কালি পূজার নিয়ম
দেবী কালী কে?
হিন্দু পুরাণ অনুসারে, তিনি মহাকালের (শিব) সঙ্গিনী। তিনি চেতনা দেবী এবং বাস্তবতা ও অস্তিত্বের ভিত্তি। সংস্কৃত ভাষায় মহাকালী হলেন মহাকালের (শিবের একটি রূপ, যাকে মৃত্যুরূপেও কল্পনা করা হয়) স্ত্রীলিঙ্গ রূপ। দেবী কালী এবং তার অন্য সব রূপই হলো মহাকালীর বিভিন্ন প্রকাশ।
কালী পূজার ইতিহাস
কালি পূজার ইতিহাস:
দুর্গাপূজার পর কালী পূজা চলে এসেছে কিন্তু কালী পূজার ইতিহাস কি ? কিভাবে ও কেন কালী পূজার শুরু হলো তা কিন্তু অনেকেই জানেন না। বেশিরভাগ হিন্দু বাড়িতে কালী পুজো হয়ে থাকে। কিন্তু কালী পূজার ইতিহাস কি সেটা জানা নেই বেশিরভাগ মানুষেরই।
সামনেই তো কালী পূজা আর এই পুজোর আগেই চলুন জেনে নেওয়া যাক, কালী পূজার আসল ইতিহাস। …
আরো পড়ুন, Kali Thakur Drawing, Painting, Design 2023
তন্ত্র অনুসারে কালী দশমহাবিদ্যার প্রথম দেবী। কেরালা ব্যতীত সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতীর রূপ হিসাবে বিশ্বাস করা হয়। কেরালার লোকবিশ্বাস অনুসারে— ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে রাক্ষসদের ধ্বংস করার জন্য তিনি আবির্ভূতা হন, তাই কেরালায় তাঁকে ভৈরবোপপত্নী মহাকালী বলা হয়।
কালী পূজার নিয়ম:
ধ্যানের মাধ্যমে দেবী কালীর প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তী সময়ে আবাহন ও পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবী কালীর পূজা পদ্ধতি সম্পন্ন হয়ে থাকে। জবা ফুল, চন্দন ,পুষ্প, ধূপ, দীপ ও লেখনি দোয়াত ইত্যাদি কালী পূজার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। দেবী কালী শুধু জবা ফুলেই সন্তুষ্ট হন।
আরো পড়ুন,
কালী পূজার নিয়ম, পদ্ধতি, উপকরণ, ফর্দ 2023
Happy Kali Puja Images, Photos, Pictures 2023