Chandigarh Kare Aashiqui Movie Review, Rating – Ayushmann, Vaani Kapoor

Bongconnection Original Published
3 Min Read


 Chandigarh Kare Aashiqui Movie Review, Rating – Ayushmann, Vaani
Kapoor

Chandigarh Kare Aashiqui Movie Review, Rating - Ayushmann, Vaani Kapoor
Loading...

Chandigarh Kare Aashiqui Movie Review

– Pritam Sen


গেছিলাম WEST SIDE STORY দেখতে, কিন্তু দর্শকের অভাবে শো (PVR) টাই
হলোনা! অগত্যা এটা দেখলাম। আমার এই সিনেমাটা হলে দেখার কোনো প্ল্যান ছিলনা। যাই
হোক, দেখে যখন ফেলেছি আসুন একটু আলোচনা হোক:

যা যা ভালো লেগেছে:
সাবজেক্ট: LGBTQ+ কমিউনিটি এর মানুষকে নিয়ে বলিউড মেইনস্ট্রিম প্রায় চুপ।
আয়ুষ্মান খুরানা নিজেই এর আগে একটা করেছিলেন, আবার করলেন। একটি আলফা মেল হিরো
একজন ট্রান্স ওম্যান এর প্রেমে পরেন। এরম টপিক নির্বাচন করতে সাহস লাগে।

Chandigarh Kare Aashiqui Movie Cast

Abhishek Bajaj
Yograj Singh
Sawan Rupowali
Gautam Sharma
Girish Dhamija

IMDb Rating – 7.2/10

অভিনয়: ভানি কাপুর এর এখন অব্দি বেস্ট পারফরম্যান্স। যদিও সেটা খুব বেশি কিছু
বলছেনা, কারণ এর আগে তিনি উল্লেখযোগ্য কিছু করেননি। এখানে তিনি একটা
প্ল্যাটফর্ম পেয়েছেন এবং আমার মতে উনি তার সদ্ব্যবহার করতে পেরেছেন। আয়ুষ্মান
খুরানা নিজের চরিত্রে ঠিকঠাক, এমন কিছু চ্যালেঞ্জিং রোল নয়, তাই বলার খুব একটা
কিছু নেই, উনি নিজের কাজে পারফেক্ট।

Chandigarh Kare Aashiqui Movie Review, Rating - Ayushmann, Vaani Kapoor

Chandigarh Kare Aashiqui Review

সংলাপ: সিনেমার সংলাপের দুটি দিক আছে। একদিকে যেমন ইমোশনাল সংলাপ রয়েছে, কিছু
কমেডি রয়েছে আবার ট্রান্সজেন্ডার দের প্রতি আমাদের সমাজে কতটা অবহেলা অবজ্ঞা
এমনকি ঘৃনা ছড়িয়ে আছে সেটাও উঠে এসেছে।
এডিটিং: শার্প এডিটিং। সিনেমাটা বড় লাগবেনা, বোরিং ও লাগবেনা। ২ ঘন্টাও পুরো
নয়, যেটুকু দরকার সেটুকুই লেংথ।
মিশ্র প্রতিক্রিয়া:
গান: মনে রাখার মতো কোনো গান নেই, আবার হলে বসে বিরক্ত লাগবে এমন ও নয়।
কমিক এলিমেন্ট: কিছু কিছু যেমন জেনুইন ভালো কমেডি আছে, আবার কিছু দৃশ্য খুব
ওভার দা টপ টিপিক্যাল পাঞ্জাবি কমেডি, যেগুলো বলিউড চিরকাল
stereotype করে আসছে।
যা যা ভালো লাগেনি:
সাপোর্টিং কাস্ট: কোনো মনে রাখার মতো পার্শ্বচরিত্র নেই। বেশ কয়েকজন ছোট ছোট
গুরুত্বপূর্ণ রোলে আছেন কিন্তু কেউই মনে দাগ কাটেনি।
সার্ফেস লেভেল ট্রিটমেন্ট: হ্যাঁ আমি বুঝতে পারছি বেশী সংখ্যক মানুষের কাছে
পৌঁছনোর জন্য সিনেমাটা এভাবে লেখা হয়েছে। আমাদের কৌশিক গঙ্গোপাধ্যায়ের
নগরকীর্তন টাইপ হার্ড হিটিং র সিনেমা মাস অডিয়েন্স ভারতে জাস্ট নেবেনা। তবে
আমাদের মত যারা গ্লোবাল কন্টেন্ট এর সঙ্গে পরিচিত তাদের এই ট্রিটমেন্ট ঠিক মনে
ধরবেনা।
সবমিলিয়ে এই সিনেমাটি আয়ুষ্মান এর প্রায় সব সিনেমার মত, অর্থাৎ বাণিজ্যিক
মোড়কে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া, অল্প হলেও সাধারণ দর্শকদের বিভিন্ন
সামাজিক দিক সম্পর্কে সচেতন করার একটা প্রচেষ্টা। আর তার জন্য পরিচালক অভিষেক
কাপুর (Rock On, Kai Po Che etc) মহাশয়কে সাধুবাদ জানাই।
Also read,
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.