কবিতা সমগ্র | কানাই ভৌমিক | Kobita Somogro

Bongconnection Original Published
3 Min Read



কবিতা সমগ্র | কানাই ভৌমিক |  Kobita Somogro

কবিতা সমগ্র | কানাই ভৌমিক |  Kobita Somogro
Loading...

              লেখায় – কানাই ভৌমিক 
               তরুণ কবি , গদ্যকার 





     তুমি থেকো হৃদয় ছুঁয়ে 


চোখের পাতায় স্বপ্ন ভাসে, স্বপ্ন ভাসে পুব আকাশে,

 ইচ্ছে গুলো দুলছে ভেলায়, 
সকাল বেলার হওয়ার দোলায়।


 আবেগ গুলো জ্বলছে মনে,

 মনের এক গোপন কোণে,
 হারিয়ে যাবার ভয়ে কাতর, দুঃখ গুলো শক্ত পাথর।


 স্মৃতি গুলো মলিন হলে,

 দূরে কোথাও যেতাম চলে, দেখবোনা আর পেছন ফিরে, থাকবো নিজের আপন নীড়ে।


 আসে যদি ঝড়ো হাওয়া,

 মিথ্যে হবে আসা যাওয়া, শান্ত হয়ে থাকবো শুয়ে,
 তুমি থেকো হৃদয় ছুঁয়ে।





         মুখোশধারী 


অবহেলায় হেলিতো আমার বর্তমান, 

পঙ্গু হয়ে আছে ভবিষৎ,
 আষ্টেপৃষ্টে জড়িয়ে গেছি আমি, 
খুঁজে বেড়াই মুক্ত হওয়ার পথ।


 অজুহাতের হাতছানি কোথায়,

 আছে মৃত্যুর লালসা,
 নিত্যদিনের ব্যর্থতা আর রংমশাল ধরে,
 চলে বেদনার জলসা।


 পালানোর বৃথা চেষ্টা করেছি

 অনেক অন্ধগলি দিয়ে,
 এভাবে কি বেঁচেথাকা যায় অবহেলা,
 আর সমালোচনা নিয়ে ?


 ভালোবাসার ভান করে কিছু মিথ্যে মুখোশধারী মানুষ,




 তারা ভরসার চাদরে মুড়ে 
ওড়ায় রঙবেরঙের ফানুস


 উদ্দাম যৌনতায় মেতেছে সমাজ, মানবিকতা ভুলে,

 অস্পৃশ্য হবে তুমি, যদি কেউ তোমার
 স্বতীত্বের প্রশ্ন তোলে।


 চিৎকার করে বলো আমি বেশ্যা নই

 তবে ওরা পর্নস্টার
 ওহে বুদ্ধিজীবী র দল, রাতের অন্ধকারে তোমরা সেই দৃশ্যই দেখো বারবার


 দিনের আলোয় কলঙ্কিত করো যারে

 সে তো তোমারই মা অথবা বোন
 তোমরা দেখতে মানুষের মত কিন্তু আসলে হায়নার মত মন।


 পারছিনা আর এসব অসামাজিক নিয়ম সইতে,

 বড্ড দুবিধা না পারি বইতে না পারি কইতে।


 উঠবে হয়ত আবার সূর্য আশার আলো নিয়ে

 ঘুচবে জড়তা, ভাঙবে শিকল,ভরবে  ভালোবাসা দিয়ে।




         স্বপ্ন 



মন খারাপের কথা গুলো মনের কোনেই থাক,
 হারিয়ে যাওয়া দুঃখ গুলো আবার ফিরে ডাক
 কষ্ট তোকে ভালোবাসি নয়ন ভরা জলে
 আমি আর ফিরছি না, সুখ- মুচকি হেসে বলে
 মোচড় দেওয়া ব্যাথা গুলো 
  বুকের ভেতর জমে
 আলতো করে হতাশা শরীর বেয়ে নামে
 কান্না যখন বোবার মত বালিশ ভেজায় রাতে
 সুখ তখন জড়ো হয়ে আনন্দেতে মাতে
 চোখের পাতায় ঘুম আসেনা একলা সে রাত জাগে।
 দিন তখন মাস নয় বছর সমান লাগে।
 ছোট্টো ঘরে কুঁড়ে কুঁড়ে মরার মত বাঁচি। সুখ তো নয় সুখের মত দুঃখ পেলেও নাচি।
 আমার ভাবনা গুলো এলোমেলো শিশির ভেজা ঘাসে
 আর স্বপ্নগুলো জড়িয়ে আছে আমারই আশেপাশে।

Share This Article