এবছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু ১৪ নভেম্বর দুপুর ২টো বেজে ৩৬ মিনিট এবং শেষ ১৫ নভেম্বর বেলা ১টা ৫৬ মিনিটে।
২০২৩ সালের ভাতৃদ্বিতীয়ার তারিখ হলো
১৫ নভেম্বর (২৮ কার্তিক) – বুধবার
ভাইফোঁটার সময় 2023 সময়সূচি ও মন্ত্র :
ভাই ফোঁটা কেন পালন করা হয়ে থাকে?
কথিত আছে, কার্তিক শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে যমরাজ বোন যমুনার নিমন্ত্রনে তাঁর দুয়ারে পৌঁছন। এতদিন পর ভাই যমুনার বাড়িতে আসায় যমুনা খুবই আদর আপ্যায়ন করেন এবং ভাই যমরাজকে ফোঁটা দিয়ে তার মঙ্গল কামনা করেন। যমুনাকে আশীর্বাদস্বরূপ যম বলেন যে, এই তিথিতে যে ভাই তার বোনের বাড়ি গিয়ে তাঁর আশীর্বাদ, মঙ্গল কামনা স্বীকার করবে ও তাঁর হাতে তৈরি খাবার গ্রহণ করবে, তাঁর ভাগ্যে অকালমৃত্যুর ভয় থাকবে না। তারপর থেকে কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে এই উৎসব পালন করা হয় এবং এই তিথিটি যম দ্বিতীয়া, ভ্রাতৃ দ্বিতীয়া বা ভাই ফোঁটা নামে পরিচিত হয়।
আরো পড়ুন, Happy Bhai Phota Images, Wishes, Status, SMS In Bengali
ভাইফোঁটা 2023 তারিখ ও সময়সূচী
২০২৩ সালের ভাতৃদ্বিতীয়ার তারিখ হলো
১৫ নভেম্বর (২৮ কার্তিক) – বুধবার
ভাইফোঁটার মন্ত্র
“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়ারে পড়ল কাঁটা।
যমুনা দেয় যমকে ফোঁটা,
আমি দিই আমার ভাইকে ফোঁটা॥
যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হল অমর।
আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর॥”
আরো পড়ুন,
জানুন ভাইফোঁটার ইতিহাস, কিভাবে শুরু হয়েছিল ভাতৃদ্বিতীয়া?
ভাইফোঁটার শুভেচ্ছাবার্তা, মেসেজ