Dhanteras 2023: ধনতেরাসের দিন কি কিনলে বাড়বে আপনার সুখ, সম্বৃদ্ধি ? জানুন

sudiproy877
3 Min Read

Dhanteras 2023: ধনতেরাসের দিন কি কিনলে বাড়বে আপনার সুখ?

হিন্দু ধর্মে বারো মাসে তেরো পার্বণ । এই যেমন কয়েকদিন আগেই দূর্গাপূজা শেষ হয়েছে । আবার চলে এসেছে ধনতেরাস । শাস্ত্র অনুযায়ী Kali Puja বা দীপাবলির দুদিন আগে ধনতেরাস উদযাপন করা হয় ।

এই ধনতেরাস নিয়ে আপনি হয়তো Tv কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে কিংবা রাস্তায় বিভিন্ন পোস্টার এ নানারকম বিজ্ঞাপন (Advertisement) দেখেছেন।

ধনতেরাসের দিন কি কি কেনা উচিত ?

কিন্ত আপনি কি ভেবে দেখেছেন বা জানেন যে ধনতেরাস উপলক্ষে আপনার ঠিক কোন জিনিসটি কেনা উচিত বা বাড়িতে আনা উচিত । অনেকেই ধনতেরাস উপলক্ষ্যে নানারকম জিনিসপত্র কিনে থাকে । কিন্তু সবথেকে বেশি বিক্রি হয় সোনার গহনা । সেই জন্যই ধনতেরাস এর কিছুদিন আগে থেকেই লক্ষ্য করবেন Senco Gold & Diamonds, P. C Chandra Jewellers বা Kalyan Jewellers এর মতো প্রসিদ্ধ গহনা ব্যাবসায়ীরা দেশজুড়ে নানারকম বিজ্ঞাপন দিয়ে থাকে । চলতে থাকে নানারকম অফার বা Discounts

ধনতেরাসের শুভ সময়

অনেকের কাছেই শোনা যায়, ধনতেরাসের সময় সস্তায় বা অফারে নানারকম সোনার জিনিস কিনেছে । আপনিও হয়তো শুনে থাকবেন । কিন্তু কথা হলো, এই সময় সোনার গহনা কেনা কি ঠিক হবে ? বা কিনলেও আপনার জন্য কোন গহনা হবে সবচেয়ে ভালো ? এই বিষয়গুলো কিন্তু সবার আগে আপনাকে জানতে হবে ।

ধনতেরাসে কি কিনলে শুভ হয় ?

হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী, কুবের দেব ও ভগবান ধনন্ত্বীর পূজো করা হয়। এই দিনে সকলের বাড়িতে পরিষ্কার করে সুন্দরভাবে সাজানো হয় এবং সুখ ও সমৃদ্ধির জন্য পূজো করা হয় ।

তো, আজকের এই বিশেষ দিনে চলুন জেনে নেওয়া যাক আপনার কোন বিশেষ গহনাটি কেনা উচিত । কিন্তু তার আগে জানতে হবে আপনারা কোন রাশি । কারণ সব জিনিস সকলের জন্য নয়। ধরুন আপনার কুম্ভ রাশি এবং আপনার যে গহনাটি কিনলে সুখ ও সম্বৃধি বাড়বে সেটা নিশ্চই মকর রাশির ক্ষেত্রে প্রযোজ্য হবে না । তাই না ?

দেখে নিন, ধনতেরাস এ কোন রাশির জন্য কোন গহনা বা কোন ধাতু সবথেকে কার্যকরী হবে ….

ধনতেরাস👉

🧿রাশি অনুযায়ী কোন ধাতু ধনতেরাসে কেনা শুভ👉

🔴মেষ ও বৃশ্চিক রাশি সোনা বা তামা

🔴বৃষ ও তুলা রাশি সোনা বা রূপো

🔴মিথুন কন্যা রাশি সোনা, রূপো, ব্রোঞ্জ

🔴কর্কট রাশি সোনা , রূপো , তামা , কাঁসা

🔴সিংহ রাশি সোনা, পিতল ,কাঁসা

🔴ধনু ও মীন রাশি সোনা, কাঁসা , ব্রোঞ্জ

🔴মকর ও কুম্ভ রাশি রূপো

Also read, প্রিয়জনদের ধনতেরাসের শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজগুলো

Happy Diwali Wishes, SMS In Bengali 2023 

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.