ভালোবাসার কাব্য | Premer Golpo | Bengali Love Story | Golpo Bangla

sudiproy877
4 Min Read
ভালোবাসার কাব্য | Premer Golpo | Bengali Love Story

Premer Golpo

ভালোবাসার কাব্য 

আমার শোওয়ার ঘরের জানালা দিয়ে এই দৃশ্যটা প্রতিদিন চোখে পড়ে । খুব অল্পদিন হল আমি  এখানে এসেছি। বাড়িটা একটু ফাঁকার দিকে। আসলে ইচ্ছে করেই এই বাড়িটা পছন্দ করেছি। আমি নির্জনতা ভালোবাসি। বাড়ির পিছন দিকে একটা মাঠ। তার একদিকে  একটা বকুল গাছ। বেশ ঝাঁকড়া। এদিকটাতে সাধারণত কেউ আসে না। ইউনিভার্সিটি থেকে ফিরে আমি একটু বিশ্রাম নিই। ঘুমোই না। আমার ঘুম কম। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে  অযুত নিযুত ভাবনা কেবল।
সন্ধ্যের একটু আগে ওরা আসে। দু’জন দু’দিক থেকে। ওরা হাসে, গল্প করে। ওদের হাসি দেখে আমিও হাসি। কেন কে জানে!  হয়তো ওদের সাথে একাত্ম হয়ে যাই মনে মনে।
এক সপ্তাহ, দুই সপ্তাহ,এক মাস, দু’ মাস….

খিলখিল হাসি শুনতে পাই প্রাণচঞ্চল কিশোরীর। পড়ন্ত সূর্যের আলোয় ছেলেটির মুখ খুশিতে চকচক করে ওঠে ওর হাসি দেখে। একদিন ওরা একে অপরকে ঠোঁটে ঠোঁট রেখে স্পর্শ করল। ওই একদিনই। আর কোনোদিন দেখিনি। সন্ধ্যে নেমে আসার সাথে সাথে চলে যায় ওরা। দু’জন দু’দিকে।
একদিন ওদের দিকে তাকিয়ে অবাক হলাম। মেয়েটি কাঁদছে! ছেলেটির মুখে বিষণ্ণতা। মাথা নিচু করে গাছে হেলান দিয়ে  দাঁড়িয়ে আছে। বকুল গাছটাতে সেদিন অনেক ফুল ফুটে ছিল।মেয়েটি কিছু বলছে। শুনতে পাচ্ছি না কিন্তু আমার ভীষণ শুনতে ইচ্ছে করছে । কী হয়েছে ওদের!  ছেলেটি চুপচাপ শুনছে। সন্ধ্যে নেমে আসছে। হঠাৎ দেখলাম, ছেলেটি দুই হাত বাড়িয়ে দিতেই মেয়েটি যেন ঝাঁপিয়ে পড়ল ছেলেটির বুকে।
ওরা দুজনেই কাঁদছে!

আমিও কাঁদছি!

পরদিন ছেলেটি এল। কিন্তু মেয়েটি এল না। তার পরদিনও তাই। ছেলেটি আসে।বকুল গাছটার নিচে কিছুক্ষণ বসে। গাছটার ডাল পাতাগুলোর দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলে। তারপর চলে যায়। রাশি রাশি ফুল ঝরে পড়ে
থাকে বকুল গাছের তলায়।

Bengali Love Story

Loading...
একদিন ইউনিভার্সিটি থেকে ফিরছি, চমকে উঠলাম। সেই মেয়েটি না! একটা টোটোতে বসে আছে বরের পাশে। নতুন বৌয়ের সাজ। সলাজ হাসিমুখ। কী সুন্দর দেখতে লাগছে! পাশে নতুন বরের খুশি মুখ।


 মুহূর্তে আগের দিন বিকেলে বকুল গাছের নিচে বসে থাকা সেই বিষণ্ণ মুখটিকে মনে পড়ল। চোখ ঝাপসা হয়ে গেল আমার। টোটোটা চলে গেছে।সেদিনও সন্ধ্যেবেলা সেই ছেলেটি বকুল তলায়। আমি জানলা দিয়ে ছেলেটিকে দেখতে দেখতে ভাবছিলাম, এই ছেলেটির এত ভালোবাসা কি ভুলতে পেরেছে মেয়েটি? জানি না।

আমরা অধিকাংশ মানুষই সবসময় অন্যের জন্য বাঁচি। বাবা- মা- সংসারের কথা ভেবে অনেক সময় নিজের ভালোলাগা- ভালোবাসাকে অনেকেই ত্যাগ করে। ভুলে থাকে। বুকের ভেতর সব কষ্টকে হাসিমুখে চাপা রেখে নতুন সংসারে সুখে থাকার নিখুঁত অভিনয় করে। অপর মানুষটি যে কষ্ট পাবে নইলে।

তারপর কোনো এক সময়ে  তার ফেলে আসা ভালোবাসা অতীত হয়ে যায়। আবছা হয়ে আসে ধীরে ধীরে। তখন সে সত্যিই ভালোবেসে ফেলে সঙ্গী মানুষটিকে। এই পৃথিবী যে বড় মায়ার জায়গা। মায়ার বাঁধনে বাঁধতে, মায়ায় জড়িয়ে বাঁচতে ভালোবাসে মেয়েরা।মুক্তিতে নয়, বন্ধনেই সুখ খুঁজে পাই আমরা।

ছেলেটি এখনও মাঝে মাঝে আসে। বকুলতলায় একটু সময় বসে। বাতাসের সাথে কথা বলে। চলে যায়।
হয়তো একদিন ছেলেটি আর আসবে না। নতুন মানুষের বাঁধনে বাঁধা পড়বে সেও। এই বকুল গাছের নিচের সব স্মৃতি ধূসর হয়ে যাবে। নতুন মানুষের কাছে সে তার হারিয়ে যাওয়া ভালোবাসা খুঁজে পাবে। ভালোবাসা যে কখনও হারায় না। কেউ না কেউ ঠিক ফিরিয়ে আনে নতুন মানুষের বেশে । ভালোবাসা অবিনশ্বর।

আরো পড়ুন,প্রেম

এতক্ষণ আপনারা পড়লেন , ভালোবাসার কাব্য – গল্পটি স্পনসর করেছে
Senco Gold & Diamond

 

Tags –
Premer Golpo,
Bengali Love Story,
Bengali Story

Share This Article