অতএব আলবিদা – Bangla Kobita – বং কানেকশন – Valobashar Kobita
অতএব
পুষছ যাকে আদর করে, দিচ্ছো স্মৃতি নাম যার
বাস্তবে তা তোমার ভুলের প্রতিকৃতির নামচা…
ঝরতে থাকে শুকনো পাতা, শুকিয়ে যাবে ক্ষত
লক্ষ আঘাত লুকিয়ে নেবো শান্ত শীতের মতো…
মৃত্যুসমান শীতের বেশে আসবে যখন ভেসে,
ঠিক তখনই আমায় পাবে রোদের ছদ্মবেশে…
বাইরে হাসির মোড়ক দেওয়া ভেতর-ভেতর শান্ত না!
সর্বহারা, দেউলিয়াদের জীবনটুকুই সান্ত্বনা…
তোমার আকাশ বৃষ্টি নামায়, আমার আকাশ তারা।
দুই আকাশেই জ্যোৎস্না খোঁজে – আবহমান যারা…
বৃষ্টিভেজা দিনগুলোতে কান্নাটুকু আগলে,
মানুষ এখন প্রমাদ গোনে মানুষ ভালো লাগলে!
দুই প্রদেশে ভাগ হয়ে যায় আমার-তোমার দেশটা…
শুরু সবার ভালই থাকে; ভাঙতে থাকে শেষটা।
দৃষ্টিভঙ্গি ভিন্ন বলেই আমরা সবাই লাশ না।
ভালবাসি বলেই তোমার আজ্ঞাবহ দাস না…
আলবিদা
আলবিদাতেও আমন্ত্রণ! সময় থাকে সাক্ষী;
আমি হলুদ হিমু হলেও তুমি ময়ুরাক্ষী…
চোখ যতটা নরম তোমার, মন ততটাই শক্ত।
যতই সবাই গোলাপ বলুক; লালের প্রতীক রক্ত…
নির্বিকারে তোমার বিদায় এইটুকুনিই শেখায় –
ভাগ্য চলে বৃত্তে; জীবন সমান্তরাল রেখায়…
ছাড়ার পরে ভালো থাকা – শুনতে ভালো , সস্তা না।
তোমার হৃদয় শীতল হলে আমার নামও দস্তানা…
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ..
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ..