জল্পনা কাটিয়ে ঘাটালেই প্রার্থী হবেন দেব, অভিষেকের মাস্টারস্ট্রোক!

Sandeep Sen
2 Min Read

অবশেষে জল্পনার অবসান ঘটলো৷ দেব কয়েকটি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বলে গত কয়েক দিন ধরে তাকে নিয়ে চর্চা হচ্ছিল। সব শেষে জল্পনার অবসান ঘটলো। যেহেতু অভিনেতা দেব অর্থাৎ সাংসদ দেব পদত্যাগ করেছিল এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একটি বৈঠক করেন শনিবার অর্থাৎ আজকে। এই বৈঠকে দেব বললেন তিনি তৃণমূলে ছিলেন আছেন এবং থাকবেন৷ এই বিষয় নিয়ে কোনও বিভ্রান্তি নেই৷ যা দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে৷ শুধু এই নয় জানা গিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে প্রার্থী হচ্ছেন দেব (দীপক অধিকারী)৷ শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘাটালের সাংসদ দেবের বৈঠক সফল বলেই মত প্রকাশ করেছে তৃণমূল শিবিরের৷

বিগত বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, দেব হয়তো এবার রাজনীতি থেকে সরে দাঁড়াবেন বা অন্য দলে ঝুঁকতে পারেন অথবা অভিনয়েই তিনি তাঁর সম্পূর্ণ মন দেবেন৷ এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে দেব (দীপক অধিকারী) তিনটি চিঠি পাঠান৷ জানা গেছে, বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে, ঘাটাল রবীন্দ্র মহাবিদ্যালয়ের সভাপতি ও ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন তিনি৷ এরপরই জল্পনা আরো জোড়ালো হয়৷ কিন্তু জল্পনার অবসান ঘটে শনিবার অর্থাৎ আজকে৷ এদিন ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব৷ এরপর সেখান থেকে বেরিয়ে সোজা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কথা বলতে যান সাংসদ৷ তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যায়, দেব তৃণমূলে ছিলেন আছেন এবং থাকবেন৷ দেবের সঙ্গে দলের কখনওই কোনও ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য ছিল না বা হয়নি৷ তবে দলের কিছু ব্যক্তির সঙ্গে তাঁর মতবিরোধ থাকতে পারে৷ সে বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয় বলে খবর৷ তারপর জানা যায়, ঘাটাল থেকে তৃতীয়বারের জন্য লোকসভা ভোটে লড়বেন তিনি, তা প্রায় নিশ্চিত৷

কোহলিকে বাদ দিয়েই ভারতের টেস্ট দল ঘোষণা বোর্ডের

আচমকা ব্রেন স্ট্রোকের পর, কেমন রয়েছেন মিঠুন চক্রবর্তী ?

Share This Article