমন কিছু ব্যাপার ঘটে যার হয়তো ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়না। এই জন্যই বোধহয় জীবনকে এত আনপ্রেডিকট্যাবল বলা হয়।
রূপকথার গল্প বাস্তবেও হয় , পঞ্চাশ উর্ধ রানু মন্ডল যেন রূপ কথাকেও ছাপিয়ে গেছেন। বেঁচে থাকুক এমন প্রতিভা আমাদের মাঝে , তার বাকি জীবনের মুহূর্তরা হোক বর্ণময় , আমাদের সকলের শুভেচ্ছা রইলো। ..
শেয়ার করতে ভুলবেন না বেঁচে থাকার এমন রূপকথার গল্প ..