Kakoli Furniture Viral News – Kakali Furniture Viral – কাকলি ফার্নিচার কেন ভাইরাল ?

Bongconnection Original Published
2 Min Read

Kakoli Furniture Viral News – Kakali Furniture Viral – কাকলি ফার্নিচার কেন ভাইরাল ?

Kakoli Furniture Viral News - Kakali Furniture Viral - কাকলি ফার্নিচার কেন ভাইরাল ?
Loading...

কি এই কাকলি ফার্নিচার ? কেনই বা এতো ভাইরাল ?

Loading...
সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম যেখানে কখন কি ভাইরাল হয়ে যাবে, তা কিন্তু একদম ধরতে পারবেন না । এই যেমন গত বছর লকডাউনের শুরুতেই কলকাতার এক ভদ্রলোকের চা খাওয়াকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া । তারপর কিছুদিন আগেই ‘বিনোদ’ যেন ঝড় তুলেছিল YouTube থেকে Facebook সর্বত্রই । 
ঠিক একই ভাবে বর্তমানে ফেসবুকের টাইমলাইন খুললেই চোখে পড়ছে একটি লেখা ‘দামে কম’ মানে ভালো‘।
হ্যাঁ ঠিক ধরেছেন কাকলি ফার্নিচারের কথা বলছি ।
আর এই লেখা দেখে দেখে অনেকেই ভাবছেন এ আবার কি ?
বিভিন্ন ফেসবুক পেজ রীতিমতো মিম বানাতে শুরু করেছে ইতিমধ্যেই । কিন্তু আসলে কেন বা কি থেকে এই ‘কাকলি ফার্নিচার’ এত ভাইরাল সেই ব্যাপারে সঠিক ভাবে কেউ বলতে পারছেন না ।

Kakali Furniture News

আসলে বাংলাদেশের এক আসবাবের দোকানের অভিনব  এক বিজ্ঞাপন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । 
কাকলি ফার্নিচার নামের ওই আসবাবের দোকানের ফেসবুক পেজ থেকে বিজ্ঞাপনটি ছাড়া হয় । সেখানে দুটি ফুটফুটে শিশুকে দেখা যাচ্ছে । তারা কখনো দোকানের সোফায় লাফালাফি করছে, কখনো আবার আরাম কেদাড়ায় দোল খাচ্ছে । 

কাকলি ফার্নিচার নিয়ে Trending Meme

কাকলি ফার্নিচার ভাইরাল দামে কম, মানে ভালো - Kakali Furniture Ad video Explain

দামে কম, মানে ভালো ভাইরাল নিউজ 

কাকলি ফার্নিচার ভাইরাল দামে কম, মানে ভালো - Kakali Furniture Ad video Explain

তবে ভাইরাল হওয়ার কারণ বোধহয় সেটা নয় । আসলে ভিডিওর শুরু থেকেই বাজছে একটি ভয়েস ওভার । সেখানে বলতে শোনা যাচ্ছে,’দামে কম, মানে ভালো, কাকলি ফার্নিচার’। সম্ভবত দুটি শিশুই একসঙ্গে সেটি বলছে ।
আর তার জেরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও ।
দুই শিশুর এই অভিনব কায়দায় ভয়েস ওভারের ধরনেই বেজায় মজা পেয়েছেন নেটিজেনরা । 

ভিডিও রিলিজের পর থেকে এখনো অব্দি প্রায় 10 লক্ষের ও বেশি মানুষ ভিউ করেছেন ভিডিওটিতে । সেই সাথে 23 হাজার বার শেয়ার হয়েছে ভিডিওটি । 
সামান্য এক আসবাবের দোকানের ভিডিও যে এভাবে ভাইরাল হতে পারে, তা বোধহয় নামকরা Youtuber রাও কল্পনা করতে পারেন না । 
ভাইরাল সেই বিজ্ঞাপন 

আরো পড়ুন, 

Share This Article