Bappi Lahiri Death News Live Updates : প্রয়াত হলেন বাপ্পি লাহিড়ি

Bongconnection Original Published
3 Min Read

 Bappi Lahiri Death News Live Updates : প্রয়াত হলেন বাপ্পি লাহিড়ি

Bappi Lahiri Death News Live Updates : প্রয়াত হলেন বাপ্পি লাহিড়ি
Loading...


Bappi Lahiri Death

Loading...
ভারতীয় সংগীত জগতের আরো এক নক্ষত্রের পতন হলো । চলে গেলেন প্রবাদ প্রতিম গায়ক ও
সুরকার বাপ্পি লাহিড়ী । মঙ্গলবার মাঝরাতে মুম্বাইয়ের (Mumbai) একটি
বেসরকারী হাসপাতালে মৃত্যু হয় তার । বাংলা তথা ভারতীয় সংগীতের অন্যতম শ্রেষ্ঠ
সুরকার বাপ্পি লাহিড়ির মৃত্যুকালে বয়স হয়েছিলো 69 বছর । 
গত প্রায় 1 মাস যাবৎ তিনি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন ।
সোমবার একটু সুস্থ বোধ করায় বাড়ি ফেরেন তিনি । কিন্তু মঙ্গলবার আবার তাকে
হাসপাতাল এ নিয়ে যাওয়া হয় । তবে এবার আর বাড়ি ফেরা হলোনা ‘ডিস্কো ডান্সার’ গায়কের
। 
গত বছর এপ্রিল মাসে করোনা সংক্রন হয় তার।  সেই সময়েও মুম্বাইয়ের এক
হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ।


Bappi Lahiri Songs :

Bollywood তথা হিন্দি ছায়াছবির জগতে 1970 – 80 র দশকে অন্যতম জনপ্রিয় গায়ক
ছিলেন বাপ্পি লাহিড়ি । 
(Mithun Chakraborty) মিঠুন চক্রবর্তীর ব্লকবাস্টার ছবি ‘Disco Dancer‘ এর টাইটেল ট্রাক থেকে বাংলায় ‘অমর সঙ্গী‘ কিংবা বালিতে তোমার নাম লিখে
দেবো’ র মতো অমর গান গেয়ে দর্শকের মনে জায়গা করেছিলেন তিনি । এছাড়া
আশা ভালোবাসা, অমর প্রেম, চলতে চলতে, আমার তুমি, তুমি আমার নয়ন গো
র মতো কয়েকশো গান তিনি উপহার দিয়েছেন । 
মহাগায়ক কিশোর কুমারের (Kishore Kumar)
এর সঙ্গে তার ছিলো এক আলাদাই সম্পর্ক । জন্মসূত্রে তার নাম ছিলো অলকেশ কিন্তু
পরবর্তীতে বাপ্পি নামেই জনপ্রিয় হন তিনি ।
1952 সালের 27 নভেম্বর উত্তরবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তিনি । সবসময়
প্রচুর সোনার গয়না পড়তে ভালোবাসতেন তিনি ।
একসময় বিজেপির (BJP)  টিকিট পেয়ে ভোটেও লড়াই করেছেন । যদিও মানুষের
ভোটে জেতার আনন্দ থেকে বঞ্চিত হতে হয়েছে তাকে ।
Bappi Lahiri Death News Live Updates : প্রয়াত হলেন বাপ্পি লাহিড়ি
সাম্প্রতিক সময়ে তাকে বিভিন্ন রিয়েলিটি শো (Reality Show) তে দেখা যেত ।
Baagi -3 নামক হিন্দি ছবিতে তাকে শেষবার গান গাইতে শোনা যায় 2020 তে ।
2011 তে দীর্ঘদিন বাদে ডার্টি পিকচার নামের এক ছবিতে Ooh La La গান গেয়ে
তিনি প্রমান করেছেন বয়স কখনো প্রতিভাকে আটকে রাখতে পারে না ।

Bappi Lahiri Death Reason

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া । কিং বদন্তী এই
শিল্পী Obstructive Sleep Apnea নামক এক ব্যাধিতে আক্রান্ত হয়ে শেষ
নিঃশ্বাস ত্যাগ করেন । 
কিন্তু কি এই বাঁধি ? Obstructive Sleep apnea হলো ঘুম সম্পর্কিত এক
ব্যাধি। এই রোগে আক্রান্ত হলে ঘুমের ঘোরেই রোগীর আচমকা দম বন্ধ হয়ে আসে । 
Also read,
Tags –
Bappi LahiriObstructive Sleep Apnea, Bappi Lahiri Death

Share This Article