ফিরে এসো মেঘ | প্রেমানন্দ রায় | Bangla Kobita
কলমে – প্রেমানন্দ রায়
কবি , গদ্যকার
তুমি ফিরে এলেই ও পাহাড়ের ঝোরাগুলি
মন্দিরা বাজাবে পাথরে,
তুমি ফিরে এলেই ডায়না নদীটি ঘুঙুর বাঁধবে পায়ে।
মেঘ,তুমি ফিরে এলেই রায়ডাকের শাখানদী তুরতুরি
দোলং, ধরলা, গাতিয়া, কুমলাই,গীলান্ডি আর ডুডুয়াকে
ডেকে বলবে,রূপবতী নাই বা হলাম তোমাদের মতো,
আমিও অষ্টাদশি।
তুমি ফিরে এলেই খড়িবাড়ির স্বর্ণমতী নদীটিও
বঞ্চনার অভিঘাত থেকে নিজেকে মুক্ত করে
আরও একবার অপ্রতিরোধ্য হবে।
তুমি আসবে বলে গোয়ালটুলির একটু দূরে
চ্যাঙ্গা নদীর বিকেলের স্রোতে ঢেউগুলি উঠেছিল মেতে,
করলার বাঁধানো ঘাটে তিস্তাবুড়ির ভেলা সাজিয়েছিল ওরা
শ্রাবনের অপরাহ্নে।
ফিরে এসো মেঘ,
তুমি ফিরে এলেই বাতাবী লেবুর গাছ ঘন সবুজ,
তুমি এলেই কচুবনের পাতায় মুক্তোর খেলা,
তুমি এলেই সবুজ মাঠ জলে থৈ থৈ,শিশুদের মেলা।
মেঘ এলেই হাসিমারা,শালবাড়ি,মধুপুর,আঠারোকোঠায়
সবুজের আসে বান।
মেঘ এলেই তরাই,ডুয়ার্স সারে তৃপ্তির স্নান।
মেঘ এলেই মাদল বাজে গগনতলে কোথায়,
একই মাদল মাদারীহাটেও শুকরু ওঁড়াও বাজায়।
মেঘ এলেই বংতী নদীটি নতুন পংক্তি লেখে।
কালজানি আর গদাধর দু’য়ে মুগ্ধনয়নে দেখে।
মেঘ এলেই ঝাঁকে ঝাঁকে বক বুড়ি তিস্তার ধারে
নদী নিসর্গে সাদা কালো মিশে মোহে আবিষ্ট করে।
মেঘ ফিরে এলে চাষীর গোলায়
ফসলের ফেরে ঘ্রাণ
মেঘ বালিকার অপেক্ষাতেই হুদুম পুজোর গান।