Madhyamik Exam: প্রথম দিনেই মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের অভিযোগ, চিন্তায় পড়ুয়ারা

ফের প্রশ্নপত্র ফাঁস। শুক্রবার মাধ্যমিকের বাংলা পরীক্ষা চলাকালীন ফের প্রশ্নপত্র ফাঁস হলো। সবরকমের সুরক্ষা দেওয়া হলেও প্রথম দিনেই ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র।

Sandeep Sen
2 Min Read

ফের প্রশ্নপত্র ফাঁস। শুক্রবার মাধ্যমিকের বাংলা পরীক্ষা চলাকালীন ফের প্রশ্নপত্র ফাঁস হলো। সবরকমের সুরক্ষা দেওয়া হলেও প্রথম দিনেই ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র। পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজনের মোবাইলে পৌঁছে যায় প্রথম ভাষার প্রশ্নপত্র। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার আগেই অভিযুক্তদের খুঁজে বের করা হয়েছে। মাধ্যমিক – উচ্চ মাধ্যমিক ও সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র খুব গোপনীয়তার সাথে তৈরি করা হয়। কিন্তু এরপরেও কী করে প্রশ্ন ফাঁস হচ্ছে। প্রশ্ন ফাঁসের ঘটনা যেমন পশ্চিমবঙ্গে তেমনই আমাদের প্রতিবেশি বাংলাদেশেও ফাঁস হচ্ছে প্রশ্নপত্র। দেখা গেছে সেখানেও মাধ্যমিক ও বিভিন্ন পরীক্ষায় সরকারি সুরক্ষা ভেঙে ফাঁস হচ্ছে সেই পরীক্ষার প্রশ্ন।

West Bengal Madhyamik Exam 2024

দেখা যাচ্ছে, ক্লাস 10 এর মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজনের মোবাইলে ভাইরাল হয়েছে প্রথম ভাষা বাংলার প্রশ্নপত্র। মধ্যশিক্ষা পর্ষদ খবর পেয়েই দ্রুত শুরু করে খোঁজ- খবর। পর্ষদ জানিয়েছে, এই মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার আগেই অভিযুক্তদের খুঁজে বের করা হয়েছে। এরইমধ্যে ২ জন পরীক্ষার্থীকে চিহ্নিত করেছে পর্ষদ। এবং এও বলেছেন তাঁদের পরীক্ষা বাতিল হতে পারে। পরীক্ষার শেষে দেখা যায় যে আসল প্রশ্নপত্র এবং ভাইরাল হওয়া প্রশ্নপত্রের ছবি পুরোপুরি এক। আবার, ওই ভাইরাল হওয়া প্রশ্নপত্রে QR Code দেখেই সেই পরীক্ষার্থীদের চিহ্নিত করা হয়েছে। এবার প্রশ্ন হলো প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আলাদা আলাদা কোড দেওয়া রয়েছে। কিন্তু তাও শেষ রক্ষা হলো না। তবুও কী করে পরীক্ষা চলাকালীন ফাঁস হল প্রশ্নপত্র, এই নিয়ে প্রশ্ন শুরু হয়েছে, এই ব্যাপারে বোর্ডের আধিকারিকরাও কিছু বুঝতে পারছেন না বলেই জানা গিয়েছে।

ফের দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী, মাথায় ও কপালে চোট মমতার

Share This Article

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.