রাজাভাতখাওয়া | প্রেমানন্দ রায় | Choto Kobita North Bengal

Bongconnection Original Published
1 Min Read



রাজাভাতখাওয়া | প্রেমানন্দ রায় | Choto Kobita North Bengal

রাজাভাতখাওয়া | প্রেমানন্দ রায় | উত্তরবঙ্গের বিশেষ কবিতা
Loading...

                           
IMG 20190720 134428
কলমে – প্রেমানন্দ রায়
   উত্তরবঙ্গের বিশিষ্ট কবি ,গদ্যকার



কি অদ্ভুত নাম জায়গাটির!
ঠিক তাই,এর ইতিহাসটাও অদ্ভুত বটে।
সে ইতিহাস আমি খুঁজি
রাজাভাতখাওয়ার সবুজ গালিচায়,
সবচেয়ে প্রাচীন বৃক্ষমূলে
একলা বসে মৃদুল নদীতটে।
ফিস ফাস কথা বলে গাছ,
তারপর ছিন্নপত্রগুলি ছড়িয়ে পড়ে
লাশ হয়ে পড়ে থাকা সাঁকোর ওপর।
ইতিহাসের পাতা যেন খুলে যায়–

১৭৭৪ সালের ২৫ এপ্রিলের সে ইতিহাস।
ভুটান রাজের পুনাখার কারাগারে তখন বন্দী
কোচ রাজা ধৈর্যেন্দ্রনারায়ন।
এই দুর্বলতার সুযোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানী
ভুটানের দেবরাজার সঙ্গে সন্ধি করে
ধৈর্যেন্দ্রনারায়ণকে মুক্ত করে এই স্থানে প্রীতিভোজ করে।
সেই থেকেই এই স্থানের নাম হয় রাজাভাতখাওয়া।

রাজাভাতখাওয়ার হরিৎ নিসর্গে সেই অহংকার
এখনও ডানা ঝাপটায়।
সাঁকোর ওপর ছড়িয়ে থাকা পাতাগুলি
 যত্নে বুকে তুলি আমি।
খুঁজে চলি ইতিহাসের অলি গলি।
খুঁজে চলি মহারাজা ধৈর্যেন্দ্রনারায়ণের বড় ভাই
দেওয়ানদেও রামনারায়ণের আত্মার কান্না।
নিথর সাঁকোটিই যেন সেই ইতিহাসের নিঃশব্দ দলিল।
ঝরা পাতাদের মর্মর ধ্বনি শুনে
আমি থমকে দাঁড়াই।

আরও পড়ুন , বাংলা গল্প – ভালবাসার রং



Share This Article